তালায় ৭০০ কেজি ভেজাল দুধের জেলি উদ্ধার

তালা : তালায় গরুর দুধ তৈরির জন্য ব্যবহৃত ৭০০ কেজি ভেজাল জেলি উদ্ধারসহ গৌর শংকর ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গৌর শংকর উপজেলার মহান্দী গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

সোমবার (১ আগস্ট) রাতে ভেজাল দুধ তৈরির জন্য জেলি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং ভেজাল জেলি বাজেয়াপ্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

পুলিশ জানায়, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহাপুর বাজার এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় একটি মাহেন্দ্র গাড়িতে থাকা ভেজাল দুধ তৈরি করা জন্য জেলি উদ্ধারসহ ব্যবসায়ী গৌরি শংকর ঘোষকে আটক করা হয়। পরে জেলিসহ আটককৃত ব্যক্তিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭০০ কেজি জেলি বাজেয়াপ্ত করেন। ভেজাল জেলির আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিসি রায় খুলনায় বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

পাইকগাছা (খুলনা) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নারী জাগরণে অনন্য ভূমিকা পালন করেন। তিনি মানুষকে সুশিক্ষিত করার জন্য বৃহত্তর খুলনায় বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। একাধারে সমাজসেবী, অর্থনীতিবিদ, রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক, কবিসহ বহু প্রতিভার অধিকারী ছিলেন এই বাঙালি বিজ্ঞানী।

প্রতিমন্ত্রী আজ (মঙ্গলবার) সন্ধ্যায় খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লিতে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পিসি রায় বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মারকিউরাস নাইট্রাইট এর আবিষ্কারক। এই আবিষ্কারের ফলে বিশ^ব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিলো। মানবসেবায় তিনি কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তার এই সৃজনশীল চিন্তা চেতনা ও কর্মকান্ড প্রচার প্রচারণার মাধ্যমে সবাইকে জানাতে হবে। আজ পিসি রায়ের বাড়িটি ধ্বংস হতে চলেছে এবং কিছু অংশ এখনও বেদখলে রয়েছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে বেদখল জমি উদ্ধার করে বাড়িটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, আচার্য পিসি রায় স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও রাড়–লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

এর আগে প্রতিমন্ত্রী পিসি রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন। সকালে তিনি কপিলমুনি বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পাইকগাছা পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। দুপুরে কয়রা মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ, আমাদীঘি, পরিমলা কালি মন্দির পরিদর্শন করেন।

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

কলারোয়া সংবাদদাতাঃ কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষিপণ্য ব্যবসায়ী সহ ২ব্যক্তিকে অর্থদন্ড দেয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। জানা যায়, সোমবার বিকালে হেলাতলা মোড় এলাকায় মোজাম্মেল হকের কৃষিপণ্য বিক্রয় প্রতিষ্ঠানে সরকারি অনুমোদিত লাইসেন্স না থাকার অপরাধে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অপর অভিযানে বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনের সড়কে অপরিকল্পিত ভাবে ট্রাক রেখে যানজট সৃষ্টি করে জনগনের চলাচলে দূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ট্রাক ড্রাইভার আবেদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান সহ থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কলারোয়ায় স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়া সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়ায় নাজমুল হোসেন নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে-উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালায় কৃত্রিম দুধ তৈরীর জেলিসহ আটক ১

মোঃ মানছুর রহমান জাহিদঃ সাতক্ষীরার তালায় কৃত্রিম গরুর দুধ তৈরির জন্য ব্যবহৃত ৭’শ কেজি জেলিসহ গৌর শংকর(৪০)ওরফে বাবু ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গৌর শংকর ওরফে বাবু ঘোষ উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে।পুলিশ সুত্রে জানাযায়, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহাপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।এসময় একটি মাহেন্দ্র গাড়িতে থাকা নকল গরুর দুধ তৈরির ৭’শ কেজি জেলিসহ ব্যবসায়ী গৌরি শংকর(বাবু ঘোষ)কে আটক করা হয়। পরে জেলিসহ আটককৃত ব্যক্তিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়।এসময় নকল দুধ তৈরির জেলি বহন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং৭’শ কেজি জেলি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত জেলির আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে গ্রেপ্তার আতঙ্কে মসজিদে আযান বন্ধ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা তদন্তে গতকাল বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী (ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের একটি তদন্ত দল। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব, জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।  এ সময় উপস্থিত ছিলেন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন, রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ও ঠাকুরগাঁও ডিএসবি ওসি-২ ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খা রক্ষা বাহিনীর সদস্যরা।
এদিকে প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমান সহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেফতার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয় সালেহা বেগম বলেন, রাতে কোন মোটরসাইকেল কিংবা আটো বা মহেন্দ্র গাড়ির শব্দ শুনলেই মনে হচ্ছে এই বুঝি পুলিশ আসিল। তাছাড়া পুরুষরা তো ঘটনার পর থেকেই বাড়িতে থাকেন না। তাছাড়া এই মসজিদে আযানও কেউ দেন না। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হলো। প্রয়োজনে আরো তদন্ত করা হবে। ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনের বরাবরে জমা দেওয়া হবে।

