ফুলতলায় খাস জমিতে অসহায় নারীদের জন্য গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

প্রকাশঃ ২০২০-১২-০৮ - ২০:০৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় মঙ্গলবার দুপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারের “ক” শ্রেণির খাস জমিতে গৃহ নির্মানের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সরকার খুলনার ডিডি মোঃ ইকবাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন প্রমুখ। প্রসঙ্গতঃ গাড়াখোলার মুক্তেশ্বরী এলাকায় ভিত্তিপ্রস্তর উদ্বোধনকৃত গৃহে অসহায় নারী আঞ্জু বেগম, আছিয়া বেগম, জাহিদা বেগম ও আছিয়া খাতুনকে বসবাসের জন্য বরাদ্দ দেয়া হয়। পরে অতিথিবৃন্দ উপজেলার গাড়াখোলার আরও দুটি প্রস্তাবিত গৃহ নির্মানাস্থান পরিদর্শন করেন।