সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রাম থেকে ২ হাজার ৫৬০ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম আসাদুল মোল্লা (৪০)। সে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের মৃত আনিস উদ্দীন মোল্লার পুত্র।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে ২ হাজার ৫৬০ পিছ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আসাদুল মোল্লা পাটকেলঘাটা থানার একটি মাদক মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল সহ গ্রেফতার ১

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১ শত বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
বুধবার রুহিয়া থানা পুলিশের অভিযানে থানাধীন নামাজপড়া এলাকায় থেকে দুলাল ইসালাম(২৭)কে আটক করা হয়। দুলাল আটোয়ারী থানার গোবিন্দপুর গ্রামের হামিদুলের ছেলে।
জানাগেছে, দুলাল আটো চার্জার গাড়িতে করে বিশেষ কায়দায় লুকিয়ে উক্ত মাদক পরিবহন করছিল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ১শত বোতল ফেনসিডিল সহ তাকে আটক করেন।
রুহিয়া থানার ওসি তদন্ত শহিদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঝিনাইদহে কৃষককের পায়ের রগ কর্তন

আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চান্দো গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে খোকন শিকদার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার বিকেলে ওই গ্রামের বিলে এ ঘটনা ঘটে। আহত খোকন শিকদারের ভাই তিতু শিকদার বলেন, বুধবার বিকেলে তার ভাই খোকন বাড়ির পাশের বিলে গরু চরাচ্ছিলো। সেসময় একই গ্রামের হাফিজুরের নেতৃত্বে আক্তারুল, ইমরুল, আনোয়ার, রবিউল, ইমামুল, কাশেমসহ আরও কয়েকজন তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে খোকনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছে তার পরিবার। তিতু শিকদার বলেন, যারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে তারা বিএনপির সক্রিয় ক্যাডার। তার ভাগ্নে পার্শবর্তী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চেয়ারম্যানের উস্কানিতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে মোটরসাইকেল উল্টে স্কুলছাত্র নিহত

আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে লিখন হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে খালিশপুর তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার মিলন মিয়ার ছেলে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, সকালে মিলন হোসেন সকালে মোটরসাইকেলযোগে খালিশপুর যাচ্ছিলেন। পথে খালিশপুর তেলপাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লিখন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের কাজ চলমান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আশ্রয়ন প্রকল্পের অধিনে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বসতঘর নির্মানের পর এবার তাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধিনে উপকারভোগী পরিবারগুলো ৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংকসহ ট্যাংকে বৃষ্টির পানি ধরে রাখাতে সকল উপকরনের সুযোগ পাচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তালা উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতীতে সম্পন্ন হচ্ছে। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান জানান, উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধীনে জমিসহ বসতঘর প্রদান করেছেন। সেখানে বাসবাসকারী পরিবারগুরো যাতে সুপেয় পানি পান করতে পারে এজন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের অধিনে পরিবার প্রতি ১টি করে ৩ হাজার লিটার ধারন ক্ষমতার পানির ট্যাংক স্থাপন করে দেয়া হচ্ছে। উপজেলার অন্য এলাকায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় বর্তমানে খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ৪২টি পরিবারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে। তিনি আরো জানান, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্প অনুযায়ী পানি ট্যাংক স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে হবে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি। কাজের যাবতীয় উপকরণের গুনগত মান ঠিক রেখে কাজ করার জন্য ঠিকাদরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, চলমান এ প্রকল্পের কাজ ঠিকমতো চলছে। আমি বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি।

দাকোপে ইউপি সদস্যের বিরুদ্ধে চোরাই গরুর পাস দেওয়ার অভিযোগ

দাকোপ প্রতিনিধি : দাকোপে চোরাই গরু বেচাকেনায় বৈধতা (পাস) দেওয়ার অভিযোগ উঠেছে এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। সম্প্রতি চুরি হওয়া কিছু গরু বাগেরহাটের একটি হাটে ধরা পড়ায় বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।
গত কয়েক মাস দাকোপের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি হওয়ার প্রবনতা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সম্প্রতি উপজেলার বারইখালী এলাকা থেকে চুরি হওয়া ১৬ টি গরুর মধ্যে মহাদেব মন্ডলের ৫ টি গরু বাগেরহাটের বেতাগা বাজারে ধরা পড়ে। জানা গেছে চুনকুড়ি এলাকার গোলক ব্যাপারী চোরাই গরু গুলো সেখানকার জনৈক রমজান ব্যাপারীর নিকট বিক্রি করে। দাকোপ উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে চুরি হওয়া গরু উদ্ধার অভিযানে বেরিয়ে আসে এ ঘটনার সাথে জড়িতদের সম্পর্কে নানা তথ্য। এ সকল চোরাই গরু গোলক ব্যাপারীর মাধ্যমে বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এলাকায় নদী তীরে বেচাকেনা হয়ে আসছে। চুনকুড়ি গ্রামের ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়ল কোন ইজারাদার না হয়েও ওই সকল চোরাই গরুর পাস দিয়েছেন এমন অভিযোগ সংশ্লিষ্টদের। চুরি হওয়া গরুর মালিক বারইখালী গ্রামের খোকন মন্ডল বলেন, ধরা পড়া চুরির গরুসহ সম্প্রতি একদিনে ৫৫টি গরুর পাস (বৈধতা) দিয়েছেন ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়ল। অনুরুপ অভিযোগ এনে আ’লীগনেতা সাবেক ইউপি সদস্য রফিকুল শেখ আক্ষেপ করে বলেন, চোরাই গরুর পাস দিয়ে রবীন মেম্বর সে গুলো হালাল করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়ল বলেন, আমার বাড়ীর সামনে নদী তীরে বাজুয়া খুটাখালী এবং চালনা হাটের ইজারাদাররাই এই পাস দিয়ে থাকেন। আগে চালনা হাটের ইজাদাররা দিত। বর্তমানে বাজুয়া খুটাখালী হাটের ইজাদাররা পাস দিচ্ছেন। সেখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই। বেতাগা হাট থেকে উদ্ধার হওয়া চোরাই গরু গুলো গোলক ব্যাপারীর মাধ্যমে চুনকুড়ি থেকে বাজুয়া খুটাখালী হাটের ইজাদারদের নিকট থেকে পাস নেওয়া বলে তিনি দাবী করেন। অপরদিকে চোর চক্রের স্বীকারোক্তি এবং চুরি হওয়া গরু উদ্ধারের পরও তাদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দফায় দফায় সালিশ বৈঠক করে চোর চক্রের নিকট থেকে কয়েক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। কিন্তু সেই টাকা হতে গরুর মালিকদের নাম মাত্র কিছু বন্টন করে বাকী টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ গরুর মালিকদের।

ফুলতলায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) দিপা রানী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ওসি মোঃ ইলিয়াস তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, কৃষি সম্প্রসারণ অফিসার এম নাজমুস সাকিব শাহীন, যুব উন্নয়ন কমকর্তা এস এম কামরুজ্জামান, পিআইও মোঃ রফিকুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, ইউআরসি ইন্সটেক্টর এস এম কামরুজ্জামান, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস. সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, প্রসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ। সভায় জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।