খুলনা আলিয়া মাদ্রাসার আননেদা এর মোড়ক উন্মোচন 

বিজ্ঞপ্তি : খুলনা আলিয়া কামিল মাদ্রাসার কামিল হাদীস,তাফসীর,ফিকহ ও আদব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ই আগষ্ট, শনিবার সকাল এগারোটায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার হেড মুফতি ড.মোঃ আব্দুর রহীম সরদার,মুফাসসির মুহাম্মদ মুশফিকুর রহমান,হেড মুহাদ্দিস মাওলানা শমশের আলী শেখ,আদিব ড.মোঃ রবিউল ইসলাম,মুফাসসির মোঃ মাহবুবুল ইসলাম, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম। এ সময় মাদ্রাসার সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এবছর কামিল হাদিস,তাফসির,ফিকাহ ও আদব বিভাগ থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী কামিল সম্পন্ন করেছে। অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া কামিল হাদীস, তাফসির,ফিকহ ও আদব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত ‘আননেদা’ স্মরণিকা-২০২২ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন কামিল হাদিস,ফিকহ, তাফসীর ও আদব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত শিক্ষা সমাপনী স্মরণিকা আননেদা-২০২২ প্রকাশ করতে পেরে আমি আনন্দে আপ্লুত। শিক্ষাজীবনের শেষ পর্যায়ে এখনই শিক্ষার্থীরা বাস্তবতার আহবানে সাড়া দিয়ে ছড়িয়ে পড়বে দিক দিগন্তে। সেখান থেকে তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না হারানো দিনগুলির নৈকট্যে। সে কারণে যোগসূত্র রচনার অনিন্দ্য মাধ্যম হিসেবে এ স্মরণিকা চমৎকার ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৫.৬৭ শতাংশ। দ্বিতীয়বারের মতো ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ১৩ আগস্ট শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘খ’ ইউনিট সমাজবিজ্ঞান, কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪২৪ জন হলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৪৮ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বেলা ১১টা ৪৫ মিনিটে পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‌‌‘শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবের জন্য একটি গুচ্ছে দ্বিতীয়বারের মতো ২২টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিচ্ছি আমরা। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছি।’

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। সবার সহযোগিতায় সুন্দরভাবে পরীক্ষা নিতে পেরেছি। ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসঙ্গে হওয়ায় এবং পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারায় ভর্তীচ্ছুদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। ভর্তীচ্ছু ও অভিভাবকদের মধ্যে তাই বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।’

২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থী-অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ইমতিয়াজ নামে একজন পরীক্ষার্থী বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় আমাদের অর্থ ও সময় কম লাগছে। একটি কেন্দ্রে ২২টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারায় দুর্ভোগও কমেছে।’ নওরিন নামে আরেক ভর্তি পরীক্ষার্থী বলেন, ‘ভিন্ন ভিন্নভাবে ২২টি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে পারতাম না। গুচ্ছের মাধ্যমে হওয়ায় এটি সম্ভব হয়েছে।’

