পাইকগাছা প্রতিনিধি : কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাচুরের ঘটনায় পাইকগাছায় উপজেলা প্রশাসনের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম,খালিদ হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ দুষ্ট চক্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে জাতিকে অপমান করেছেন। যারা বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন, তাদের বাংলায় ঠাই হবেনা বলে ঘোষনা দেন।