“টোটাল কমিউনিটি ম্যানেজমেন্ট সিস্টেম” সফটওয়ারে বদলে যাচ্ছে নাগরিক সেবা

সেলিম হায়দার, তালা : তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে “টোটাল কমিউনিটি ম্যানেজমেন্ট সিস্টেম” সফটওয়ারের মাধ্যমে বদলে যাচ্ছে উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাগরিক সেবার ধরণ। ডিজিটাল পদ্ধিতে প্রদান করা হবে এ ওয়ার্ডের নাগরিক সেবা। এতে একদিকে যেমন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিয়ে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়িত হবে অপরদিকে সাধারণ মানুষ কোনরকম ভোগান্তি ছাড়াই সেবা পবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, কোন রকম ভোগান্তি ছাড়াই ডিজাটাল পদ্ধিতিতে নাগরিক সেবা সাধারণ মানুষের দোর গোড়াই পৌছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের তত্বাবধানে ২নং নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা আইসিটি কর্মকর্তা, ও ২৪ জন স্বেচ্ছাসেবকের একটি টিম দীর্ঘ ৬ মাস নগরঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক খানা ও (পরিবার) এক হাজার নয়শত আটচল্লিশ ব্যক্তির মৌলিক তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে সেগুলো যাচাই বাছাই করে টোটাল কমিউনিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ারে ইনপুট দেয়। এর পাশাপাশি উপজেলা পর্যায়ে সে সকল দপ্তর ২০২১-২০২২ অর্থ বছরে সংশিষ্ট ওয়ার্ডে বিভিন্ন প্রকার সেবা প্রদান করেছে সেগুলোকে নির্ধারিত জন্মনিবন্ধন নম্বর বা জাতীয় পরিচয় পত্র নম্বরের বিপরীতে সংযোজন করা হয়েছে।
অফিস সূত্রে আরও জানা যায়, এই সফটওয়ার ব্যবহারের মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকার সকল মানুষের নাগরিক সেবা প্রদানের রেকর্ড সংরক্ষণ থাকবে। পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনবান্ধব নাগরিকসেবা প্রদান, প্রাকৃতিক দুর্যোগে জনসম্পদের ঝুকিহ্রাস ও কার্যকারী পদক্ষেপ সিতে ভূমিকা রাখবে। এছাড়া সামাজিক বৈষম্য হ্রাস ও এলাকা কেন্দ্রিক বিশেষ কোন চাহিদার প্রয়োজনীয়তা খুজে বের করতে সাহায্য করবে এ সফটওয়ার। দেশব্যাপী এ সফটওয়ার ব্যবহার করা গেলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সামষ্টিক তথ্য নির্ভর ও নির্ভূল পরিসংখ্যান প্রস্তুত করাও সম্বভ হবে। সরকারি কোন সেবা একজন ব্যক্তি অবৈধভাবে একাধিকবারর পেয়েছে কিনা সেটাও উঠে আসবে।
এ ব্যাপারে সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য লক্ষী কান্ত সরকার বলেন, আমার এলাকর ২৪ শিক্ষতি ছেলে-মেয়েকে নিয়ে একটা টিম গঠনে করে স্যারের দিকনির্দেশনা অনুযায়ী আমার ওয়ার্ডের প্রত্যেক ব্যক্তিও খানার (পরিবার) তথ্য সংগ্রহ করেছি। পাশাপশি আমি নিজে পুনরায় তথ্য যাচাইবাছাই করে ইউএনও স্যারের কাছে জমা দিয়েছি। যা সফটওয়ারে ইনপুট প্রদান করা হবে।
এ বিষয়ে নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস স্যারের এই ইনোভেটিভ উদ্যোগটি আমার ৮নং ওয়ার্ডে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এটির মাধ্যমে সরকারি সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি দূর হবে। উপযুক্ত ব্যক্তিরাই সেবার আওতায় আসবে।
টোটাল কমিউনিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহার সম্পর্কে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস বলেন, টোটাল কমিউনিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহার করে ব্যক্তির নির্ধারিত জন্মনিবন্ধন নম্বর বা জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে সরকারি দপ্তর থেকে নেওয়া সেবার তথ্য সহজেই পাওয়া যাবে। এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে যেসব সেবা ঐ ব্যক্তি নিয়েছে তার আপডেট তথ্যও এখানে থাকবে। এ সফটওয়ারের সকল তথ্য প্রতিবছরের জানুয়ারি মাসে হালনাগাদ করার সুযোগ রয়েছে। এ সফটওয়ার ব্যবহার করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন প্রকার সরকারি যোগাযোগের দ্বৈততা এড়ানো সম্ভব হবে। যেকোন দুযোর্গের পূর্ব মুহুর্তে অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিকে খুজে বের করা ও জনসম্পদের ক্ষতি হ্রাস করা সম্ভব হবে। পাশাপশি এ সফটওয়ার ব্যাল বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবে। আমরা আশা করি এটির ব্যবহারের মাধ্যমে ভোগান্তি ছাড়াই সেবা প্রদান সহজ করবে।