কেশবপুরে কৃষকের বসতবাড়ির দখলের অভিযোগ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : পুলিশের চাকুরীর দাপট দেখিয়ে কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর গ্রামে এক কৃষকের বসতবাড়ির সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ঐ কৃষক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার টিটাবাজিতপুর মৃত আফাজ উদ্দীন শেখের বড় পূত্র আবু বক্কর শেখ তার পৈত্রিক বসতভিটায় ১৭ শতক জমিতে বসবাস করে আসছে। তার পরিবর্তে আফাজ উদ্দীন শেখের অপরপূত্র কৃষক আব্দুল মালেক শেখ (৬৫) ১৯৮৯ সাল থেকে একই মৌজার ১৫৪৫ ও ১৫৪৬ দাগের ১৭ শতক জমিতে আপোষের মাধ্যমে বসতবাড়ি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। পরবর্তীতে আব্দুল মালেক শেখ উল্লেখিত ২ দাগের আরো ৪ শতক জমি ক্রয় করে সকল জমিতে বিভিন্ন প্রকার ফল-ফলদির গাছ রোপন করে। সেসকল ফল-ফলদির গাছ এখন অনেক বড় বৃক্ষে পরিণিত হয়েছে।
এদিকে শনিবার সকালে আফাজ উদ্দীন শেখের বড় পূত্র আবু বক্কর শেখ ও তার পূত্র ঢাকার রামপুরা থানায় পুলিশে চাকুরীরত আসাদ শেখ জোরপূর্বক কৃষক আব্দুল মালেক শেখের বসতভিটার সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে পুরা পরিবারকে অবরুদ্ধ করে ফেলেছে। এসময় আসাদ শেখ ও তার সহযোগিরা পুলিশের চাকুরীর দাপট দেখিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কৃষক আব্দুল মালেক শেখ ও তার স্ত্রী লাল ভানু-সহ পরিবারের উপর হামলা চালায়। এসময় আব্দুল মালেক শেখ ও তার স্ত্রী লাল ভানু বাড়ির ঘরে ভিতর আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়। তবে পরিবারটি বর্তানে অবরুদ্ধ রয়েছে। আসাদ শেখ ও তার সহযোগিরা আব্দুল মালেক শেখের বাড়ির চারপাশে টহল দেওয়ায় থানায় এসে মামলাও করতে পারছে না। এ ব্যাপারে আব্দুল মালেক শেখ অবরুদ্ধ থেকে রক্ষা পেতে এবং সম্পত্তি জবর দখল কারী পুলিশে কর্মরত আসাদ শেখের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ফুলবাড়ীগেটে ৩ অপহরণকারী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানা পুলিশ ফুলবাড়ীগেট শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জল সহ ৩ অপহরন কারীকে গ্রেফতার করেছে , এ সময় তাদের স্বীকারোক্তিতে তাদের হেফাজতে থাকা গিলাতলা দক্ষিন পাড়ার ভিকটিম মোঃ জিহাদ শেখ ও মোঃ আলামিন হোসেনকে উদ্ধার করে খানজাহান আলী থানা পুলিশ। এঘটনায় ভিকটিম জিহাদ শেখের পিতা মোঃ আসলাস শেখ বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে, যার নং ১২ তাং ১৩/০৮/২২ ইং। মামলার এজাহার সুত্রে জানা যায় গত ১২ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় গিলাতলা দক্ষিনপাড়ার সামাদ শেখ এর পুত্র ভ্যানচালক জিহাদ শেখ ভ্যান নিয়ে ভাড়া টানার জন্য বাসা থেকে বের হয়।