ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় প্রাণিসম্পদ অধিদপ্তর আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে মাঠ পর্যায়ে ৪টি ইউনিয়নে নিযুক্ত ৪জন লাইভস্টক সার্ভিজ প্রভাইডর (এলেএসপি’র) মধ্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় বাই সাইকলে বিতরণ করা হয়। ১নং আটরা গিলাতলা ইউনিয়নের শাহারিয়ার হোসেন সবুজ, ২ নং দামোদর ইউনিয়নের রিনা সরকার, ৩নং জামিরা ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন এবং ৪ নং ফুলতলা ইউনিয়নের পারভীনা খাতুনের নিকট বাইসাইকেল তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইসলাম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।