ফুলতলায় মটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// মটরসাইকেল দুর্ঘটনায় আহত মোঃ জুয়েল শেখ (২৩) এর বুধবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটেছে। তিনি ফুলতলার দামোদর উত্তরপাড়ার দাউদ শেখের পুত্র।

পারিবারিক সূত্র জানায়, জুয়েল ঈদের দিন বন্ধুদের সাথে মটরসাইকেলে বেনাপোল এলাকায় ঘুরতে যায়। ফেরার পথে সন্ধ্যায় যশোরের পুলেরহাট এলাকায় ভাঙা রাস্তায় মটরসাইকেলের পিছন থেকে ছিকটে পড়ে জুয়েল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে যশোর ২৫০ হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় দ্রæত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু ঘটে। জুয়েলের স্ত্রী, ইফাত শেখ নামে ২ বছর বয়সী শিশু পুত্র এবং পিতা-মাতা ও একটি ভাই রয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর উত্তরপাড়া জামে মসজিদ চত্বরে জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মার্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফুলতলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নারায়ণ চন্দ্র চন্দ এমপির ঈদ শুভেচ্ছা বিনিময়

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুঝে যারা দলে এসেছে তারাই বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক। দলে অনেক অনুপ্রবেশকারী রয়েছে, যারা নিজের স্বার্থে দলে এসে অনেক ক্ষতি করছে। পাওয়া না পাওয়ার হিসাব না করে নিবেদিত হয়ে কাজ করলে দল শক্তিশালী হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টু, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, মোল্যা শাহিদুল ইসলাম, এস কে আলী ইয়াছিন, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, শেখ মাহাবুব হোসেন, মোঃ জাহিদ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন প্রমুখ।