আহত হরিণটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় বাঘের থাবায় আহত হওয়া মায়া হরিণটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে আবারো বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে বাঘের থাবা খেয়ে লোকালয়ে চলে আসে এ মায়া হরিণটি। এরপর বরইতলা গ্রামের মান্নানের বাড়ী থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দেয়া চিকিৎসা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, সোমবার রাত থেকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর বুধবার দুপুরে হরিণটিকে বনের করমজল এলাকায় ছেড়ে দেয়া হয়। বাঘের আক্রমণে হরিণটির মাথার শিং, একটি পা ও পিছনের অংশে মারাত্মক ক্ষত হয়েছিলো। ওষুধ খাইয়ে ও ড্রেসিং করে ক্ষত শুকানোর পর সুস্থ করে হরিণটি বনে ছাড়া হয়েছে বলেও জানান তিনি।

চৌগাছায় বজ্রপা‌তে দিনমজুরের মৃত্যু

যশোর প্রতিনিধি: য‌শো‌রের চৌগাছায় বজ্রপা‌তে সে‌লিম (২৭) না‌মে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তি‌নি উপ‌জেলার ফুলসারা ইউনিয়‌নের বারুইহা‌টি গ্রা‌মের আব্দুল খা‌লেক বিশ্বা‌সের ছে‌লে।
সে‌লি‌মের সহক‌র্মি আলতাফ হো‌সেন জানান সে‌লিমসহ তারা ১১ জন বারুইহা‌টি গ্রা‌মের পূর্বমা‌ঠে দিনমজুর হি‌সে‌বে আমন ধা‌নের চারা রোপন কর‌ছিল। বুধবার ( ৩ আগস্ট) বেলা ১১ টা নাগাদ বৃ‌ষ্টি শুরু হ‌লে তারা মাঠ ছে‌ড়ে বা‌ড়ি ফি‌রে আস‌ছিলেন। প‌থিম‌ধ্যে তারা গ্রা‌মের গভীর নলকু‌পের কাছাকা‌ছি পৌঁছা‌লে হঠাৎ বজ্রঘাত হ‌লে সে‌লিম ঘটনাস্থ‌লে মৃত‌্যুবরণ ক‌রে। আলতাফ হো‌সেন আ‌রো ব‌লেন, আমরা নলকু‌পের পা‌নি সে‌চের ড্রেনের উপর দি‌য়ে এক সা‌রি‌তে যা‌চ্ছিলাম, সে‌লিম ছিল আমার পিছ‌নে হঠাৎ সে আমার পিছন থে‌কে আ‌গে উ‌ঠে যায় আর সে সময়ই তার মাথার উপর বজ্রঘাত হয়। বজ্রপা‌তে সে‌লি‌মের মাথার চুল ও গা‌য়ের জামাই আগুন ধ‌রে যায়। সে‌লি‌মের এক ছে‌লে। তার বয়স ছয় বছর।
ফুলসারা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক মে‌হেদী মাসুদ চৌধুরী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মোংলায় মোবাইল কোর্টে ৬ দোকানীকে অর্থদন্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে মোংলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ভোক্তা অধিকার আইনে বুধবার দুপুরের পর পৌর শহরে আকস্মিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি শহরের শেখ আঃ হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কের আশপাশের দোকানপাটে অভিযান চালান। অভিযানে একটি বেকারী, একটি মুদি দোকান, একটি মিষ্টির দোকান ও তিনটি ওষুধের দোকান মালিককে নগদ ১৫ হাজার টাকার অর্থদন্ড দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাস বলেন, বাজার মনিটরিংকালে যেসব দোকানীদের মধ্যে অনিয়ম পাওয়া যায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে বেকারী, মিষ্টি, ওষুধ ও মুদিসহ বিভিন্ন পণ্যের দোকানীদের বার বার ভোক্তা অধিকার আইন মেনে বেচা-কেনা করার জন্য নির্দেশনা দেয়া হলেও তা তারা কোনভাবেই মানছেন না। তাই ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সকলকে সর্তক করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোংলায় তক্ষক উদ্ধার : সুন্দরবনে অবমুক্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় একটি তক্ষক উদ্ধারের পর তা আবার বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করেন স্থানীয় ইউপি মেম্বর মোঃ সেলিম। পরে তিনি ওই তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, বরইতলা ফরেস্ট অফিস সংলগ্ন বাজিকরখন্ড এলাকার মেম্বর মোঃ সেলিম তার এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করে বুধবার আমাদের কাছে দেন। এরপর বনবিভাগের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রমে সহায়তাকারী ভিটিআরটি ও সিপিজি’র সদস্যদের সাথে নিয়ে বরইতলা ক্যাম্প সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। তক্ষকটি লম্বায় ৭ ইঞ্চির মত।

যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাই তৌহিদুল রহমান (৪৫), রুহুল আমিন (৪০) মারা গেছে। মেশিনে বিচালী (গো খাদ্য) কাটার সময় ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাইও মারা যায়। বুধবার (৩ আগস্ট) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগরে মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারা দুইজন হলেন জয়নগর গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে। মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
চাচা রেজাউল ইসলাম সুইট জানান, তার ছোট ভাইপো রুহুল আমিন বিকেল ৫ টার দিকে মেশিনে বিচালী কাটছিলো। এসময় অসাবধানবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে যায় বড় ভাই তৌহিদুল রহমান। এসময় সে বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে চিকিৎসক শুভাশিষ রায় জানান, হাসপাতালে আনার অনেক আগেই মারা যান তৌহিদুল ও রেজাউল ইসলাম। তৌহিদুল একজন পল্লী চিকিৎসক বলে স্বজনরা জানিয়েছেন। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা বেতার কেন্দ্রের বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য সংস্কার

খুলনা অফিস : জাতীয় শোক দিবসকে সামনে রেখে খুলনা বেতার কেন্দ্রে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন স্মৃতি ভাস্কর্য সংস্কার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন খুলনা বেতার কেন্দ্র পরিদর্শনকালে জাতির পিতার ১৫ ফুট দৈর্ঘ্যের মূল ভাস্কর্যসহ বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্সের মধ্যে আরো যে চারটি ছোট আকৃতির ভাস্কর্য রয়েছে সেগুলোও সংস্কারের নির্দেশ দেন।

খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় সংস্কার কাজ এবং শোকের মাস আগস্টের শুরুতে তা সফলভাবে সম্পন্ন হয়েছে। সংস্কার করতে প্রায় এক মাস সময় লেগেছে বলে জানান, শিল্পী বিধান চন্দ্র রায় ও প্রদ্যুৎ কুমার ভট্ট। এছাড়া মূল ভাস্কর্য বেদীতে পিতলের যে ম্যুরাল রয়েছে সেগুলো পরিস্কার ও ঝকঝকে অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণের আদলে নির্মিত এই শৈল্পিক ভাস্কর্যটি বাঙালির সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে খুলনা বেতারসহ গোটা দক্ষিণাঞ্চলে আলো ছড়াচ্ছে।
এই ভাস্কর্যেই ৭ মার্চ দিবস, ১৭ই মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান খুলনার সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতীয় শোক দিবসকে সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্সের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গৌরবান্বিত বোধ করছি।

খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নীহার বলেন, খুলনা বেতার কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে আমরা সবসময়ই সচেষ্ট থাকি, কিন্তু এই অঞ্চলের লবণাক্ততার কারণে বঙ্গবন্ধুর মূল ভাস্কর্যের রঙে কিছুটা সমস্যা হয়েছিল এবং ছোট দুই-একটি ভাষ্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। সচিবের নির্দেশের পর সেগুলো আমরা খুব ভালভাবে সংস্কার করেছি।

