ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনার নিহত ১

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলায় সালান্দর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় সেলিম ইসলাম ৩০ নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে রেডিও সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ফারুক ইসলাম জানান কোন এক গাড়ির ধাক্কা এ ধরনের ঘটনা ঘটেছে।
নিহত সেলিম রেডিও সেন্টার এলাকায় রাস্তার পাশে পড়েছিল রক্তাক্ত অবস্থায় আমি তাকে নিয়ে অটো চার্জার যোগ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসি এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তার অবস্থার অবনতি হয় রেফার্ড করে।

কিছুক্ষণ পর সে চিকিৎসায় থাকা অবস্থায় হাসপাতালে মারা যায়।

এই বিষয়ে বোদা হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান আমরা খবর পেয়ে এসেছি জেনারেল হাসপাতালে লাশের প্রকিয়া শেষ করি তাদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালায় একই রাতে বিদ্যালয় ও বাড়ি থেকে গরু চুরি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: গভীর রাতে তালার খলিলনগর ইউনিয়নের ৬০ নং মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরচক্র বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেম, ৩টি তালাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন জানান, প্রতিদিনের মত শনিবার স্কুল ছুটি শেষে তালা বন্ধ করে আমরা বাড়ি চলে আসি। কিন্তু রবিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি স্কুলে চুরি হয়েছে। স্কুলে গিয়ে দেখি তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেম, ৩টি তালাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরচক্র। এ বিষয়ে উর্দ্ধতন স্যারদের জানানো হয়েছে। একই সাথে তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে ইরিশ্চন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথ জানান, শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে গরু তিনটি গোয়াল ঘরে দেখে ঘুমাতে যায়। সকালে গরু গুলো দেখতে গেলে দেখি কে বা কারা গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গেছে। তিনি জানান তিনটি গাভী গরু দাম ৫ লক্ষ টাকা গরু গুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।

খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, বিষয়টি দুঃখ প্রকাশ করে বলেন আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ইউএনও ও ওসি স্যারের সাথে ঘটনা নিয়ে তাৎক্ষণিক কথা বলি। বিদ্যালয়টিতে উপজেলার একমাত্র ডিজিটাল ক্লাসরুম রয়েছে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ার জন্য চুরি সংগঠিত হতে পারে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সকালে চুরির ঘটনা শোন মাত্রই আমি সেখানে একজন এসআই পাঠিয়েছি। তদন্ত চলছে। চোর চক্র ধরার জন্য চেষ্টা চলছে।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান

বিজ্ঞপ্তি : সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজারের আবৃত্তি বিভাগের মাসিক আবৃত্তি অনুষ্ঠান “আমি মুক্ত জীবনানন্দ”- এর সূচনা আবর্তন ও রবীন্দ্র স্মরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আয়োজিত এই অনুষ্ঠান উৎসর্গ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন,প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল এহসান,বিশিষ্ট সংস্কৃতিজন পরেশ দে এবং সংগঠনের সভাপতি খোরশেদ আলম। এসময় অতিথিরা বলেন -❝ রবীন্দ্রনাথ আমাদের সত্ত্বায় মিশে আছেন,রবীন্দ্রনাথকে অস্বীকার করা মানে বাঙালির শত বছরের কৃষ্টিকে অস্বীকার করা❞ অতনু দাশ ও সায়ন্তী ভট্টাচার্যের সঞ্চালনায় এই অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি প্রশিক্ষক সায়ন্তন ভট্টাচার্য। এই আবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা পরিবেশন করেন শিল্পীরা।