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার আপন ফুপা রাজুর (৩০) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে বলেছেন। একই মামলায় আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের হালিম উদ্দীনের ছেলে ও মাদ্রাসা ছাত্রীর আপন ফুপা রাজু এবং একই গ্রামের আতাউর রহমানের ছেলে আবেদ আলী।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান মামলার বরাত দিয়ে জানান, গত জুলাই মাসের ২২ তারিখ বিকেল ৫টার দিকে মাদ্রাসা ছাত্রীর বাবা ও মা ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন।

সেই সুযোগে ছাত্রীর আপন ফুপা রাজু তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে রাজুকে ধরে ফেলেন। কিন্তু অপর আসামি আবেদ আলী এসে অস্ত্রের মুখে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় দু’জনকে আসামি করে গত ৮ আগস্ট ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার জন্য আবেদন করে ভুক্তভোগীর পরিবার।

পরে বিচারক বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ মামলাটি গ্রহণ করলে গতকাল বুধবার ওই মাদ্রাসাছাত্রী আদালতে এসে বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। ভুক্তভোগীর পরিবার আদালতে ন্যায়বিচার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, নিজের বোন জামাই হয়েও আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে। মেয়ে ও বোন দুজনই আমার কাছের। আমি প্রথমে কয়েক দিন বুঝে উঠতে পারিনি কোন দিকে যাব। স্থানীয় লোকজন এবং বোনের সঙ্গে কথা বলে আদালতের আশ্রয় নিয়েছি। তাই মামলা করতে এতদিন দেরি হয়েছে। আমি ধর্ষক রাজুর ফাঁসি চাই।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আদালতের নির্দেশ পাওয়া মাত্র মামলা রুজু করা হয়েছে। গতকাল বুধবার (১৭ আগস্ট) মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডুমুরিয়ায় ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়া বাজারের শঙ্খ মহল সিনেমা হলের সামনে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার উখড়া গ্রামের ভিক্ষুক খান জাহান আলী(৬০) আজ সকাল পৌনে ৯ টার দিকে শঙ্খ মহল সিনেমা হলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে চুকনগর গামী
বালু ভর্তি একটি ট্রাক পিছন দিক থেকে খান জাহান আলীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে তার শরীরের পিষ্ট করে দ্রুত গতিতে পালিয়ে যায়। স্হানীয় লোকজন আহতকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান,নিহতের পরিবারের পক্ষ হতে কোন মামলা করতে আগ্রহী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে ঘাতট ট্রাকের কোন সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।তবে অভিযান অব্যহত রয়েছে।

বাগেরহাট প্রেস ক্লাবের আলোচনা সভা ও দোয়া

বাগেরহাট প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো: দেলোয়ার হোসেন, বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব সিরাজুল হক, সাবেক অর্থ সম্পাদক ইয়ামিন আলী, সদস্য আকমল উদ্দিন সাখি প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগেরহাট প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান।

