ঝিনাইদহে চুরি হওয়া ৮৪ টি মোবাইল ফেরত পেল মালিকরা

প্রকাশঃ ২০২৫-০৩-১৬ - ১৫:০৩

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা থেকে হারিয়ে ও চুরি হওয়া মোবাইলের মধ্যে ৮৪ টি মোবাইল ফেরত পেল মালিকরা। রবিবার সকাল ১১ টায় পুরাতন ডিসি কোট নামক স্থানে ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় জেলার কালিগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকুণ্ড, শৈলকুপা ও ঝিনাইদহ সদর উপজেলা থেকে হারিয়ে ও চুরি হয়ে যাওয়া মোবাইলের মধ্য থেকে ৮৪ টি মোবাইল ফোন উদ্ধার করে তার মালিকদের হাতে তুলে দিয়েছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে নেওয়া ৬৪ হাজার ৪১০ টাকও উদ্ধার করে মালিকদের ফেরত দেওয়া হয়। হারিয়ে ও চুরি হওয়া মোবাইল হাতে পেয়ে মালিকরা খুশি হয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।