একাধিক অভিযোগের দায় নিয়ে খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বদলী

প্রকাশঃ ২০২৫-১১-১৯ - ১৮:৩৭

খুলনা প্রতিনিধি:

তদবিরের মাধ্যমে চাকরিতে যোগদান, সরকারি বাসা মেরামতের নামে টাকা উত্তোলন, ব্যক্তিগত কাজে গাড়ির ব্যবহারসহ নানা অভিযোগের তদন্তের পর বদলী হলেন খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। তাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী করা হয়েছে।
খুলনা জেলা পরিষদ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা জেলা পরিষদে যোগদানের পরেই তাছলিমা আক্তার পরিষদের সচিবের জন্য নির্ধারিত বাসাটি থাকার জন্য আবেদন করেন এবং কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে বাসাটি ব্যবহার অনুপযোগী (কনডেমড) মর্মে ৫ হাজার টাকা মাসিক ভাড়ায় বরাদ্দ নিয়ে বসবাস শুরু করেন। বাসায় উঠেই তিনি নানা সংস্কারের আবদার করতে থাকেন। এক পর্যায়ে ৬ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর বাসা মেরামত দেখিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে কনডেমড বাসা মেরামত করান। তারপর তিনি কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে ঐ বাসায় দোলনা স্থাপনের জন্য উন্নয়ন মূলক প্রকল্প হতে ১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেন। সাধারণত কনডেমড বাসায় বিধি মোতাবেক মেরামত বা সংস্কার করার সুযোগ নেই।
আরো জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে অগ্নিসংযোগে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার জীপ গাড়িটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়। অপর দিকে চেয়ারম্যান/প্রশাসকের জন্য নির্ধারিত গাড়িটি বিকল থাকায় মেরামতের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বা সচিবের জন্য কোন গাড়ি বরাদ্দ না থাকলেও প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য ভাড়া করা গাড়িটি নিজের ইচ্ছামত ব্যবহার করে চলেছেন তাছলিমা আক্তার। তিনি উক্ত ভাড়া করা গাড়ি নিয়ে বাজার করা, পারিবারিক ভ্রমণ করা, মেয়ের স্কুলে আনা নেওয়া, স্বামীকে কলেজে আনা নেওয়া, আত্মীয় স্বজনের আম মাছ ইত্যাদি পরিবহন, মেয়েদের সাঁতার শেখার জন্য সুইমিং পুলে আনা নেওয়া, বাসার পানি পরিবহনসহ বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন। অথচ তিনি যোগদানের পর থেকে অদ্যবদি একটিও উন্নয়ণ মূলক কাজও পরিদর্শন করেননি। তাই জেলা পরিষদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগে জানানো হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, তাছলিমা আক্তারের নির্বাহী কর্মকর্তা বা সচিব পদটি ইতোপূর্বে গুরুত্ব বহন করতো। কিন্তু ২০০০ সালের পরে বাংলাদেশ সরকারের একজন উপ-সচিবকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের বিধান করায় সচিবের পদটি গুরুত্ব হারায়। সাধারণত যেখানে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকে না সেখানে নির্বাহী কর্মকর্তা বা সচিব পদায়ন করে প্রধান নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু খুলনা জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকা সত্ত্বেও তিনি খুলনা এডিসি পদ ছেড়ে নির্বাহী কর্মকর্তা পদ বা সচিব পদে তদবীর করে পদায়ন নিয়েছেন। সে কারণে অনর্থক তার জন্য প্রতিমাসে জেলা পরিষদকে ৫ লক্ষ টাকা ব্যয় করতে হয়। অথচ নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ২টি পদই খালি আছে। তাই খালি স্থান গুলোতে পদায়ন নিশ্চিত করাটা জরুরি ছিলো বলে অভিযোগে জানানো হয়।
এ বিষয়ে কথা বলার জন্য খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তছলিমা আক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।