পাইকগাছায় নিয়ন্ত্রণহীন করোনা: ৭০ জনের করোনা সনাক্ত

প্রকাশঃ ২০২০-০৭-১৪ - ১৯:১৯

পাইকগাছা প্রতিনিধি : অসচেতনতায় ধুঁকছে পাইকগাছা। দিন কে দিন লাগামহীন ভাবে পাইকগাছায় করোনার সংক্রমণ বেড়েইে চলেছে। উপজেলা প্রশাসনের তেমন কোন নজরদারি না থাকায় মুলত সুধীসমাজ এমন অভিযোগ করেছেন। এলাকাবাসী সংক্রমণ প্রতিরোধের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান(৫০) সহ নতুন করে ১২ জনের নমুনায় কোভিট-১৯ শনাক্ত হয়েছে। এনিয়ে গত ১ জুন প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭০ জন। সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক জানান, উপজেলায় এপর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ ঘন্টায় নতুন করে ৫ জনসহ মোট ৩৩৪ জন। দিনে সর্বোচ্চ ১২ জন সহ মোট ৭০ জন করোনা রোগী শনাক্ত। সুস্থ হয়েছেন ২৯ জন। আইসোলশন ওয়ার্ডে ভর্তি সর্বমোট ১০, কোয়ারেন্টাইনে ২২৪ জন আছেন। পজেটিভ ১২ জন হলেন গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান (৫০) ও একই গ্রামে ২৮ বছরের এক যুবক, পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৫৭ বছর বয়সী এক ব্যবসায়ী, কপিলমুনি ইউনিয়নের হরিদাশকাটি গ্রামের ২১, ৩০, ৩৫ ও ৪৫ বছরের ৪ জন পুরুষ এবং ৪৫, ৫০,১৮ ৪৫ ও ৩৩ বছর বয়সী ৫ জন মহিলা। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বলেন, রবিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাইকগাছার ১৫ জনের মধ্যে ১২ টি পজেটিভ ও ৩টি নেগেটিভ পাওয়া গেছে। নেগেটিভ ৩ জন হলেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের শান্তি শীল, হরিদাশকাটি গ্রামের হাসানুজ্জামান ও দেলোয়ার হোসেন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৭১ জন। সুস্থ্য হয়েছেন ২৯ জন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এ কর্মকর্তা।