তালায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় বিকাশ সানা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।বিকাশ সানা খুলনা জেলার পাইকগাছা পৌরসভার বাসিন্দা ও তালার কুলপোতা গ্রামে জমি কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। খেশরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিমাই সানা জানান, পারিবারিক অতি ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে গত শনিবার (৭ আগস্ট) বিকালে বিকাশ সানা ও প্রতিবেশী মৃত লক্ষীকান্ত মণ্ডলের ছেলে রবীন্দ্র নাথ মণ্ডলের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রবীন্দ্র নাথ মণ্ডল ধারালো কোদাল দিয়ে নিমাই সানার মাথার নীচে ঘাড়ের কাছে কোপ মারে। এতে মারাত্মক আহত বিকাশ সানাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতেই চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতের লাশ পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু কেউ বিষয়টি নিয়ে থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

কেশবপুরে জমি জবর দখলের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে পৌর আইন অমান্য করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় আলতাপোল গ্রামের আব্দুস সালাম বিশ্বাসের পূত্র শফিকুল ইসলাম বাদি হয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পৌর সভার আলতাপোল গ্রামের মৃত মকছেদ আলী বিশ্বাসের পূত্র আব্দুস সালাম বিশ্বাস ২০-০৫-১৯৯২ সালে সাবদিয়া গ্রামের মৃত সৈয়দ আলী মোড়লের পূত্র গোলাম হোসেন মোড়লের নিকট থেকে সাবদিয়া মৌজায় ৭টি দাগে ৩৪ শতক জমি ক্রয় করে। সেই থেকে আব্দুস সালাম বিশ্বাস আপোষে ৪৬৬ নং দাগে ৩১ শতক জমি ভোগ দখল করে আসছে। ২০২০ সালে বিবাদি সাখাওয়াত হোসেন কুদ্দুস এর ফুফাতো ভাই ও বোন জামাই নূরুল ইসলাম তার শ্বশুর ও মায়ের অংশ বাবদ ৪৬৬ নং দাগে ৩১ শতক জমির মধ্যে ৬ শতক জমি দখল করে নেয়। পরবর্তী সময়ে বিবাদির ওয়ারেশ মিজানুর রহমানের ১ দশমিক ৮৬ শতক জমি বিক্রি করে দেয় এবং সর্বশেষ বিবাদির আরেক চাচা মকছেদ মোড়লের ওয়ারেশগন ১৪ শতক জমি দখল করে। যার ফলে নিরুপায় হয়ে গত ১৩ জুলাই কেশবপুর পৌরসভায় আব্দুস সালাম বিশ্বাসের পূত্র শফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পৌরসভার পক্ষ থেকে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুনের উপস্থিতিতে ৪ আগস্ট তারিখে জমি মেপে সীমানা নির্ধারণ করে দেয়। পৌর আইন অমান্য করে বিবাদি সিমানা পিলার উঠিয়ে দিলে পৌরসভার পক্ষ থেকে আব্দুস সালাম বিশ্বাসের পক্ষে প্রতিবেদন প্রদান করে।

কেশবপুরে মানসিক রোগগ্রস্থ মোসলেম নিখোঁজ

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে মানসিক রোগগ্রস্থ মোসলেম সরদার ৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এব্যাপারে ৭ আগস্ট সকালে থানায় জিডি করা হয়েছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, উপজেলার ফতেপুর গ্রামের মৃত ইসমাইল সরদারের পূত্র মোসলেম সরদার (৬৭) গত ১ বছর পূর্বে স্টোক জনিত কারণে মানষিক রোগগ্রস্থ হয়ে পড়ে। গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে মোসলেম সরদার বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্নীয়-স্বজন-সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজির পরও তাঁকে না পাওয়া যাওয়ায় তার পূত্র ফেরদৌস রহমান কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ৩১০, তারিখ ০৭-০৮-২০২২।
মোসলেম সরদারের গায়ের রং কালো, মুখমন্ডল লম্বাটে, চুল-দাড়ি পাকা সাদা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বাড়ি থেকে বের হওয়ার সময় নেভী ব্লু পাঞ্জাবী পরিহিত ছিল। কোন স্বহৃদয় ব্যাক্তি যদি মোসলেম সরদারের সন্ধান পান তবে তার পূত্র ফেরদৌস রহমানের ০১৩১৬-৮১০১৪৩ নং মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

