গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর

ইউিনক ডেস্ক : গ্রাহকের ইন্টারনেট ব্যবহার আরও সহজ করতে দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। প্রথমবারের মতো ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’ চালু করেছে তারা।

বুধবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জিপি জানিয়েছে, প্রতি ঘণ্টার জন্য আনলিমিটেড দুটি ডেটা প্যাক নিয়ে এসেছে তারা। ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ৮ জিবি) ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ১২ জিবি) ইন্টারনেট। এই প্যাক দুটি পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৩৩০৯# অথবা *১২১*৩৩১২# কিংবা ভিজিট করতে হবে মাইজিপি অ্যাপ।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই দুর্দান্ত ইন্টারনেট প্যাক গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল চাহিদা পূরণের মাধ্যমে সবকিছু সম্ভব করে তুলতে সহায়ক হবে।

মোংলায় রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সরকারের সিদ্ধান্ত মোতাবেক রাত ৮টায় সকল দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছেনা মোংলায়। বৃহস্পতিবার রাত ৯টায়ও দেখা গেছে পৌর শহরের প্রায় সকল ধরণেরই দোকানপাট খোলা রয়েছে। টেইলার্স, গার্মেন্টস, কসমেটিকস, মুদি, কাঁচাবাজার, ষ্টেশনারী ও ভ্যারাইটিসপণ্যসহ সকল ধরণের দোকানপাট খোলা রেখেছেন দোকানীরা। মুলত স্থানীয় প্রশাসনের নীরবতার সুযোগেই নির্দিষ্ট সময়ের পরও দোকানপাট খোলা থাকছে। এছাড়া কোন কোন জায়গায় গভীর রাত পর্যন্তও খোলা থাকছে দোকানপাট। দোকানপাট বন্ধের সরকারী নির্দেশনা স্থানীয় পর্যায়ে কঠোরভাবে প্রতিপালন না হওয়াতেই দোকানীরা তাদের প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্তও খোলা রাখছেন। সরকারের নির্দেশনা কোনভাবেই যেন মানছেন না এখানাকার দোকানীরা। নির্দেশনা বাস্তবায়নে প্রথম দিকে গভীর রাত পর্যন্ত দোকাটপাট খোলা রাখায় বেশ কয়েক দোকানীকে অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। তারপর নিয়ম মানার বালাই নেই দোকানীদের।
এর আগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালে সরকারের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়ে দোকানপাট বন্ধের সেই নির্দেশনা উপেক্ষিত ছিলো এখানকার দোকানীদের মাঝে।
এদিকে সরকারের বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের সিদ্ধান্তের বিপরীতে নির্দিষ্ট সময়ের পরও মোংলায় দোকানপাট খোলা থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, প্রথমদিকে অভিযান চালিয়ে অর্থদন্ড ও সর্তক করার পরও দোকানীরা নির্দেশনা মানছেন না। তাই আবারো মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রব কর্মীবান্ধব উদার ও সাহসী মনের রাজনৈতিক নেতা ছিলেন : কেসিসি মেয়র

বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, এস এম এ রব কর্মীবান্ধব উদার ও সাহসী মনের রাজনৈতিক নেতা ছিলেন। তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে পীড়িতদের সেবা করতে স্বচ্ছন্দবোধ করতেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যথার্থভাবে তা প্রয়োগ করার চেষ্টা করেছেন। প্রত্যেক নেতাকর্মীদের যে কোন প্রয়োজনে তিনি সব সময় পাশে থাকতেন। তার আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য সমস্ত নেতাকর্মীরা তাকে আপন করে নিয়েছিলেন।
তিনি আরো বলেন, এস এম এ রবকে মেয়র পদে মনোনয়ন দেয়ায় প্রতিপক্ষরা তাকে হত্যা করেছিলো। বিএনপি-জামায়াত অত্যন্ত সুপরিকল্পিতভাবে রব ও মঞ্জুরুল ইমামসহ আওয়ামী লীগের মেধাবী রাজনীতিকদের হত্যা করেছে। প্রাকৃতিক নিয়মেই আজ বিএনপি সকল অপকমের প্রতিদান পেয়েছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এস এম এ রব রাজনীতিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। রবের মত মানুষকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধু’র আদর্শকে বাস্তবায়ন করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত সাবেক মেয়র প্রার্থী এস এম এ রবের ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, নির্বাহী সদস্য কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন।
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সমীর কৃষ্ণ হীরা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, আইরিন চৌধুরী নীপা, মুন্সি নাহিদুজ্জামান, মো. মোক্তার হোসেন, তোতা মিয়া ব্যাপারী, চ. ম. মুজিবর রহমান, বাবুল সরদার বাদল, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর মো. লিটন, মুন্সি সেলিমুজ্জামান, মল্লিক নওশের আলী, মো. সেলিম, নূরানী রহমান বিউটি, নূর জাহান রুমি, আফরোজা জেসমিন বিথী, এ্যাড. সাহারা ইরানী পিয়া, কবির পাঠান, মো. আলমগীর মল্লিক, রেজওয়ানা প্রধান, মেহজাবিন খান, নাছরিন সুলতানা, তৌহিদুর রহমান, মো. শহীদুল হাসান, খন্দকার জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম বেবী, নজরুল ইসলাম খোকন, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ঝলক বিশ্বাস, বায়েজিদ সিনা, মাহামুদুর রহমান রাজেশ, মোক্তাজিরুল ইসলাম সোহাগ, রাহুল শাহরিয়ার, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণ সভা শেষে এস এম এ রবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শ্রমিক নেতা হাফেজ আব্দুর রহিম খান ও মাওলানা রফিকুল ইসলাম।
এর আগে বেলা ১১টায় বসুপাড়া কবরস্থানে মহানগর আওয়ামী লীগ ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা। ১১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এ প্রতিযোগিতার আয়োজন করে।

কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ আয়োজনে সভাপতিত্ব করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস।

‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু’ শীর্ষক এ কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবহাটায় চোরাই মালামালসহ আটক ৩

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে চোরাই কাজে ব্যবহ্নত সরঞ্জামাদীসহ ৩ চোর আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার উত্তর পারুলিয়া এলাকা থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১০/০৮/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আজম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জমাদিসহ হাবিবুল্লাহ গাজী (২৪), সনজিত কুমার দাশ @ কানু (২৫), শিমুল @ গাম্মা (২৬) সহ তিন চোর আসামিদেরকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জমাদিসহ গ্রেফতার করে। উল্লেখ্য, আসামীদেরকে ইং-১১/০৮/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মোংলার নিম্নাঞ্চল ও সুন্দরবন জ্বলোচ্ছাসে প্লাবিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবারও স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে মোংলার নিম্নাঞ্চলসহ পুরো সুন্দরবন এলাকা। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে পশুর নদীর পাড়ের বিভিন্ন এলাকার ঘরবাড়ী। বিশেষ করে মোংলা বন্দর ও সুন্দরবনের পশুর নদীর পাড়ের এলাকার বাসিন্দাদের ঘরবাড়ী তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখন আশপাশের অন্যের বাড়ীঘর ও রাস্তার উপর আশ্রয় নিয়েছেন। লঘুচাপের এ জ্বলোচ্ছাসে উপজেলার চিলা, চাঁদপাই ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের পশুর নদীর পাড়ের বাসিন্দারাই বেশি ক্ষতির মুখে রয়পছেন। চারিদিকে পানিতে প্লাবিত হওয়ায় অনেকেই তাদের গবাদী পশু নিয়ে এক ঘরেই বসবাস করছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে গিয়ে দেখা গেছে সেখানকার বাড়ীঘর পানিতে তলিয়ে রয়েছে। কানাইনগরের বাসিন্দা নার্গিস বেগম বলেন, আমরা পশুর নদীর পাড়ে বসবাস করি। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এ নদীর পানি বাড়ায় চারপাশ পানিতে তলিয়ে গেছে। তাই গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে এক ঘরেই থাকছি। কি করবো, গবাদী পশু কোথায় রাখবো আর আমরাও যাবো কোথায়।
একই এলাকার মনোনিত্য আদিত্য বলেন, জ্বলোচ্ছাসে আমার থাকার ঘরটি তলিয়ে গেছে। তাই দুইদিন ধরে বাচ্চাকাচ্চা নিয়ে রাস্তা ও অন্যের ঘরের বারান্দায় থাকছি। এছাড়া যাওয়া ও থাকার তো কোন জায়গা নেই।
এছাড়া আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে পুরো সুন্দরবন এলাকা। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, চলমান বৈরী আবহাওয়ায় প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে। আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে সুন্দরবনের সব জায়গা তলিয়ে গেছে। তিনি আরো বলেন, জ্বলোচ্ছাসে সুন্দরবন প্লাবিত হওয়ায় এখনও পর্যন্ত বন্যপ্রাণীর তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও তবে সম্ভাব্য ক্ষতির আশংকা রয়েছে।
এদিকে বৃহস্পতিবারও মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মোংলা আহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, লঘুচাপটি দুর্বল হয়ে ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে। এর প্রভাব ও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পূর্ণিমার গোনের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত ২ থেকে ৪ ফুট উচ্চতা কিংবা তারচেয়ে বেশি জ্বলোচ্ছাসে উপকূলীয় এলাকা প্লাবিত হবে। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত মোংলায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনি আরো বলেন, শুক্রবার বিকেল ৩ থেকে ৬টার পর থেকে এ বৈরী আবহাওয়া কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।

ফকিরহাটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

ফকিরহাট : ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভি ফুটেজে দেখা গেছে ৪/৫জনের মিলে বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল পৌনে ৬টার দিকে এই চুরির ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ফকিরহাট বিশ্বরোডের পাশে অবস্থিত জয় এন্টার প্রাইজ নামে গ্যাসের দোকানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চক্রটি। এরপর তারা দোকান থেকে ২৫টি গ্যাস ভর্তি সিলিন্ডার চুরি করে পালিয়ে যায়। জয় এন্টার প্রাইজের মালিক অসীম কুমার ঘোষ জানান এতে তার অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।অপরদিকে, একই সময়ে পাশের সালমান এন্টারপ্রাইজ নামের রড-সিমেন্টের দোকানের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর তারা সিসি টিভির একটি ক্যামেরা ভেঙ্গে নষ্ট করে। তারপর চক্রটি টেবিলের তিনটি ড্রয়ের ভেঙ্গে তছনছ করে। তবে এখান থেকে কিছুই নিতে পারেনি। সালমান এন্টার প্রাইজের মালিক শেখ নাহিদ হাসান বলেন, দোকান থেকে কিছুই নিতে পারেনি। তবে সিসিটির ক্যামেরা, ৪টি তালা ও ড্রয়ের ভেঙ্গে ১০হাজার টাকা ক্ষতি করেছে। ভুক্তভোগীরা জানান, তারা আইনের আশ্রয় নিবেন।স্থানীয়রা ধারনা করছেন, ওই চক্রটি কোন গাড়ি নিয়ে এসে চুরি করে সেই মাল্লা গাড়িতে তুলে পালিয়ে গেছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, চুরির বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় চোরাই মোটর সাইকেলসহ আটক ২

ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় মোটর সাইকেল চুরির ১৫দিনের মাথায় ৫টি চোরাই মোটর সাইকেল ও চুরির সরঞ্জামসহ আন্তঃ জেলা চোর চক্রের ২সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। ৩দিনের একটানা অভিযান শেষে সাতক্ষীরার কালিগঞ্জ ও খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং-এ ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বিপিএম জানান, বিগত ২৬ জুলাই দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে একটি আরটিআর মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনার এর একদিন পরে অর্থাৎ ২৭ জুলাই বিকেলের দিকে উপজেলা মহিলা কলেজের পাশ থেকে আরও একটি মোটর সাইকেল চুরি হয়। পর পর দুই-দুইটি চুরির ঘটনা নিয়ে ডুমুরিয়া থানা পুলিশসহ জেলা পুলিশের উর্দ্ধতন অফিসারবৃন্দ তৎপর হয়ে ওঠে। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহাবুব হাসান বিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল মোঃ মোস্তাফিজুর রহমানের দিক-নির্দেশনামতে জোর তৎপরতা শুরু হয়। অভিযানে মুলতঃ তিনটি জেলা তথা খুলনা সাতক্ষীরা ও যশোর জেলাকে টার্গেট করা হয়। এই অঞ্চলে গাড়ি বিক্রির সাথে সম্পৃক্ত ব্যক্তি বা তাদের নিকট জন’রা কে কোন অবস্থানে আছে এটা নিয়েই সোর্সদের কাজে লাগানো হয়। একই সাথে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্যাকিং করে সিডিআর’র মাধ্যমে যশোর, খুলনা ও সাতক্ষীরার কয়েকটি স্পট চিহ্নিত হয়। এক পর্যায়ে যথেষ্ট ক্লু ও তথ্য আমাদের হাতে আসে। এরপরেই গত ৯আগস্ট থেকে শুরু হয় অভিযান। আর এ অভিযানে ৫টি চোরাই মোটর সাইকেল ও চুরির সরঞ্জামসহ আন্তঃ জেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটক দু’জনের মধ্যে একজন হল সালাউদ্দিন (৩১)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি এলাকার মৃত আহছানের ছেলে। অপর জন হল মোঃ সম্রাট ইসলাম শান্ত (১৯)। সে খুলনার জিরো পয়েন্ট এলাকার কৃষ্ণনগর বাইতুল আকছা গলিতে ভাড়াবাড়িতে বসবাস করে। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সোনাখালী এলাকায়। তার বাবার নাম মোঃ বাহাদুর শেখ। তাদের শিকারোক্তি মতে আমরা ৫টি গাড়ি উদ্ধার করেছি। যার মধ্যে একটি ১৫০সিসি পালসার, একটি ১২৫সিসি ডিসকভার, একটি হিরো স্পালেন্ডার প্লাস, একটি ১২৫সিসি এফজেড ও একটি ১৬০ সিসি আরটিআর মোটর সাইকেল রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা ফুটেজে সনাক্ত করা তিনটি ক্যাপ(টুপি) ও তাদের ব্যবহৃত ৩টি মাষ্টার চাবি উদ্ধার করা হয়।
ব্রিফিং-এ তিনি আরও জানান, মুলতঃ মোটর সাইকেল চুরির সাথে খুলনা সাতক্ষীরা ও যশোর জেলায় ৩০/৩৫টি চক্র বা চেইন কাজ করে। এরমধ্যে আমরা সবেমাত্র একটি গ্যাং তালু বন্দি করতে সক্ষম হয়েছি। ডুমুরিয়া থেকে চুরি যাওয়া দুইটি গাড়ীর মধ্যে একটি এদের মাধ্যমে উদ্ধার হয়েছে। গাড়িটির মালিক সাংবাদিক মোক্তার হোসেন। তবে গাড়িটি ঢাকা হয়ে চিটাগাং অঞ্চলে চলে গিয়েছিলো। আমরা আটক আসামীদের মাধ্যমে তা ফিরিয়ে আনতে পেরেছি।
এ সময় তিনি আরও জানান, মোটর সাইকেল চুরির সাথে অনেক কিছু মিশে আছে। যা এখুনি বিস্তারিত ভাবে জানানো যাচ্ছে না। আমরা পুলিশের পক্ষ থেকে অত্যন্ত সর্তকতার সাথে কাজ করছি। তবে চুরির ঘটনা বর্ণনা করে তিনি বলেন- প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, চুরির সাথে মুলতঃ ওরা ২/৩জন ফিল্ডে আসে। পছন্দমত জায়গায় এসে প্রথমে গাড়ী চয়েজ করে। এরপর বাইকের মালিকের গতিবিধি ফ্লো করার এক পর্যায়ে সুযোগ বুঝেই তা নিয়ে চম্পট দেয়। তবে ওদের কাছে এমন একটি চাবি আছে যা দিয়ে অধিকাংশ মোটর সাইকেল ওপেন করা সম্ভব। ওদের ভাষায় ওই চাবিকে মাষ্টার কি নামে পরিচিত।
বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম জানান, এটা আমাদের একটা সফলতা। এছাড়া চোর চক্রের বাকি কাজ সম্পন্ন করতে সময় সাপেক্ষ ব্যাপার মাত্র। আমরা সকল কার্যক্রম অব্যাহত রেখেছি।

ফুলতলা উপজেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ স্কাউটস ফুলতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং মোঃ হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা স্কাউটসের উদ্যোগে হাবিবুর রহমান মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কাউটসের ফুলতলা উপজেলা কমিশনার প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এবং আয় ব্যয়ের প্রতিবেদন পেশ করেন মোঃ আকতার হোসেন। এতে শিক্ষক শিহাব উদ্দিন ওমরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) দিপা রানী সরকার, স্কাউটসের জেলা উপ-পরিচালক লতিফ উদ্দিন আহেমদ, সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, স্কাউটস কমিশনার মোঃ ফরহাদ হোসেন, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা । এ সময় আরও বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মারুফুল কবীর, সাধারণ সম্পাদক বিমান নন্দী, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আছম আঃ রহিম, প্রধান শিক্ষক মনিরা পারভীন, অজয় কুমার চক্রবর্তী, তাপস কুমার বিশ্বাস, মহাসিন আলী বিশ্বাস, আঃ হাই গাজী, প্রেমচাঁদ দাস, জাকির হোসেন, মোশারফ হোসেন, মাওঃ শাহাজাহান হুসাইন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শবনম শিরিন, মুরাদুল ইসলাম প্রমুখ।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল উদ্দিনকে সম্পাদক এবং মল্লিক মোঃ হফিজুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।