প্রসঙ্গত, বাংলাদেশ বেতারের সহযোগিতায় তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৮কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ। মূল নকশা করেছেন প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী লিটন পাল রনি। আর পরামর্শক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক ড. মুকুল কুমার বাড়ৈ। ছয় ফুট ফাউন্ডেশনের উপরে পনের ফুট দৈর্ঘ্যের ভাস্কর্যটিতে বিশ্বখ্যাত ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি ফুটে উঠেছে। ফাউন্ডেশনের বাম দিকে জাতীয় চার নেতা ও ডান দিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছে নান্দনিকভাবে। ব্যাকগ্রাউন্ডে ৭ মার্চে উপস্থিত জনতার মুখচ্ছবিও প্রতিফলিত হয়েছে। সমগ্র ভাস্কর্যটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকালের শৈল্পিক নিদর্শন। সবমিলিয়ে খুলনা বেতার কেন্দ্রের ‘বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্স’ জাতির পিতার ঐতিহাসিক সব মুহূর্ত স্মরণ করিয়ে দেবে প্রজন্মের পর প্রজন্মকে।

মোংলায় লোডশেডিংকালে হাসপাতালে চলে না জেনারেটর

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : লোডশেডিংকালে মোংলার সরকারী হাসপাতালে চলেনা জেনারেটর। তাই অন্ধকারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাসপাতালের বেডের রোগীরা। বুধবার রাত ৮টা বাজার কয়েক মিনিট আগে দেয়া হয় লোডশেডিং। আর ঠিক ৮টায় গিয়ে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ভুতুড়ে অন্ধকার। হাসপাতালের বেডে অন্ধকারে শুয়ে-বসে আছেন রোগীরা। স্বজনেরা অন্ধকারেই তাদের রোগীদের বাতাস করছেন। আর ইনডোর রুমে মোবাইলের লাইট জ্বালিয়ে বসে আছেন সেবিকারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক সোহেল মোল্লা বলেন, হাসপাতালে সব সময় লোক থাকেনা, তাই সময় মত (লোডশেডিংকালে) জেনারেটর চালানো সম্ভব হয়না। রাতে জেনারেটর চালানোর মত লোক হাসপাতালে নেই।

মোংলায় দোকানপাট বন্ধের নিয়ম মানছেনাব্যবসায়ীরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : রাত ৮টায় দোকানপাট বন্ধের নিয়ম মানা হচ্ছেনা মোংলায়। নিয়ম না মেনেই ৮টার পরও দোকানপাট খোলা রাখছেন দোকানীরা। বুধবার রাত ৮টার পর থেকে পৌনে ৯টা পর্যন্ত পৌর শহরের শেখ আঃ হাই, কমিশনার সফিউল্লাহ, বিএলএস, তাজমহল সড়কসহ শেহলাবুনিয়া, বটতলা ও কলেজ মোড় এলাকায় দোকানপাট খোলা দেখা গেছে। এখনও (সোয়া ৯টা) পর্যন্ত বিভিন্ন জায়গায় খোলা রয়েছে দোকানপাট। এদিকে কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখায় কয়েক দোকানীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি বলেন, বুধবার দিনে অবশ্য ভোক্তা অধিকার আইনে শহরের দোকানপাটে অভিযান চালিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপরও দোকানপাট খোলা রাখার বিষয়ে বৃহস্পতিবার অভিযানের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দাকোপে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দাকোপ প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও জাতীর জনকের জৈষ্ঠ পুত্র শেখ জামালের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দাকোপে উপজেলা প্রশাসন এক প্রস্তুতি সভা করেছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদিকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজবুল আহমেদ, ইনেস্টেক্টর মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ সাব্বির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মোঃ মামুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ৫ আগষ্ট জাতীর জনকের জৈষ্ঠ পুত্র শেখ জামাল এবং ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

দাকোপে মৎস্য দপ্তরের অভিযানে জরিমানা

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা। ২০ টি অবৈধ জাল জব্দ ও দুই হাজার টাকা জরিমানা আদায়।
বুধবার সকাল থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের নেতৃত্বে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালী খাল, হরিণটানা খাল, কালিকাবাটি খাল ও বাজুয়া বেড়ের খালে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের আওতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ২০ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। একই সাথে এ ঘটনায় জড়িত বাজুয়া বেড়ের খাল এলাকার জামাল হাওলাদারকে নিজেদের হেফাজাতে নেওয়া হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাসের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় জড়িত জামাল হাওলাদারের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ নৌ পুলিশের এ এস আই আজিম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।