যে যেভাবে পারতেছে ঠকাচ্ছে মানুষ!

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহানের স্মৃতি রক্ষার্থে কলেজ চত্বরে বৃহস্পতিবার দুপুরে স্মৃতি স্তম্ভের নির্মান কাজের উদ্বোধন করা হয়। কলেজ অধ্যক্ষ শেখ মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে নির্মান কাজের উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সদস্য বিএমএ সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের পিতা সৈয়দ আবু তাহের, দাতা সদস্য মোঃ সেলিম আহমেদ মহলদার, শেখ আঃ রব, মহিউদ্দিন শিপন প্রমুখ।
তালা, সাতক্ষীরা প্রতিনিধি:- তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পল্লীসমাজ পূর্নগঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পল্লীসমাজ পুর্নগঠন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক এসকে আশরাফুল মাসুদ, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির, তালা সেলপ অফিসার মোরশেদা আক্তার প্রমুখ। পরে আকলিমা খাতুনকে সভা প্রধান ও শরিফুল ইসলাম সম্পাদক মনোনিত করে বিভিন্ন স্তরের ৬০ সদস্য বিশিষ্ট পল্লীসমাজ কমিটি পুর্নগঠন করা হয়।
মোংলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু মোংলা ঘাষিয়াখালী নৌ ক্যানেল খনন কাজের ড্রেজারে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪আগষ্ট) ভোর ৪ টায় “এম রহমান” ড্রেজারে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ড্রেজারের থাকা স্টাফদের ওপর হামলা চালিয়ে ড্রেজারে থাকা ১৫’শ লিটার ডিজেল, আট ড্রাম রং, একটি পাম্প মটর, ১৬ কেজি গ্রিজ ও ১০ বস্তা নাট বোল্ট লুট করে নেয় ডাকাতদল। এতে ড্রেজারের মোঃ জাহিদুল কবির (৩৫), লোকমান হোসেন (৩৮) ও রিপন শেখ (২৮) গুরুতর আহত হয়েছেন জানিয়েছেন এম রহমান ড্রেজারের ম্যানেজার গোপিনাথ দাস।
এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সাহায্য নেন ওই ড্রেজারের সিনিয়র টেকনিশিয়ান মোঃ নিজাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোংলা নৌ পুলিশের একটি দল। পরে ডাকাতি হওয়া মালামাল নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোঃ রাসেল (২৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে নৌ পুলিশ। আটক রাসেল মোংলা উপজেলার চিলা ইউনিয়নের চিনির ব্রিজ এলাকার বাসিন্দা।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ শিশির ঘোষ জানান, ৯৯৯ নম্বরের কল পেয়ে প্রথমে ড্রেজারে ডাকাতির ঘটনা জানার পরে সেখানে পৌঁছে অভিযান চালিয়ে একজনকে মালামালসহ আটক করা হয়। এবং বাকি আটজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান শিশির ঘোষ।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় দরিদ্রের আর্থিক সহায়তা, সেলাই মেশিন, সবজি বীজ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় তিনি দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় চেক, দুস্থ নারীদের সেলাই মেশিন, মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারে ডিজিটাল সার্টিফিকেট, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সবজি বীজ ও ক্ষুদ্র ঋণ বিতরণ করেন তিনি। এসব অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানাসহ অন্যান্যরা।
আবু হোসাইন সুমন, মোংলা : এই সর্ব প্রথম ইন্দোনেশিয়া থেকে জ্বালানীর কয়লা এসেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে এই বিদুৎ কেন্দ্রের জেটিতে তিনটি লাইটারেজ (নৌযান) জাহাজে করে কয়লা আসার পর তা আনুষ্ঠানিকভাবে খালাস শুরু হয়েছে। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোপানী (প্রাঃ) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামউল্লাহ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে, ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজীম,
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কবির হোসেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীনসহ স্থানীয় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনোয়ারুল আজীম বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাত পৌনে ৯টায় দিকে জানান, এটাই এই প্রথম রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম জ্বালানী কয়লা হিসেবে আমদানী করা হয়েছে। বাংলাদেশ পতাকাবাহী এম,ভি আকিজ হেরিটেজ জাহাজে করে ইন্দোনেশিয়া থেকে এই কয়লা আমদানী করা হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক মোঃ খন্দকার রিয়াজুল হক বলেন, গত ২০ জুলাই ইন্দোনেশিয়ার তানজুম ক্যাম্ফা বন্দর থেকে ৫৪ হাজার ৬৫০ মেট্টিক টন কয়লা নিয়ে আকিজ হেরিটেজ জাহাজটি ছেড়ে আসে। এরপর গত ৩১ জুলাই চট্টগ্রাম বন্দরে জাহাজটি ভিড়ে সেখানে ১৮ হাজার ৬৫০ মেট্টিক টন কয়লা খালাস করে। পরে ৩৬ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। শুক্রবার (৫ আগষ্ট) সন্ধ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় জাহাজটি অবস্থান করবেন বলেও জানান খন্দকার রিয়াজ।
এদিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমদানিকৃত জ্বালানি কয়লা বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেল থেকেই খালাস শুরু হয়েছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনোয়ারুল আজীম বলেন, চট্রগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার ৬৫০ মেট্টিক টন কয়লা লাইটারেজে (নৌযান) করে এখানে আনা হচ্ছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেল থেকে এই কয়লা খালাসের কাজ শুরু হয়। এখন থেকে ধারাবাহিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি কয়লা আসা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমদানীকৃত এই কয়লা দিয়ে আগষ্ট ও সেপ্টেম্বর এই দুই মাসে কয়লাভিত্তিক রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক চালানো হবে। তারপর অক্টোবর থেকে আনুষ্ঠানিক বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, এই বিদুৎ কেন্দ্রটির মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছেন ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (বিএইচইল) নামের ভারতীয় রাষ্ট্রীয় সংস্থা। ২০১০ সালে ভূমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়। ২০১২ সালে আনুষ্ঠানিক শুরু হয় নির্মাণ কাজ। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে মোট ১৬ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এখান থেকে দুই ইউনিটে ৬৬০ মেগাওয়াট করে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।
সাতক্ষীরা : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরার জেলার শাখার আয়োজনে বৃস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবরে সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরার আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখনে, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, জেলা নাগরিক কমিটির যুগ্ন-আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক ইদ্রিস আলী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরষিদরে সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, উদিচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডাঃ সুশান্ত ঘোষ, বেসরকারী উন্নয়ন সংস্থা সুশিলনের সহকারী পরিচালক জি.এম মনিরুজ্জামান, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওসার আলী প্রমুখ।
বক্তরা বলনে, সারাদেশে যেভাবে সাম্প্রদায়কি শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে তা খুবই উদ্বেগ জনক। এ জেলায় যাতে কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান বক্তারা। বক্তারা এ সময় আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবী জানান। একই সাথে তারা দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান।
© 2013-2022 Unique News | Developed and Maintenance inbudget.xyz