আটোয়ারীতে ফেনসিডিল উদ্ধার

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী কাবুলের বাড়ির রেফ্রিজারেটর হতে সাত বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্ত্বিতে পুলিশ ১৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখাতী (বোয়ালমারী) গ্রামে উল্লেখিত মাদক উদ্ধার করে। ওই গ্রামের জনৈক মো: আনারুল হকের পুত্র এই কাবুল হোসেন (২৮)। পুলিশ এ ঘটনায় ওই দিন রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাবুল ও তার ছোট ভাই সাবুল হকের (১৯) নামে আটোয়ারী থানায় মামলা রুজুু করেন। মামলা নং-১৬, তারিখ ১৬ আগস্ট ২০২২।
অভিযান মুহুর্তে চিহিৃত মাদক ব্যবসায়ী সহ তার ছোট ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের বাড়ির রান্নাঘরের চুলা থেকে বেশ কিছু ফেনসিডিলের খালি বোতল খুজে পায় পুলিশ। পুুলিশ সুত্রে জানাগেছে, মাদক সেবীরা নিয়মিত তার বাড়ি এবং ফকিরগঞ্জ বাজারে অবস্থিত কাবুলের মুদি দোকান থেকে দীর্ঘদিন থেকে মাদক সংগ্রহ করে আসছিল। ধারনা করা হচ্ছে প্রমান লুকাতেই অভিনব পন্থায় মাদক সংরক্ষণ এবং এগুলো ব্যবহারের পর পরিত্যক্ত বস্তু পুড়িয়ে ফেলা হতো। আটোয়ারী থানার অফিসার ইনচাজর্ মো: সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী এ অভিযানে নেতৃত্¦ দেন।

শিরোমনিতে যুবককে ছুরিকাঘাত

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি দক্ষিনপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে , আশংকাজনক অবস্থায় আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায় শিরোমনি দক্ষিন পাড়া এলাকার হাফিজ এর পুত্র মেহেদি (২২) কে একই এলাকার মালেক এর পুত্র মুন্নার নেতৃত্বে ৪/৫ জন যুবক পুর্বশত্রুতার জেরে গতকাল বিকাল ৩ টার সময় শিরোমনি দক্ষিনপাড়া ফকিরবাড়ি মাজার এর সামনে পিছন দিক থেকে পিছে ধারালো ছুরি দিয়ে পোছ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে, পরে গুরতর জখম মেহেদির আত্নচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । গুরুতর জখম মেহেদির কাছে থাকা নগদ টাকা ও ১ টি মোবাইল ছিনিয়ে নেয় বলে জানান তার স্বজনেরা। মেহেদির পিঠে ৪২ টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাকোপে চোরাই তারসহ গ্রেফতার ২

দাকোপ প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাকোপ থানা পুলিশ বিপুল পরিমান চোরাই তামার তারসহ ২ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বিপুল পরিমান চোরাই মালামাল বিক্রির চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে গত ১৭ আগষ্ট ভোর রাতে দাকোপের বড় খলিষা নদীর ত্রি-মোহনার তীরে থাকা এক ইঞ্জিন চালিত ট্রলারে দাকোপ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ২১২ কেজি তামার তার যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১২ হাজার টাকাসহ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কয়রা থানাধীন মজিদকুড় গ্রামের মৃঃ আরশাদ সরদারের পুত্র তুহিন সরদার (২৩) ও দাকোপ থানাধীন চালনা বাজার এলাকার মিলন গাজীর পুত্র রবিউল গাজী (২৫)। জানা যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে এশতেক শেখ এবং মোজাফ্ফার শেখ নামের অপর ২ আসামী পালিয়ে যায়। এ সময় পুলিশ আসামীসহ আটককৃত মালামাল ও ট্রলারটি জব্দ করে থানা হেফাজাতে নেয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্বদানকারী এস আই চিরঞ্জিত মন্ডল বাদী হয়ে দাকোপ থানায় পেনাল কোর্ড ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ১১ তাং ১৭/০৮/২০২২।

