সাংবাদিক রসুলের পিতার মৃত্যুতে প্রেসক্লাব মোল্লাহাটের শোক

প্রকাশঃ ২০২৫-০২-১৩ - ২৩:৩২

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ প্রেসক্লাব মোল্লাহাটের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রসুলের পিতা মোঃ আয়েন উদ্দিন ফকির (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মোল্লাহাট উপজেলার নগরকান্দী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় নগরকান্দী মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যু কালে মোঃ আয়েন উদ্দিন ফকিরের ৫ কন্যা, ৩ পুত্র, নাতি – নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রেসক্লাব মোল্লাহাটের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রসুলের পিতা বর্ষিয়ান মোঃ আয়েন উদ্দিন ফকির এর মৃত্যুতে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।