দাকোপে প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা

দাকোপ প্রতিনিধিঃ বাল্য বিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার লাউডোপ ইউনিয়নের বুড়িরডাবুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার উপপরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত। বক্তৃতা করেন লাউডোপ ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকাসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সুধীসমাজ, অভিবাবক মন্ডলী ও শিক্ষার্থীরা। সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন।

দাকোপে ভ্রাম্যমানে আদালতে মাদকসেবীকে সাজা

দাকোপ প্রতিনিধিঃ গাজা সেবনের অপরাধে দাকোপে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজিজ খাঁ নামে এক ব্যক্তিকে ১ সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বানিশান্তা ইউনিয়নে মাদকদ্রব্য বিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বানিশান্তা গ্রামের মৃতঃ হোসেন খাঁ এর পুত্র আব্দল আজিজ খাঁ তার বসতবাড়ির খাটের উপর বসে গাজা সেবন করছিলো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা ২০ গ্রাম গাজাসহ তাকে আটক করে। পরে বিকাল ৫ টায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ী আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার উপপরিচালক মিজানুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্ষমতায় টিকে থাকতে সরকার ভারতের কাছে দয়া ভিক্ষা করছে

ক্ষমতায় টিকে থাকতে সরকার ভারতের কাছে দয়া ভিক্ষা করছে- দাকোপে আাজিজুল বারী হেলাল
দাকোপ প্রতিনিধিঃ বর্তমান নিশী রাতের সরকার এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্য মূল্যের লাগামহীন উদ্ধগতিতে মানুষ আজ দিশেহারা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলনে জনবিষ্ফোরন দেখে সরকারের পেটুয়া বাহিনী ভোলায় শহীদ জিয়ার সৈনিকদের পাখিরমত গুলি করে হত্যা করছে। এত কিছু করেও যখন শেষ রক্ষা হবেনা বুঝতে পেরে তারা এখন ক্ষমতায় টিকে থাকতে শেষ অস্ত্র হিসাবে ভারতের কাছে দয়া ভিক্ষা করছে।
সোমবার বিকাল ৪ টায় দাকোপে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যুপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভার যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ আমির এজাজ খান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচীব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিক্কার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু, শেখ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, এনামুল হক সজল, মোঃ আরিফুর রহমান, নাজমুর সাকিব পিন্টু, শেখ আলী আসগর, রফিকুল ইসলাম বাবু, আনিসুর রহমান, সুলতান মাহমুদ, মশিউর রহমান লিটন, তাসলিমা খাতুন ছন্দা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, মোল্যা রিয়াজুল ইসলাম, আব্দুর রহমান, আবুল কাশেম, শহিদুল ইসলাম, আবু সাইদ, চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ শাকিল আহমেদ দিলু, উপজেলা বিএনপিনেতা দীপক সরদার, আলামিন সানা, আঃ বারিক গাজী, গাজী জাহাঙ্গীর আলম, রউফ সরদার, মানস গোলদার, রহিম হাওলাদার, হালিম হাওলাদার, শামিম হাসান, শফিক মোল্যাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির সদস্য সচীব আব্দুল মান্নান খান এবং শেখ মোজাফ্ফার হোসেন।

