ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২২

প্রকাশঃ ২০২৩-১২-২২ - ২১:৩৩

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে উল্টে গিয়ে শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওয়াপদার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গুটুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ রানা সরদার  জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস গুটুদিয়া ওয়াপদা এলাকায় পৌছাঁলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে উল্টে যায়। এ সময় শিশুসহ আন্তত ২২ জন গুরুতর আহত হন। স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান শাহারিয়ার জানান, শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়া বাগেরহাটের পলাশ শেখ, পা ভেঙে যাওয়া খুলনার তেরখাদার রাবেয়া বেগম, সাতক্ষীরার বাবু মিস্ত্রি, ডুমুরিয়ার আব্দুস ছালামসহ ১২ জনকে আশঙ্কজনক অবস্থায় খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা  বলেন, খাদে পড়া বাসটি উদ্ধার করা হয়েছে। কেউ মারা যায়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।