রাত সোয়া ৮ টার সময় জিহাদ এর ছোট ভাই জিয়ারুল এর মোবাইলে ফোন দিয়ে জিহাদ বলে আমাকে আটকিয়ে রেখেছে ৫০ হাজার টাকা নিয়ে আয়, এর পরই ফোন বন্ধ পাওয়া যায়, কিছুক্ষন পর আবার ফোন করে অপহরনকারীরা জিহাদ এর ছোট ভাই জিয়ারুল কে একটা বিকাশ নং দেয় এবং উক্ত নাম্বারে টাকা পাঠাতে বলে, জিহাদের পিতা বিষয়টি খানজাহান আলী থানার ওসিকে অবহিত করলে খানজাহান আলী থানা পুলিশ তৎক্ষনিকভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরনকারীদের অবস্থান আড়ংঘাটা থানাধীন তেলিগাতী পাকার মাথায় আছে বলে নিশ্চিত হয়। জিয়ারুল অপহরনকারীদের ফোনে বলে এত রাতে বিকাশ এর দোকান খোলা নেই সরাসরি ছাড়া টাকা দেওয়া সম্ভব হচ্ছেনা, তখন ফোনে তাদেরকে অপহরনকারীরা, কুয়েট পকেট গেট এর সামনে যেতে বলে, তাদের কথা মতো জিহাদ এর পিতা আসলাম শুক্রবার দিনগত রাত ৪ টার সময় কুয়েট পকেট গেছে গেলে অপহরনকারী চক্রের সদস্য শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জল (২৭), তেলিগাতী সরদার পাড়া এলাকার হান্নান শেখ এর পুত্র তরিকুল (২০) , একই এলাকার আবু বক্কার এর পুত্র মোঃ মুন্না হোসেন (২৬) সাথে কথা বলার এক পর্যায়ে , পুর্বে থেকেই উৎপেতে থাকা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে খানজাহান আলী থানার এস আই হাসানুজ্জান, এস আই দেবেশ, এ এস আই তুহিন , এ এসআই শরিফুল ও আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করে তারা ২ জনকে আটকে রেখেছে ,এবং তাদের মুক্তিপন বাবদ ৫০ হাজার টাকা নিতে এসেছে কুয়েট পকেট গেটে, অপহরনকারীদের দেওয়া তথ্যমতে তেলিগাতী মধ্যপাড়া ক্লাব মোড়স্থ মৃত শেখ শাহাজান এর ভাড়াটিয়া মোঃ জামিরুল ইসলাম এর ভাড়া বাসা হতে অপহরনকারীদের হেফাজতে থাকা মোঃ জিহাদ শেখ ও মোঃ আলামিন হোসেনকে উদ্ধার করে পুলিশ। অপহরনের স্বীকার হওয়া ভ্যান চালক মোঃ জিহাদ শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায় শুক্রবার রাত সোয়া ৮ টায় ভ্যানগাড়িতে একটা টিপ দেওয়া লাগবে এবং তাদের ভ্যান ভাড়া বাড়িয়ে দিবে বলে তাদের তেলিগাতী মধ্যপাড়া ক্লাবমোড়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন মহিলাদের সাথে অশ্নিল ভিডিও ও ছবি তুলে ভাইরাল করে দিবে বলে হুমকি দেই। এলাকাবাসি জানান আটককৃতরা একটি বড় ধরনের সিন্ডিকেট চক্র, দির্ঘদিন ধরে ফ্লাট বাসায় মহিলাদের সাথে অশ্নিল ভিডিও করে নিরিহ ভ্যান চালক সহ সাধারন মানুষকে জিম্মি করে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে, অনেকে মানসম্নানের ভয়ে তাদের দাবিকৃত টাকা দিতে বাধ্য হয়েছে । আটককৃত মোঃ মুন্না হোসেন এর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। স্থানিয়রা আটককৃতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, ঘটনা জানার পর থেকে ডিসি নর্থ এর দিকনির্দেশনায় এবং কেএমপির সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) এর তদারকিদে থানার একটি বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে আসামি ও ভিকটিম উদ্ধারে সক্ষম হয় । এ ঘটনায় ভিকটিম জিহাদ শেখ এর পিতা আসলাম শেখ ৪ জনকে এজাহার নামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে , এজাহার নামীয় পলাতক আসামি তেলিগাতী সরদার পাড়া এলাকার আলী আহম্মেদ এর পুত্র রুবেল কে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।

বানীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা : হুইফ পঞ্চানন বিশ্বাস

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বানীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা। নদী খনন হোক সেটা আমরা চাই, কিন্তু কৃষিজমিতে বালু ফেলতে দিবোনা। আমার শরীরকে যেমন ভালোবাসি বাণীশান্তার মানুষও জমিকে তেমনি ভালোবাসি। তাই বানীশান্তার জমি নষ্ট হতে দিবোনা। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার সরকার চাইবেনা বালু ফেলে এই গ্রাম ও কৃষিজমি নষ্ট হোক। শনিবার বিকেলে মোংলা বন্দরের পশুর চ্যানেলের পশ্চিম পাড়ের খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা বাজারে কৃষিজমি রক্ষার দাবীতে বানীশান্তা ইউনিয়ন পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইফ ও স্থানীয় সাংসদ পঞ্চানন বিশ্বাস এসব কথা বলেন।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়। সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতা অসিত বরণ বিশ্বাস, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, সিপিবি নেতা এ্যাড. রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা পরিমল কান্তি রপ্তান, সঞ্জিব মন্ডল, কৃষক নেতা কিশোর রায়, সত্যজিৎ গাইন, পাপিয়া মিস্ত্রি, কৃষ্ণপদ মন্ডল ও বৈশাখী মন্ডল। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হুইফ পঞ্চানন বিশ্বাস এমপি আরো বলেন, আপনারা জমি চাষাবাদ করেন আর ধৈর্য্য ধরেন। আশাকরি কোন অসুবিধা হবেনা। আমাদের বুকের উপর বালু ফেলে নদী খনন করতে দিতে চাইনা। তিনি আরো বলেন, ঢাকা ফিরপ আমি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতে কৃষিজমি রক্ষার বিষয়টি আমার পক্ষে যতটুকু সম্ভব তাঁকে অবহিত করবো। সমাবেশে আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন, আমরা জান দেবো তবুও আমাদের জমিতে বালু ফেলতে দিবোনা। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিজমি নষ্ট করে কোন উন্নয়ন কাজ হবেনা। অথচ মোংলা বন্দর কর্তৃপক্ষ বানীশান্তার তিন ফসলি কৃষিজমি নষ্ট করে এলাকাবাসীকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। সমাবেশে কৃষকরা যেকোন মূল্যে কৃষিজমিতে বালু ফেলার সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দেন।
মুলত মোংলা বন্দরের পশুর চ্যানেলের (ইনারবার) খননকৃত বালু চ্যানেল সংলগ্ন বানীশান্তা ইউনিয়নের জমিতে ফেলার উদ্যোগ বন্দর কর্তৃপক্ষের। যার প্রেক্ষিতে বালু ফেলার প্রতিবাদে জমি মালিক ও গ্রামবাসীর এ সমাবেশ। এ ইস্যুতে এর আগে কয়েকবার সেখানে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করেছেন বানীশন্তাবাসী।

তালায় সড়ক দূর্ঘটনায় ৯টি গরুসহ একজনের মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার সুভাষিনী এলাকায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় অনন্ত ৯ টি গরু মারা গেছে বলে জানা গেছে। শনিবার (১৩ আগষ্ট) রাতে উক্ত ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাকের চালক শাহিনুর মোড়ল (৪০)। তিনি তালা উপজেলার লাউতাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। এ সময় ১৫/২০ জন যাত্রী আহত হয়। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-৮৭৯৯) একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মাল বোঝাই ট্রাক (যশোর ট-১১-৩০৪৪) খুলনা অভিমুখে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আরেকটি গরুভর্তি ট্রাক (যশোর ট-১১-২৬৩৯) ওভার টেকের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক শাহিনুর মোড়ল গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলেই ৯ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গরুগুলো সাতক্ষীরা, তালা ও পাটকেলঘাটা এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল এলাকায় নিয়ে যাচ্ছিল ব্যাপারীরা।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার কাজে এলাকাবাসী ও চুকনগর হাইওয়ে পুলিশ অংশ নেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাক তাদের হেফাজতে রয়েছে।

বঙ্গবন্ধু ও অসাম্প্রদািয়ক বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও অসাম্প্রদািয়ক বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ আগস্ট) সকালে অনলাইন নিউজ পোর্টাল ‘তালা নিউজ টোয়েন্টিফোর ডট কম’ এর আয়োজনে উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখবেন তালা নিউজ টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ.হ.ম তারেক উদ্দীন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাস সরকার, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাসদের কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সাতক্ষীরা জেলা সভাপতি লায়লা পারভীন সেজুঁতি, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। গোলটেবিল বৈঠকে মুক্ত আলোচনা করেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মোংলার মেয়র  

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পাঠিয়েছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ ত্রাণ সামগ্রী শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলার দিরাই পৌর এলাকার অধিক ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। সেখানে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন শেখ ও মোঃ মজনু গাজীসহ অন্যান্য পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ৫শ দুর্গত প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবণ ও ১টি সাবান।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলদের বেতন-সম্মানীর টাকা থেকেই সুনামগঞ্জের বন্যা দুর্গত ৫শ পরিবারকে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।