দাকোপে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

দাকোপ প্রতিনিধি : স্বামীর অসুস্থতার সুযোগ দিয়ে প্রথম স্ত্রী সন্তান মিলে সম্পত্তি আত্নসাতের চেষ্টা করছেন এমন অভিযোগে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাজুয়া এলাকার অসহায় গৃহবধু শীলা রানী সরকার।
বুধবার বেলা ১১ টায় নিজের একমাত্র শিশু পুত্র সজিব সরকারকে সাথে নিয়ে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় নিজেকে অসহায় হতদরিদ্র দাবী করে তিনি বলেন, আনুমানিক ১০/১২ বছর পূর্বে আমার স্বামী শম্ভুনাথ সরকার (৭৬) স্ট্রোকে আক্রান্ত হয়ে ধীরে ধীরে প্যারালাইজড জ্ঞানবুদ্ধি ও চলনশক্তিহীন হয়ে পড়েছে। আমার স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে তার প্রথম স্ত্রী সবিতা সরকার ও তার পুত্র রাজিব সরকার আমার শিশু পুত্র এবং আমাকে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করার চক্রান্তে সর্বদা মানষিক ও শাররীক নির্যাতন করে আসছে। আনুমানিক ৪ বছর পূর্বে তারা আমার অসুস্থ স্বামীকে নিজেদের হেফাজাতে নিয়ে রুপসা উপজেলার পিঠাভোগ মৌজায় থাকা স্বামীর নিজ নামের ২.৭০ একর সম্পত্তি কৌশলে টিপসহি নিয়ে জাল দলিল সৃষ্টি করে হাতিয়ে নিয়েছে। বর্তমানে তারা বাজুয়া মৌজার ৮.৩৯ একর বিলান সম্পত্তি যা বিগত ১১/১২/২০১৪ ই তারিখ আমার স্বামী ৩৪০ নং এফিডেবিট মূলে আমার নামে আমমোক্তার করে দেয় ওই সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। স্থানীয় সন্ত্রাসী মিল্টন বাহিনীকে ব্যবহার করে আমার ওই সম্পত্তি দখলের চেষ্টা করছে তারা। মিল্টন বাহিনীর নেতৃত্বে আমাকে একাধীকবার মারপিটসহ নানা ভাবে নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে আমি দাকোপ থানায় বিভিন্ন সময় জিডিসহ অভিযোগ দায়ের করেছি। তাদের বিরুদ্ধে আদালতে মামলা ও করেছি। তবুও তারা থেমে নেই, বরং তারা আরো ভয়ংকর ক্ষিপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ গত ১৬ আগষ্ট ২০২২ সকালে আমার সতিনপুত্র আমাকে মারপিট করে। বিষয়টি আমি তাৎক্ষনিক আমার প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফ্রান্সের নাগরিক টলি নাথ, নিখিল সরকারসহ অন্যান্য প্রতিবেশীদের জানালে তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলে। আমি একদিকে অসহায় অন্যদিকে হতদিরদ্র। যে কারনে আইনী লড়াই চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে জমিতে চাষাবাদে যাওয়ার সাহস পাচ্ছিনা। এ অবস্থায় আমি স্বামীর দেওয়া সম্পত্তি রক্ষায় প্রশাসনসহ সমাজের বিবেকবান মানুষের কাছে সহায়তা চাচ্ছি।

