কুমিরের সাথে লড়াই করে প্রাণে বাচঁল যুবক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের খালে গোসল করতে নেমে কুমিরের সাথে লড়াই করে প্রাণে বেঁচে এলো অনার্স পড়ুয়া এক যুবক। মঙ্গলবার দুপুরে সুন্দরবনের ঢাংমারী খালে গোসল করতে নামলে একটি কুমির আক্রমণ করে ওই যুবককে। এরপর ধস্তাধস্তি ও চোখে আঙ্গুল দিয়ে কুমিরটিকে দুর্বল করতে পেরে প্রাণে বেঁচে এসেছে যুবকটি।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মোঃ সাইফুল বারী জানান, সুন্দরবনের ঢাংমারী খালে মঙ্গলবার দুপুরে গোসল করতে নামেন পূর্ব ঢাংমারী এলাকার খ্রীষ্টান পাড়ার বাসিন্দা নজির হাওলাদারের ছেলে রাজু হাওলাদার। বনের খালে গোসল করতে নামতেই একটি কুমির তার উপর আক্রমণ করে। এ সময় কুমিরটি রাজুর ডান পায়ের হাটুর উপরের দিকে কামড়ে ধরে। তখন রাজু কুমিরটির সাথে ধস্তাধস্তি করার এক পর্যায়ে কুমিরের চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। কুমিরের চোখে আঘাত করলে কুমিরটি রাজুর পায়ের কামড় ছেড়ে দেয়। তখন সে দ্রুত উপরে উঠে আসে। আর কুমিরটি খালে ডুব দিয়ে চলে যায়। তিনি বলেন, কুমিরের কামড়ে রাজুর পায়ের ক্ষত জায়গায় চিকিৎসা দেয়া হয়েছে। সে এখন সুস্থ ও বাড়ীতে আছেন। তিনি আরো বলেন, ঘটনার সময় খালে ভাটা থাকায় পানি কম ছিলো, ভরা জোয়ার থাকলে কুমির কামড়ে ধরে পানির গভীরে নিয়ে গেলে বাঁচার কোন সম্ভাবনাই থাকতো না। তিনি আরো জানান, পূর্ব সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের পূর্ব ঢাংমারী এলাকার খ্রীষ্টানপাড়ার বাসিন্দা নজির হাওলাদারের ছেলে রাজু হাওলাদার খুলনার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স পড়েন। তাদের বাড়ীটি পূর্ব সুন্দরবনের ঢাংমারী খালের পাশেই। বাড়ীতে আসার পর রাজুকে খালে নেমে গোসল করতে নিষেধ করেন তার পরিবার। তারপর সেই নিষেধ না মেনে খালে গোসল করতে নামলেই এ ঘটনা ঘটে।
এদিকে বন কর্মকর্তা মোঃ সাইফুল বারী বলেন, ঢাংমারী খালে প্রায় সব সময়ই বড় বড় দুইটি কুমির দেখা যায়। তাই বনবিভাগের পক্ষ থেকে খালের পাড়ের আশপাশের মানুষদেরকে খালে নামতে নিষেধ করা হচ্ছে প্রতিনিয়তই। তারপরও তারা তা না শুনে খালে গোসল ও মাছ অরতে নামেন। যার ফলে মাঝে মধ্যেই এমন দুর্ঘটনার শিকার হন এখানকার মানুষেরা।

লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ভারতের ওড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে মঙ্গলবার ভোর থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় জুড়ে থেমে থেমে হালকা-মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, ওড়িষ্যা উপকূলে লঘুচাপের সৃষ্টি হওয়ায় মোংলায় তিন স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে আজ ও কালও বৃষ্টিপাত হবে। দুইদিন পর বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওড়িষ্যার লঘুচাপটি নিম্নচাপে রুপ নিলে সতর্ক সংকেতও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ওড়িষ্যার লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ লঘুচাপটি দুর্বলও হয়ে যেতে পারে। তারপরও এটি নিম্নচাপে রুপ নিলে তা ওড়িষ্যা উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে। তখন এ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেও মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ একেবারে স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত
উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলে আবহাওয়া অফিস।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ বলেন, সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি দুই থেকে আড়াই ফুট বেড়েছে। আর সাগরের মাছ ধরার ৫০/৬০ ট্রলার দুবলার মেহেরআলী, ভাঙ্গার খাল ও ভেদাখালী খালে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।

আটোয়ারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মনোজ রায় হিরু, আটোয়ারী : ইতিহাস ও গৌরবের সাহসী যোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মকলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ এমদাদুল হক, সহ সভাপতি মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আতাউর রহমান অপু, প্রচার সম্পাদক মোঃ জামিলুর রেজা মানিক, দপ্তর সম্পাদক আবু তালেব মোঃ বদিউজ্জামান, সহ প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদস্য সাংবাদিক মনোজ রায় হিরু, মাজেদুর রহমান বকুল ও মোঃ মানিক হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক ও এ্যাড. আ.ফ.ম ফরহাদ হোসেন, ছাত্রনেতা তুষার আল ইমরান, আবু রায়হান রকি ও মোঃ খায়রুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউ.এন.ও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। পাশাপাশি  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী স্মরণে সেলাই মিশিন বিতরণ করা হয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