আটোয়ারীতে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ : গ্রেফতার ২

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে নানীর বাড়ি বেড়াতে এসে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় পুলিশ উপজেলার ধামোর ইউনিয়নের মালগোবা গ্রামের মোঃ সামিজুলের পুত্র রাজু ইসলাম (২৮) এবং একই ইউনিয়নের পুরাতন আটোয়ারী গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৪৮) নামে দুই ধর্ষককে আটক করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা থেকে ওই শিক্ষার্থী গত ৬ আগষ্ট পঞ্চগড় সদরের গোয়ালপাড়াস্থ তার নানার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকেলে পূর্ব পরিচয়ের সুত্র ধরে মালগোবা গ্রামের জনৈক যুবক হাসান আলী ও রাজু ইসলাম তাকে আটোয়ারীর সীমান্ত ঘেঁষা কাজী এন্ড কাজী চা বাগানে ঘুরতে নিয়ে যায়। একপর্যায় সন্ধ্যা ঘনিয়ে আসলে রাজু ও হাসান শিক্ষার্থীকে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় পুরাতন আটোয়ারী এলাকার সবুজ নামের আরেক যুবক টের পায় এবং সে তার এলাকার আরও ৪ জন যুবককে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীকে পুনরায় পালাক্রমে ধর্ষন করে তারা পালিয়ে যায়। সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকা ধর্ষিতা রাত প্রায় ১১ টার দিকে জ্ঞান ফিরে পেলে সে চিৎকার চেচামেচি করে। মেয়েটির আত্মচিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে নানার বাড়িতে পৌঁছায় দেয়। নানার বাড়ির লোকজন তাকে ওইদিন রাতেই পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করান। এদিকে শিক্ষার্থীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক সাড়াশি অভিযান চালিয়ে ওই দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে আটককৃতরা সহ আরো ৫ ধর্ষকের নামে মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, এব্যাপারে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মোংলায় মন্দিরে প্রতিমা ভাংচুর (ভিডিও)

সবুজ হাওলাদার, মোংলা : মোংলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে নেয়া হয়েছে পুলিশ হেফাজতে। মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবারের হট্টগোল থেকে এ ঘটনা ঘটতে পারে এমন ধারনা পুলিশের।
স্থানীয়রা জানায়, শনিবার (৬ আগষ্ট) দিবাগত গভীর রাতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর সার্বজনীন মন্দিরে থাকা দুইটি প্রতিমার অঙ্গপ্রত্যঙ্গের আংশিক ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে মন্দির মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এরপর গত গভীর রাতে ওই মন্দিরটিতে থাকা কালি ও শিব মূর্তির অঙ্গপ্রত্যঙ্গের আংশিক অংশ ভাংচুর হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ মজুমদার বলেন, শুনেছি শনিবার বিকেলে কানাইনগর মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলা নিয়ে মন্দির কমিটি ও খেলাতে আসা ছেলেদের মাঝে ঝগড়াঝাটি হয়েছিলো। সেই কারণে কিংবা অন্য কারণেও এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে থাকতে পারে। এ এলাকায় এমন ঘটনা এই প্রথম বলেও জানান তিনি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবালও। ওসি মনিরুল আরো বলেন, মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলতে নিষেধ করলে শনিবার বিকেলে দুইপক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। খেলতে গিয়ে বাকবিতন্ডায় জড়ানো তিনজনকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা হলেন কানাইনগর গ্রামের শহিদ চৌধুরীর ছেলে রাহাত চৌধুরী (২০), মৃত হাবিব মুন্সীর ছেলে নয়ন মল্লিক (২৪) ও জাহাঙ্গীর আলমের ছেলে আসিফ খান (২২) । প্রতিমা ভাংচুরের বিষয়টি তাদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে। তাছাড়া অন্য কোন কারণ থাকতে পারে কিনা তা নিয়েও পুলিশের অনুসন্ধান চলছে।