খুলনায় আরও ৪০ জনের করোনা সনাক্ত

প্রকাশঃ ২০২০-০৬-১২ - ২২:৩৬
corona

খুলনা অফিসঃ চব্বিশ ঘন্টায় খুলনায় আরও ৪০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এছাড়াও একই দিন নমুনা পরীক্ষায় বাগেরহাটে ১০ জন, যশোরে ৪ জন ও সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, গোপালগঞ্জে ১ জন নতুন করে করোনা আক্রান্ত ধরা পড়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার পিসিআর ল্যাবে মোট ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনার মধ্যে ৫৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসছে। যার ৪০ জনই খুলনার। আর খুলনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫৪টি।

খুলনায় যারা করোনা সনাক্ত হয়েছেন: খালিশপুরে ৬২ বছরের একজন পুরুষ, নয়াবাটিতে ৬১ বছরের একজন ‍পুরুষ ও আলমনগরের এক যুবক (৩০), বানরগাতি বাজার এলাকায় ৫০ বছরের একজন পুরুষ, করোনা হাসপাতালে কর্মরত দুই জন পুরুষ বয়স ৫০ ও ২০ বছর, সোনাডাঙ্গায় এক শিশু (১২) ও পাঁচ যুবক বয়স ২৩, ২৫, ২৩, ৪০ ও ৪০ বছর , খুলনা মেডিকেল কলেজে কর্মরত এক যুবক (২৫), বয়রা মুজগুন্নি মেইন রোডে এক নারী (৬৫), পুরুষ (৬০) ও এক যুবক (২৩),  টিবি ক্রস রোডের এক নারী, ছোটবয়রা গোলদারপাড়ার দুই জন (পুরুষ), মানিকতলা কুলিবাগানের এক নারী (২৩), মিস্ত্রীপাড়ার এক নারী (৩৭), নিরালায় একজন পুরুষ (৫৮), ময়লাপোতা বকশিপাড়ার এক নারী (৪৫), মৌলভীপাড়ার এক যুবক (২৬), খুলনা মেডিকেল কলেজের স্টাফকোয়ার্টারে এক নারী (৪৬), রশনিবাগ এলাকার এক যুবক (৩২), বয়রা কেএমপির এক পুলিশ সদস্য (৪৫), পাওয়ার হাউজ কলোনীর একজন পুরুষ (৫২), ঠিকানা না জানা এক পুরুষ (৪৭), এক নারী (৩২) ও নাম পরিচয় না জানা আরও একজন। খুলনার উপজেলার মধ্যে ফুলবাড়ীগেট এলাকায় ৬০ বছরের একজন, দিঘলিয়ার হাজিগ্রামের এক নারী, রূপসা আইচগাতি গ্রামে একজন পুরুষ, ডুমুরিয়া উপজেলার একনারী (১৮) ও তিন পুরুষ বয়স ২৪, ৪৭, ৪৮ বছর।