মোংলায় গণপিটুনির শিকার ৭ যুবক আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ম্যাগনেট/পিলার খুড়তে গিয়ে স্থানীয়দের হাতে ধোলাই খেয়ে পুলিশে সোপর্দ হয়েছে সাত যুবক। গভীর রাতে মাটি খুড়ে পিলারের সন্ধান করতে গেলে লোকজন তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে দিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ ৫৪ ধারায় মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। তারা হলেন, মোংলা উপজেলার মধ্যহলদিবুনিয়া গ্রামের কেরামত আলী শেখের ছেলে হযরত আলী (৩০), আমড়াতলা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে বায়জিদ শেখ (৩৫), মিঠাখালী গ্রামের আকবর আলীর ছেলে সেকেন্দার শেখ (২৫), মাহমুদ শেখের ছেলে জনি শেখ (২৩), সোনাখালী গ্রামের সুদাস মন্ডলের ছেলে রতন মন্ডল (২০), বাগেরহাট সদরের উত্তর কাড়াপাড়া গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে আবুল হাসান (৩৪), রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের ইলিয়াছ গাজীর ছেলে জসিম গাজী (২৫)।
মোংলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রেজা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খড়খড়ে গ্রামের বাসিন্দা মারুফ মোল্লার বাড়ীতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৭ যুবক মাটি খুড়ে ম্যাগনেট/পিলারের সন্ধান করছিলো। তখন মাটি খুড়া ও লোকজনের আলাপ টের বাড়ী ওই বাড়ীসহ আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে গণপিটুনি দেয়। এরপর চটেরহাট ফাঁড়ি পুলিশকে খবর দিলে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে চটেরহাট ফাঁড়ি পুলিশ বুধবার সকালে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করেন।
মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, আটককৃতদের কাছে কোন কিছুই পাওয়া যায়নি। তাই তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আটোয়ারীতে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

মনোজ রায় হিরু, আটোয়ারী : সাড়া দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলা কারীদের বিচারের দাবীতে পঞ্চগড়ের আাটোয়ারী উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ১৭ আাগস্ট বিকেলে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। গৃহীত কর্মসূচীতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো; তৌহিদুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মকলেছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ন সাধারন সম্পাদক মো: আঃ কুদ্দুছ ও রাধানগর ইউপি চেয়ারম্যান মো: আবু জাহেদ, সাংগঠনিক সম্পাদক মো: ওয়াজেদ আলী ও মো: মিজানুুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মো: আতাউর রহমান অপু, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ন আহবায়ক মো: সেলিম মোর্শেদ মানিক, ছাত্রনেতা তুষার আল ইমরান ও রায়হান রকি সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। বক্তারা ন্যাক্কার জনক এ বোাামা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১ থেকে ১১.৩০ টার মধ্যে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি) দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় প্রেসক্লাব, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকায় ৩৪ টি সহ সাড়ে ৪ শত স্পটে প্রায় ৫ শত বোমার বিষ্ফোরন ঘটিয়ে জঙ্গীরা দেশে অরাজকতা তৈরির চেষ্টা করেছিল।

ডুমুরিয়ায় বৃদ্ধা’র আত্নহত্যা

ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় সরলা রানী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। সে মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুনিল মন্ডলের মা। ডুমুরিয়া থানা পুলিশ বুধবার বেলা ১১টায় উপজেলার কৈপুকুরিয়া গ্রামস্থ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সুরোতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুনিল মন্ডলের মা সরলা রানী মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। এক পর্যায়ে সে গতকাল বুধবার ভোরে নিজের ধরের জানালার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতর মরদেহ উদ্ধার ও লাশের সুরোতহাল রির্পোট শেষে তা মযনাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, তিনি রোগের কারণে আত্নহত্যা করেছেন। আমরা পুলিশের পক্ষ থেকে লাশের সুরোতহাল রির্পোট শেষে মর্গে প্রেরণ করেছি এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

দাকোপে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দাকোপ প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামায়াত জোট শাসন আমলে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দাকোপে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে বুধবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চালনা পৌরসভা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, কে এম কবীর হোসেন, অধ্যাপক সুপদ রায়, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, আজগর হোসেন ছাব্বির, ইউপি আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সরকার, সাধারণ সম্পাদক জ্যোতিশংকর রায়, চালনা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, বিধান বিশ্বাস, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, আব্দুল গফুর সানা, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, মোঃ জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায়, বিপ্রদাস মন্ডল। উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব গাজী, শেখ ইকবাল হোসেন, ইউপি যুবলীগ সভাপতি পাবক মিস্ত্রী, হিমাদ্রী সরকার, সুরঞ্জন মন্ডল, সৌম্য বিশ্বাস, সমীরণ রায়, বরুন পাইক, মিঠুন সাহা, গোবিন্দ রায়, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ আল আমীন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায়, রাজু বাছাড়, ইমদাদুল হক মিলন, মাসুম হাওলাদার প্রমুখ।