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারীর দন্ড

ফকিরহাট : ফকিরহাটে মাদক বিরোধী টাস্কফোর্স এর পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী ও ধনপোতা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন ও উপ-পরিদর্শক মোসাম্মত রাফিজা খাতুন জানতে পারেন ফকিরহাটের বেতাগায় দুই মাদক কারবারী মাদকসহ অবস্থান করছেন। তথ্য নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মাদক কারবারী দুইজনকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার চাকুলী গ্রামের নুরুল হক নিকারীর ছেলে মো. সিরাজুল ইসলাম নিকারী (২৫) ও ধনপোতা গ্রামের জাকারিয়া শেখের ছেলে মো. আওয়াল শেখ (২৮)। মো. সিরাজুল ইসলামের দেহ তল্লাশী করে ৩০ গ্রাম ও মো. আওয়াল শেখের কাছ থেকে ৪০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাজা পুড়িয়ে ফেলা হয়েছে।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফকিরহাট : বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের বাহিরদিয়া এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাাছের সাথে ধাক্কা লেগে সপ্তম শ্রেণির ছাত্র লাবিব শেখ (১৩) নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা অপর সহপাঠি সাদিক শেখ (১৩) আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ছাত্র দুজন বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টা দিকে রূপসার দিক থেকে ফকিরহাটে আসার পথে বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বটগাছে ধাক্কা লাগে। এতে দুজন গুরুত্ব আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরমধ্যে লাবিব শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত লাবিব শেখ বটিয়াঘাটা নারায়নখালীর কবির শেখের ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ ফকিরহাট ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। সে সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহত অপর সহপাঠী সাদিক শেখ সাতশেয়া গ্রামের ফরিদ শেখের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, অন্য অভিযানে অপ্রাপ্ত বয়সে মটরসাইকেল চালানোর অপরাধে ৩টি মটরসাইকেল জব্দ করেন। মটরসাইকেল কিশোর চালকদের সতর্ক করে ছেড়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপদ রাখতে অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসক বাগেরহাট মহোদয়ের নির্দেশনাক্রমে জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

যশোরে ৬ দোকানিকে জরিমানা

যশোর: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শহরের বিভিন্ন বাজারের মুরগি ও ডিমের দোকানে অভিযান চালিয়েছে। ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ ও বেশি দামে বিক্রি এবং মূল্যতালিক প্রদর্শন না করায় ৫ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
ভোক্তার অভিযানিক দল শহরের জেল রোডের বিভিন্ন ডিমের আড়তে অভিযান চালায়। এ সময় বিসমিল্লাহ ডিম হাউজ ও ভাই ভাই এন্টারপ্রাইজের ডিমের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মামলা দিয়ে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তার অভিযানিক দল শহরের রেল বাজারে অভিযান চালায়। এসময় আব্দুল মান্নান ব্রয়লার হাউজ এবং আনিচ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। ব্রয়লার হাউজে মুরগীর ক্রয় তালিকা প্রদর্শণ না করায় মামলা দিয়ে ২ হাজার ও ডিমের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় আনিচ এন্টারপ্রাইজকে ৫শ’ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এরপর অভিযানিক দল শহরের বড় বাজারের যায়। বাজারের সাদ্দাম ব্রয়লার হাউজের অভিযান চালিয়ে কম দামে মুরগি কিনে বেশি দামে বিক্রি করায় মামলা দিয়ে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

