বটিয়াঘাটার অামিরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় কৃষকের ধান কর্তন

প্রকাশঃ ২০২০-০৫-০৯ - ১৫:০৮

খুলনা অফিস : মহামারি করোনা ভাইরাসের কারনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বটিয়াঘাটা উপজেলার সাতটি ইউনিয়নে ধারাবাহিকভাবে চলছে পাকা ধান কাটার কার্যক্রম। অসহায় সম্মানিত কৃষকের এই সোনার ফসল পাকা ধান প্রতিদিনের ন্যায় কেটে দিয়েছে বটিয়াঘাটা উপজেলা অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ শনিবার। উপজেলার অামিরপুর ইউনিয়নের তলাপাড়া গ্রামের সম্মানিত কৃষক মোঃ অাব্দুল উহাবের কষ্টে ফসল করা প্রায় এক বিঘা জমির সোনার ফসল পাকা ধান স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ কেটে দেয়। পরে ঐ কৃষকের বাড়িতে কাটা ধান নেতৃবৃন্দ বয়ে পৌছিয়ে দেয়।

ড়উপজেলা অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা এম এম অাজিজুর রহমান রাসেল, এনামুল হক, উপজেলার সহ সভাপতি মোঃ হুমায়ুন শেখ, অামিরপুর ইউনিয়নের অাহবায়ক মোঃ অালি অাহম্মেদ অাকুঞ্জি, জামাল হোসেন, রহমত অাকুঞ্জি,ছাত্রনেতা মোঃ শফিকুজ্জামান বুলু, শেখ ইব্রাহিম, ইমরুল মোড়ল, শিহাব শেখ, রবিউল অাকুঞ্জি, জাফর শেখ, মোক্তার শেখ, জিয়াউল অাকুঞ্জি, রাসেল অাকুঞ্জি, শহিদ শেখ, জব্বার শেখ, মোরাদ অালি শেখ, মোঃ রাজু শেখ, অাবজাল হোসেন, অাশরাফুল ইসলাম, সিল্টু শেখ, লিটু ঠাকুর, অারিজুল শেখ, রব্বানি শেখ, মোঃ রেজোয়ান শেখ, নাছিম উদ্দিন, মাহমুদুল্লাহ শেখ প্রমুখ৷