দাকোপ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দাকোপে আলোচনা সভা, দোয় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির হিসাবে বক্তৃতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হোসেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাঃ মিনাভা রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সানা, বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুলসহ বিভিন্ন দপ্তর প্রধান। অনুষ্ঠান শেষে দুস্থ নারীদের মাঝে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা”।

দাকোপে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

দাকোপ প্রতিনিধি : দাকোপে থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার। থানা সূত্রে জানাযায়, দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ৬নং ওর্য়াডের হরিণটানা গ্রামের স্থায়ী বাসিন্দা আন্দ্রিয় মন্ডলের পুত্র রিপন মন্ডল (৩৬) নিজ বাড়িতে ১ কেজি গাঁজা বিক্রির জন্য রক্ষিত আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৮আগষ্ট সোমবার সকাল ১০টার দিকে দাকোপ থানা অফিসার ইন চাজর্ (ওসি) উজ্জল দত্তের দিক নির্দ্দেশনায় এস,আই চিরঞ্জিত মন্ডল ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় রিপনের বাড়ি তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ রিপন মন্ডলকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় দাকোপ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের এবং গ্রেফতারকৃত রিপন মন্ডলকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়। থানা অফিসার ইনচার্জ(ওসি) উজ্জল দত্ত জানান দাকোপ উপজেলায় মাদককে জিরো র্ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে। এধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

তালায় প্রধান শিক্ষকের নেতৃত্বে নম্বর জালিয়াতি

সেলিম হায়দার,তালা : তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার নম্বর জালিয়াতির অভিযোগ উঠেছে। আর এই জালিয়াতির অভিযোগ করেছে বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক।
সম্প্রতি বিদ্যালয়টির ৮ম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় সিনিয়র শিক্ষক মুমতাহিনা মুক্তি কর্তৃক পরীক্ষার নম্বর জালিয়াতির অভিযোগ করে ৭ আগস্ট রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ প্রদান করে ভুক্তভূগি শিক্ষার্থীর অভিভাবক।
অভিযোগকারী মো. রেজাউল ইসলাম রেজা জানান, আমার মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অর্ধবার্ষিক পরীক্ষায় পরীক্ষার নম্বর জালিয়াতি মাধ্যমে আমার মেয়ে কে মেধা তালিকা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্ত অন্য একটা মেয়েকে আই সি টি খাতার নম্বর জালিয়াতি করে ৪০ মার্কস দেওয়া হয়েছে। কিন্ত আই সি টি মূল্যায়নকারী শিক্ষক মালফতে জানতে পারলাম ওই মেয়েটা ৩৪ থেকে ৩৬ এই ভেতর নম্বর পেয়েছে। আমি মনে করি ঐ শিক্ষক অনেক টাকার বিনিময়ে এই নম্বর জালিয়াতি করেছেন। এভাবে চলতে থাকলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। আমি এর প্রতিকার চাই। এ বিষয়ের মুমতাহিনা মুক্তি বলেন, যা কিছু করেছি তা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই করেছি।
আইসিটি বিষয়ের শিক্ষক মো. আসলাম আল মেহেদী বলেন, আমি আইসিটি বিষয়ের শিক্ষক। আমি খাতা মূল্যায়ন করে একজন শিক্ষার্থীকে ৩৬ নম্বর দিয়েছি। কিন্তু ইংরেজি বিভাগের একজন শিক্ষক এসে কিভাবে আমার মূল্যায়নকৃত নম্বর কেটে নম্বর বাড়িয়ে দেয় তার আমার জানা নেই। এতে আমি অপমানিত হয়েছি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার বলেন, আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখবো। তারপর ব্যবস্থা নিবো।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস জানান, আমি অভিযোগ পেয়েছি। যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেহেতু সরকারি নিয়ম অনুযায়ী বিষয়টি দেখা হবে।

ঠাকুরগাঁওয়ে দুইজনের আত্মহত্যা

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় থানার একই ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে দু’টি আত্মহত্যা ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতে ও সোমবার দুপুরে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়ন এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার দিবাগত রাতে রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের বর্ম রায়ের ছেলে কর্ম রায়(১৭) বাড়ির পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অন্য দিকে সোমবার দুপুরে একই ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বিনয় রায়ের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রত্না রানী(১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পৃথক এ দুটি ঘটনা নিশ্চিত করেছেন রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম।

তিনি বলেন, বেলা ১২টার দিকে ছেলেটির আত্মহত্যার খবর পাই। দুপুর দেড়টার দিকে মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। খবর পাওয়ার পর আমি তাদের বাসায় যাই। কি কারণে তারা আত্মহত্যা করলো এটি এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে কিছু না কিছু যোগসূত্র তো আছে।

এই বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রথমে ছেলেটার লাশ উদ্ধার করি। পরে একই ইউনিয়ন থেকে আরেকটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

তবে এগুলো আত্মহত্যা নাকি অন্য কিছু তা বলা সম্ভব হচ্ছেনা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে ঘটনার বিষয় জানা যাবে।
এরপর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।