ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিজস্ব কার্যলয় উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার সময় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কমান্ডার মিজানুর রহমান। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু দাউদ, সাবেক কমান্ডার মহিউদ্দিন বানাত. বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম বিজলী, বীর মুক্তিযোদ্ধা নুর আলম তাফসের, বীর মুক্তিযোদ্ধা সুজা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজীবুদ্দৌল্লা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম।