বটিয়াঘাটা কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার ফুলতলা এলাকায় সদ্য বিচ্ছেদ হওয়া আবির রায় (২৫) নামে এক তরুণ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার পলাশ রায়ের পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টার দিকে।পারিবারিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে প্রকাশ, উক্ত আবির রায় গত ২/৩ মাস পূর্বে ওই একই এলাকার জনৈক এক তরুণীকে ভালোবেসে বিয়ে করে।এতে বিপত্তি সাধে তরুনীর মা।কিছুদিন যেতে না যেতেই তরুণী হাতের শাঁখা ও সিঁদুর খুলে ফেলে আবিরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।কিন্তু আবির এটা মন থেকে মেনে নিতে না পারায় শুক্রবার সকালে কীটনাশক পান করে। পরিবারের লোকজন এটা আঁচ করতে পেরে তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বটিয়াঘাটায় বর্নাঢ্য শোভাযাত্রা

বটিয়াঘাটা প্রতিনিধি: পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বটিয়াঘাটায় এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা বাজার নাট মন্দির ও ছিলিন্দামারী জগতমাতা মন্দির উদযাপন কমিটি শোভা যাত্রার আয়োজন করেন। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এম পি। অংশ নেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পুজা উদযাপন পরিষদের সিঃ সহ- সভাপতি প্রতাপ ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যুবলীগনেতা অনুপম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলীগনেতা বিবেক বিশ্বাস, আলীগনেতা ব্যবসায়ী চয়ন বিশ্বাস,হিন্দু বৌদ্ধ – খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি আলীগনেতা অধ্যাঃ মনোরন্জন মন্ডল,খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার চন্দনা বিশ্বাস,হরিগুরুচাঁদ ট্রাষ্টের সভাপতি অধ্যাঃ পঞ্চানন মন্ডল,অধ্যাঃ দীপক কুমার মজুমদার,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধীমান মন্ডল,এপিপি এ্যাডঃসন্জয় পাল,ব্যাংক কর্মকর্তা শ্রী কুমার রায়,চিত্রা বিশ্বাস,অবঃ ব্যাংক কর্মকর্তা শেখরেন্দু বিশ্বাস,অবঃ ব্যাংক কর্মকর্তা প্রকাশ রায়, অবঃপ্রকৌশলী মনিন্দ্র নাথ হাওলাদার, বিভাগীয় প্রানীসম্পদ কর্মকর্তা’র প্রধান সহকারী বিধান ঘোষ,জেলা জজ আদালতের স্টাফ বঙ্কিম রায়,অবঃওয়ারেন্ট অফিসার প্রশান্ত মল্লিক,ডাঃ শচীন্দ্র নাথ শীল, শিক্ষক ত্রিবেনী মন্ডল,শিক্ষক তরুন কান্তি রায়,শিক্ষক অনিমা রায়, শিক্ষক লক্ষণ রায়,শিক্ষক কাকলি মল্লিক,শিক্ষক নিভা রায়, শিক্ষক গঙ্গাচরন বিশ্বাস,শিক্ষক নর নারায়ন রায়,শিক্ষক ধর্মদাস মল্লিক,রানার্স গ্রুপের উপদেষ্টা প্রসূন রায়,সভাপতি প্রদীপ হীরা,সাধারন সম্পাদক নৃপেন বিশ্বাস, আলীগনেতা অলোক মল্লিক,বেতার শিল্পী মনিষা মন্ডল,ব্যবসায়ী বিধান মল্লিক,ব্যবসায়ী দেব প্রসাদ রায়,ব্যবসায়ী শান্তনু মন্ডল ছুটুল,ব্যবসায়ী সুখদেব সাহা,ব্যব্যবসায়ী গৌরাঙ্গ সাহা,ব্যবসায়ী উজ্জ্বল দত্ত,ব্যবসায়ী দ্বিগবিজয় বিশ্বাস,রত্না রানী ঘোষ,ব্যবসায়ী মিল্টন সাহা,ব্যবসায়ী কার্তিক রায়,যুবলীগনেতা সাধন বিশ্বাস ইন্দ্রজিৎ রায়,পৌরহিত বৃতি সুন্দর চক্রবর্ত্তী,বাঁধন রায়,অরিত্র ঘোষ,প্রজ্ঞা মন্ডল, শ্রীজা ঘোষ,অর্ক সরদার,ধৈর্য্য মন্ডল,সূর্য্য মন্ডল প্রমূখ। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধানসড়কসমূহ প্রদক্ষিণ করে।বিকালে নাট মন্দির প্রাঙ্গনে ভাগবত পাঠ করা হয়।এছাড়াও উপজেলার চক্রাখালি গৌড়িয় গৌর নিতাই সেবাশ্রম, সাচিবুনিয়া মন্দির, লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের আয়োজনে অনুরুপ বর্নাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত থাকবে-নারায়ণ চন্দ্র চন্দ এমপি

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমানকাল থেকে চলে আসা এ ঐতিহ্য বজায় থাকলে দেশের উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত থাকবে। শুক্রবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌর হরি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ দাস। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রাণী সরকার, ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কৃষ্ণ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিৎ কুমার ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী, তাপস কুমার বোস, প্রনব কুমার বসু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিৎ বসু, অজয় নন্দী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রেমচাঁদ দাস, রবীন বোস, বিশ্বনাথ মন্ডল, বিদ্যুৎ স্বর, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, সীতা রায়, দীপ্তি দত্ত,  সঞ্চয় দত্ত, শেখর সুর, চিত্তরঞ্জন মন্ডল, রনজিৎ বোস, রবীন কুন্ডু, অশোক মন্ডল, বিদ্যুৎ রায়, সুব্রত বিশ্বাস, রাজ কুমার বিশ্বাস, আপন রায় প্রমুখ। পরে ফুলতলা সরকারি মহিলা কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।