খুলনায় জেলি পুশকৃত ৮০ কেজি চিংড়ি জব্দ (ভিডিও)

খুলনা অফিস : খুলনার পূর্ব রূপসা ঘাট এলাকায় অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৮০ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব ৬ । সোমবার বিকেলে এই চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে পূর্ব রূপসার ভাই ভাই মৎস্য আড়তে জেলিমিশ্রিত ৫০ কেজি পাওয়ায় তাদের ৮০ হাজার টাকা এবং সাথী ফিসে জেলিমিশ্রিত ৩০ কেজি চিংড়ি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার লে. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে রূপসা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে সর্বমোট ৮০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিংড়িতে অপদ্রব্য বন্ধে র‌্যাব কাজ করছে। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ঠাকুরগাঁওয়ে বিয়ের ৩ মাসের মাথায় এক নারীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওঃ  বিয়ের ৩ মাসের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাহাত বস্তি গ্রামের নববধু বিথির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের মনির উদ্দিনের ছেলে মামুন (২৪) এর সাথে একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত তোজাম্মেল হকের মেয়ে তাজমীন আক্তার বিথির সাথে পারিবারিকভাবে ৩ মাস আগেই তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই মামুনের পরিবারের সাথে বাকবিতন্ডা লেগেই থাকতো বিথির। সোমবার দুপুরে মামুনের বাড়ীর শয়নঘরে উড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। স্বজনদের দাবি তাজমিন আক্তার বিথিকে মারপিট করে অমানষিক নির্যাতন করে মারা হয়েছে। বিথির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে। উপজেলার ৭নং আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা বলেন- আমি এসে ঝুলন্ত লাশ দেখতে পাই কি ঘটনা ঘটেছে তা আমি জানি না খোঁজখবর নিচ্ছি। এই বিষয়ে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইন-চার্জ খায়রুল আনাম জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এটার পেছনে যে দোষী হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইতিহাস তুলে ধরেছে খুলনার গণহত্যা-নির্যাতন জাদুঘর – প্রতিমন্ত্রী কে এম খালিদ

মুক্তিযুদ্ধকালীন গণহত্যার নিষ্ঠুর ইতিহাস তুলে ধরেছে খুলনার গণহত্যা-নির্যাতন জাদুঘর -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
ইউনিক ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ (সোমবার) বিকেলে খুলনার সাউথ সেন্ট্রাল রোডে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এসময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধকালীন নিষ্ঠুর গণহত্যার ইতিহাসকে তুলে ধরেছে খুলনার ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। এই জাদুঘরে একাত্তরের গণহত্যা ও নির্যাতনের বহু নির্দশন, ছবি ও নথিপত্র সংরক্ষিত রয়েছে। নতুন প্রজন্মের সন্তানরা যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে সে জন্য এ জাদুঘর সম্পর্কে ব্যাপক প্রচার চালানোর অনুরোধ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানী বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের গণহত্যা-নির্যাতন বিষয়ক প্রমাণ সংরক্ষণে এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে জাদুঘরের ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পদ্মা সেতুর বাস্তবায়ন দক্ষিণাঞ্চলের জন্য আশীর্বাদ উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর দেশের নির্মাণ খাতে একক বৃহত্তম অর্জন হলো এই পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের জীবন ও অর্থসামাজিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে এই সেতুটি।

সভায় জাতীয় জাদুঘরের সচিব ও ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভের প্রকল্প পরিচালক গাজী মোঃ ওয়ালি-উল-হক, খুলনা গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের, বিভাগীয় গণপূর্ত দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সোনাডাঙ্গাস্থ গণহত্যা-নির্যাতন জাদুঘর ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন এবং নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় খুলনা বিভাগীয় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় সংস্কৃতিককর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুলতলা বাজারে নোংরা পরিবেশ বিরাজ এবং মূল্য তালিকা না থাকায় খাজানা হোসেনকে ৫ হাজার টাকা, আনন্দ হোটেলকে ৩ হাজার, শিকিরহাটস্থ বলাই মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও বেশি দামে ঔষধ বিক্রি করায় উষা ফার্মেসীকে ১০ হাজার এবং রহিমা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলতলা থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি।