চট্টগ্রাম ডিএনসি’র অভিযানে ১৬ মাদক সেবীকে সাজা প্রদান

প্রকাশঃ ২০২১-০৩-১৬ - ১৯:১১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ৮শ’ গ্রাম গাজাসহ ১৬ মাদকসেবীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে  মোঃ হেলাল(৩০), মোঃ রিয়াজ(২৫), খলিল (২৭), মোঃ হৃদয়(২৭), মোঃ সোহাগ(৩৫), মোঃ রাসেল(৩১), মোঃ আরিফ(২৪), মোঃ আলাউদ্দিন(২৫), মোঃ সাদ্দাম (২২), মোঃ সৈয়দ জাহেদুল আলম(২৪),১১)মোঃসাইদুল আলম(২০), ১২)মোঃ ফরিদ (২৫), মোঃ আজাদ (৩০), মোঃ ওসমান (৪২), নুর মোহাম্মদ (২৭) এবং মোঃ কাদের(২৬)। আটককৃতদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ১৬ মার্চ চট্টগ্রামে দিন ব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশরাফুল আলম  এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলের সমন্বয়ে মহানগরীর  বিভিন্ন  এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জন মাদক সেবন কারীকে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আশরাফুল আলম ধৃত আসামী বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- প্রদান করেন।