খুলনা অফিস : ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গী সন্ত্রাসীরা দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে বিচারক, আইনজীবী, সাংবাদিক, পুলিশ ও সাহিত্যিক সহ বুদ্ধিজীবীদের সুপরিকল্পিত হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী ও নেপথ্যে কুশীলবদের দৃষ্টানাতমূলক শাস্তির দাবিতে গতকাল ১৭ আগস্ট বিকাল ৪ টায় খুলনা আজম খান কমার্স কলেজের সামনে থেকে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহানগর দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সম্মানীত অতিথি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিক্ষোভ কর্মসূচীতে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মাওলা টিংকু, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মোজাহার হোসেন মোজ, কাজী ইউসুফ আলী মন্টু, গাজী মোফাজ্জেল হোসেন, মোঃ কামরুল ইসলাম, মিঠু দে, মোঃ রাজিব হোসাইন, মো. শহীদুল হাসান, মোঃ জিলহাজ্জ হাওলাদার, ইদ্রিস আলী, মোস্তাফিজুর রহমান কামাল, আশরাফুল আলম বাবু, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নজরুল ইসলাম নবী, মোঃ ইসমাঈল হোসেন ইমন, এস.এম. আসিফ ইকবাল সবুজ, এস.এম. নুর হাসান জনি, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ বুলবুল আহম্মেদ, মোঃ শাহারিয়ার মাহামুদ রিয়াদ, মোঃ তাজমুল হক তাজু, কামরুজ্জামান ইমরান, মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, সংকর কুন্ড, আনন্দ দফাদার, মোঃ দিদারুল আলম, মোঃ আকরাম হোসেন, মোঃ ইব্রাহীম মোড়ল, মোঃ নয়ন সরদার, লিটন মাহামুদ, মোঃ জাহাঙ্গীর হাসান, ইমতিয়াজ হাসান রানা, মোঃ জুয়েল শেখ, মোঃ ইব্রাহীম শেখ, মোঃ শরিফুল ইসলাম বাবু, শেখ ইসরাফিল, আলোক বিশ্বাস, নুর ইসলাম খান বিপ্লব, নাসির উদ্দিন, রুম্মান আহম্মেদ, আতিকুর রহমান সোহাগ, শেখ আরিফুল ইসলাম অনিক, মোঃ সালমান জাহান, সুমন হাওলাদার, মোঃ শাহারিয়ান নেওয়াজ, রাহাত আলী মোড়ল, মোঃ রাকিবুল ইসলাম, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম কাজল, আসাদুল ইসলাম সানি, মোঃ শহিদুল শিকদার সিহাব, মোঃ মাহাবুব মোর্শেদ লেমন, মোঃ ফরিদুজ্জামান, মোঃ রফিক, মোঃ রায়হান উদ্দীন, শাজাহান শিকদার, সেলিম মৃধা, তাপস রায় চৌধুরী, উজ্জল মন্ডল, সাকিব হাসান, নাজমুল হক, মোঃ আমিরুল ইসলাম বাবু, মোঃ আব্দুল্লাহ আল মামুন পিয়াল, আবুল বাশার খোকন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ হাফিজুর রহমান সুমন, মোঃ রফিকুল ইসলাম শাওন, মোঃ শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম অনিক, মোঃ শাহীন আলম, মোঃ রফিকুল রহমান মারুফ, শেখ ইমরান হোসেন, উজ্জল মোল্লাা, রুপম তালুকদার, জাহিদুল ইসলাম, সোহাগ হোসেইন, মোঃ সোহেল রানা, মোঃ হাবিবুর রহমান, মোঃ সোহেল মিয়া, মোঃ সোহাগ গাজী, মোঃ নাইম দেওয়ান, মোঃ মিজান, কাজী তাসকিন আহম্মেদ শরীফ, এ.কে.এম. জান্নাতুল ফেরদৌস, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ কবির হোসেন, মোঃ বায়োজিত হোসেন, মোঃ মাহাবুব, মোঃ মাসুদ চৌধুরী, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ আনিস শেখ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ নিয়াজ মোর্শেদ, মোঃ স¤্রাট হাওলাদার, আবুল কালাম খন্দকার, নওয়াব আহম্মেদ, মোঃ হারুন-অর-রশিদ, হাফেজ, মোঃ আশিকুর রহমান, লতা আক্তার প্রীয়া, সুমন দত্ত, হুমায়ুন কবির শাকিব, দীন ইসলাম টুটুল, তুষার সরকার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাকলু, আলী আজগর, খান মোঃ রফিক, মোঃ ইমরান হাওলাদার, মোঃ মাসুম হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জিল্লুর রহমান, মোঃ আরিফুল ইসলাম টুটুল, মোঃ তাসমিম হাসান, মোঃ হারুন-অর-রশিদ রাজা, এনায়েত হোসেন, মতিয়ার রহমান মতি, বেল্লাল হোসেন, মারুফ হোসেন, মোঃ হাসিব হোসেন, মোঃ নাঈম হাসান, মোঃ লোকমান সরদার, মোঃ ফরহাদ হোসেন, শেখ শফিকুল ইসলাম,মোঃ আলিফ ভূঁইয়া, সাজেদুল ইসলাম মুন্সি, মুন্সি মোঃ শামিম, মীর ইমরান, নাসির উদ্দীন, মাফুজুর রহমান জনি, নুর মোহাম্মদ ময়না, গফ্ফার মোড়ল, মোঃ নান্নু, মোঃ শওকাত হাওলাদার, মোঃ হাসানুর শেখ, শেখ মুরাদ, রিহান মোল্লা, নাসির মৃধা, মোঃ ছাইদ, মোঃ রাজিব মোল্লা, মোঃ হানিফ শেখ, মোঃ ইকবাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম রাসেল, মেখ মো: বাদল ঢালী, মুরাদ হোসেন, শেখ মাহামুদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম বাদশা, জামশের আলী নাঈম, মোঃ ফারুক হোসেন, মোস্তফা কামাল, মোঃ নাসির হোসেন, ফারুক মুন্সি, গাজী সোহেল কবির, মোঃ মামুন শেখ, সুব্রত মিস্ত্রি, সিরাজুল ইসলাম অপু, শেখ আব্দুল কুদ্দুস, ইব্রাহীম গাজী, মীর রবিউল আলম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হিরোজ সরদার, শেখ মোঃ কিবরিয়া, শেখ ইমরান, রাকিব হাসান তুষার প্রমুখ্য;