বটিয়াঘাটায় নতুন করে ২ জন করোনা আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৬-১৪ - ১৫:২১

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সসহ নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বটিয়াঘাটায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ১০জন। এর মধ্যে উপজেলার জলমা ইউনিয়নে ৬ জন, বটিয়াঘাটা সদর ইউনিয়নে ৩ জন ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে ১ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত রোগীদের বাড়ী সহ আশপাশের বাড়ি গুলোকে লকডাউন ঘোষনা করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে চিকিৎসা সহ খাদ্য সামগ্রী সররবরাহ করছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগীরা বাড়িতে চিকিঃসা নিয়ে ৬ জন করোনা মুক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।