বিআরটিতে ৯ বছরে ঝরেছে ১১ প্রাণ মেট্রোতে ৩ অর্থনৈতিক ক্ষতি ৭ হাজার কোটি 

ঢাকা অফিসঃ ২০১২ সালে উদ্বোধনের পর থেকে গত ৯ বছরে ১১ প্রাণ ঝরেছে, আহত হয়েছে ২৭৮ জন এবং ৪ হাজার ২৬৮ কোটি টাকার বিআরটি প্রজেক্টে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৪ হাজার ৮২১ কোটি ৬৪ লাখ টাকা। অন্যদিকে ২০১৬ সালে শুরু হওয়া ৫২ হাজার ৫৬১ কোটি টাকার মেট্রোরেল প্রকল্পে প্রাণ ঝরেছে ৩ জনের আহত হয়েছেন ৮৬ জন এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে ২ হাজার ১৪০ কোটি ১২ লাখ টাকা। বিআরটি প্রকল্পের সীমাহীন অব্যবস্থাপনা আর ঠিকাদারদের দায়িত্বে অবহেলা, প্রজেক্ট কর্তাদের অদক্ষতায় ২৯ হাজার ৫১২ কর্মঘন্টা অপচয়ের পাশাপাশি সবচয়ে নির্মম হলেও সত্য যে এ্যাম্বুল্যান্সে থাকা মুমূর্ষ রোগিদের মধ্য থেকে হাসপাতালে যাওয়ার পথে যানজটেই প্রাণ হারিয়েছেন ১২৬। অসহনীয় দুষণের কারণে অসুস্থ্য হয়েছেন নয় বছরে ৩ হাজার ৫৬২। প্রায় একই অবস্থা ৭ বছর ধরে চলমান চরম বিদ্যুৎ সংকটের দেশে বিদ্যুৎ দ্বারা পরিচালনার পরিকল্পনায় নির্মিতব্য মেট্রোরেল প্রজেক্টের কারণে। ১১ হাজার ৮৬০ কর্মঘন্টা অপচয়ের সাথে সাথে এ্যাম্বুলেন্সে থাকা ৫৪ রোগি দ্রুততম সময়ে হাসপাতালে পৌছতে না পারায় বিনাচিকিৎসায় মৃত্যু বরণ করেছেন। ভয়াবহ পরিবেশ দূষণের কারণে অসুস্থ্য হয়েছেন ৩ হাজার ৫৬২ জন। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণাধর্মী সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা আরো জানান, বিআরটি প্রকল্পটি ২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও মূলত কাজ শুরু হয় ২০১৩ সালে। যদি দ্রুত সময়ের মধ্যে সুচারুরুপে চলতি বছরের মধ্যে শেষ না করা হয়; আগামী বছর বিআরটির সাথে সাথে মেট্রোরেল প্রজেক্টটি হবে ব্যস্ততম ঢাকায় মরার উপর খড়ার ঘা।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, শওকত হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী উল্লেখ করেন, এই ২ প্রজেক্টের প্রতিটি পরিকল্পনাকারী এবং কর্তাদের উচিৎ হবে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রুপরেখাকে সত্যিকার্থেই বাস্তবায়নের জন্য সতর্কতার সাথে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা। যাতে করে উপকার হোক বা না হোক অপকার যেন না হয় আর; আর যেন কোন প্রাণ না যায় অযাচিত অব্যবস্থাপনায়।

একই সাথে সেভ দ্য রোড নেতৃবৃন্দ মেট্রোরেল ও বিআরটি প্রকল্প চলাকালিন সময়ে এয়ারপোর্ট, উত্তরা,  রামপুরা, বাড্ডা, কাওরান বাজার, ফার্মগেট, মিরপুর, শাহবাগ, মহাখালী, গুলশান, বনানী, ধানমণ্ডি, শ্যামলী, গাবতলী, সাতরাস্তা মোড়, মগবাজার, গুলিস্তান, পুরান ঢাকা, নিউ মার্কেট, সায়েদাবাদ যাত্রাবাড়ী এলাকায় বিশেষ টিম সার্বক্ষনিক সতকর্তার জন্য নিয়োগের দাবি জানান। একই সাথে রাজধানীতে ৩ কিলোমিটার অন্তর ‘পুলিশ বুথ’ স্থাপনের মাধ্যমে ধর্ষণ-খুন-নৈরাজ্য-ছিনতাই প্রতিহত করা সম্ভব।

ঠাকুরগাঁওয়ে পুকুরের পড়ে এক শিশুর মৃত্যু

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে পড়ে ১৮ মাস বয়সী আবদুল্লাহ মুসারল্লিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ আগষ্ট ) সকাল সাড়ে ১১টার সময় ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলার খঞ্জনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবদুল্লাহ মুসারল্লিন উপজেলার খঞ্জনা গ্রামের আইনুল হকের ছেলে। স্থানীয়রা সূত্রে জানা যায়, রোববার সকালে শিশুটির মা গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এসময় বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল একসময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে নিজ একটি পুকুরের কাছে গেলে সেখানে পানিতে পড়ে যায়। ঘণ্টাখানেক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির উঠানের পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান। তখন এলাকার লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

সুন্দরবনের সাতক্ষীরায় ৬৫ ও ভারতে ১১ জেলে উদ্ধার-ট্রলারসহ বহু জেলে নিখোঁজ

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরাঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে দূর্যোগের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৬৫ জেলে উদ্ধার হয়েছে। যার মধ্যে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করেছে ৪১জন জেলেকে। এছাড়া ঝড়বৃষ্টিতে ভারতের জলসীমায় হারিয়ে যাওয়া ২৪ জেলে উদ্ধার করে বন বিভাগের কাছে বুঝিয়ে দিয়েছে ভারতীয় জেলেরা। এছাড়াও ভারতের জেলেরা কমপক্ষে ১১ জনকে সেদেশের কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী এসিএফ একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে ১৮ অগস্ট বৃহস্পতিবার থেকে দূর্যোগের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায় ৪১ জেলে। এসব জেলেকে শনিবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভায়রণ্যে ভাসতে দেখে তাদের উদ্ধার করে এবং তাদের বক্তব্য অনুযায়ী তাদের হাতছাড়া হওয়া তিনটি সাগরগামী নৌকাও খুঁজে বের করে উদ্ধার করে। তাদেরকে সন্ধ্যায় উদ্ধার করে সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়েছে। রাতের খাবার দেয়া হয়েছে এবং তাদের বক্তব্য লেখাবন্দি করে মুক্ত করে দেয়া হয়।

তিনি আরও জানান, একইভাবে নিখোঁজ হওয়া ২৪ জেলে নৌকা হারিয়ে ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। যা ভারতীয় জেলেদের নজরে পড়লে তারা এসব বাংলাদেশী জেলেদের উদ্ধারপূর্বক বনবিভাগের হলদেবুনিয়া অফিসে হস্তান্তর করে। ওই ২৪ জেলে বর্তমানে হলদেবুনিয়াতেই বনবিভাগের কাছে নিরাপদে আছে। তাদেরকে নিয়ে আসতে সকালে  সাতক্ষীরা বুড়িগোয়ালিনী স্টেশনের একটি নৌযান রওয়ানা দিয়েছে। উদ্ধার হওয়া এসব জেলে বরগুনা, পিরোজপুরসহ দেশের বিভিন্ন উপকূলীয় জেলার বাসিন্দা।

 নিখোঁজ ট্রলারের মালিক ও জেলে পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ১০২জন জেলে নিয়ে ৬টি ট্রলার খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জ্বালানি নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দেয়। বুধবার দুপুর পর্যন্ত জেলেদের সঙ্গে তাঁদের স্বজনেরা মুঠোফোনে কথা বলেছেন। তবে ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁদের মুঠোফোনে পাওয়া যাচ্ছে না।

