পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর সুযোগ্য মামা গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর ডাকে সাড়া দিয়ে এলাকার শত-শত মানুষ ঘুর্নিঝড় আম্ফানের তান্ডবে গড়ইখালীর শান্তা-ফকিরবাদের ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধ মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়রা বলেছেন পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবুর মামার আহবানে সাড়া দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার এসব শ্রমজীবী মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে শনিবার সকাল থেকে স্থানীয় প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরুর নেতৃত্বে মাটি-বালি ও কার্পেট সহ ব্লক দিয়ে ৫শ ফুট বাঁধের সংস্কার করেন। শেখ বাড়ী সংলগ্ন বাঁধের কাজে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ফকির সরদার, আফজাল গাজী, হাফিজুর শেখ, সিরাজুল শেখ, লাভলু গাজী, কামরুল গাজী, সাদ্দাম শেখ, বারিক শেখ, ফজলুল সানা, মিজান সরদার, খায়রুল, সাইফুল গাইন, মোকলেছুর রহমান, দাউদ সানা, মহসিন গাজী, লিটু সরদার, হাফিজা সানা, মিজানুর রহমান, লিটন সহ বিভিন্ন স্তরের মানুষ। উল্লেখ্য, আইলা পরবর্তীতে সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানার আমলে পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধের এ স্থানে কার্পেট সহ ব্লক দিয়ে মেরামত করলে সর্বশেষ আম্ফান তান্ডবে আবারোও তা ক্ষতিগ্রস্থ হয়।