সাতক্ষীরায় নরেন্দ্র মুন্ডাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ কামাল উদ্দীন সরদার, সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরের ধুমঘাটে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের জমি জবর দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় নরেন্দ্র মুন্ডাকে হত্যা, তিন নারীসহ একাধিক ব্যক্তিকে আহত, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের ব্যানারে রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানব বন্ধন কর্মসুচি পালিত হয়।
মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী মরিয়ম মান্নান, জোছনা দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসি মুন্ডা সম্প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইনে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তর যোগ্য নয়। অথচ শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের রাশেদুল ও এবাদুল ধুমঘাটের মুল্লুক চাদ মুন্ডার আট বিঘা জমি জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে শুক্রবার সকালে তা জবরদখলের চেষ্টা করে। সেখানে বসবাসরত ২২টি মুন্ডা সম্প্রদায়ের মানুষজনকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে চষে তা নষ্ট করে দেওয়া হয়। বাধা দেওয়ায় নরেন্দ্র মুন্ডাসহ তন নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। ভাংচুর ও লুটপাট করা হয় তাদের বাড়ি ঘর। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নরেন্দ্র মুন্ডা মারা যায়। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বক্তারা আরো বলেন, এ হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা শুকুর আলী ও যুবলীগ নেতা ফিরোজ হোসেনসহ বংশীপুরের অনেকেই জড়িত। বক্তারা এ সময় অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

তালায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের পিতাকে জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় কিশোরীকে (১৫) বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস তাকে জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তালা উপজেলার মানিকহার গ্রামের মোকফুর রহমানের মেয়ের সঙ্গে নগরঘাটা গ্রামের মোহাম্মদ সিরাজুলের ছেলে আব্দুল আওয়ালের বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার রবিবার দুপুরে ওই কিশোরীর বাড়িতে অভিযান চালান । এ সময় উপস্থিতি টের পেয়ে বরযাত্রী, কাজী ও কনের বাড়ির সব পুরুষ পালিয়ে যান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের পিতাকে বিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের পিতাকে  ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বরের বাড়িতে যেতে দেবেন না এবং বরকেও কনের বাড়িতে আসা-যাওয়া করতে দেবেন না মর্মে মুচলেকা নেন। অভিযানকালে থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি আদালতকে সহযোগিতা প্রদান করেন।
ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, তালা উপজেলায় বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উপজেলায় বাল্য বিবাহের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও কাজিকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ ও বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালের আগল ঝড়ায় প্রায় দুলক্ষ্য টাকার কারেন্ট জাল জব্দ

এ এইচ অনিক বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার আগল ঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আশকোর,বাগধা খেজুরিয়া বাগধা, বিল সহ কয়েকটি বিলে অভিযান চালিয়েছে আগল ঝাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর। এসময় বিল গুলো থেকে প্রায় দু লক্ষাধিক টাকার চায়নিজ জাল ও কারেন্ট জাল জব্দ করা হলেও কোনো জেলেকে আটক বা জেল জরিমানা করা হয়নি। সকাল ৬টা থেকে টানা অভিযান চালিয়েছেন  উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।অভিযান কালে আমাদের প্রতিনিধিকে বলেন, সারাদেশের ন্যায় গত কয়েকদিন ধরে আমাদের আগল ঝাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে কয়েক লক্ষ্য টাকায় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে উপজেলা প্রশাসনের সহায়তায় পোড়ানো হলেও অসাধু কিছু জেলেদের বা মৎস্য শিকারীদের থামানো যাচ্ছেনা, তাই আমাদের এ অভিযান অবহৃত আছে। আজও দুটি বিলে অভিযান চালিয়ে প্রায় দু লক্ষ্য টাকার জাল জব্দ করেঝি এগুলো আজই পুড়িয়ে ধ্বংস করাহবে।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ আগে আমরা অনেক মাছের দেখা পেলেও অসাধু কিছু মৎস্য শিকারীদের কারনে অনেক মাছ প্রায় বিলুপ্তির পথে, তাই এধরণের অভিযানে জন্য সাধুবাদ জানাই।

এই অঞ্চলের মানুষের এখন আর সর্বহারাদের কবলে পড়তে হয় না -সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলো, তারই সুযোগ্য কন্যা এদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, দেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকার মানুষের এখন আর সর্বহারাদের কবলে পড়তে হয় না। শুনতে হয় না সন্তান হারানোর করুণ আর্তনাদ।
তিনি আরও বলেন, কোন অপশক্তি এ দেশের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
রোববার (২১ আগস্ট) দিঘলিয়া উপজেলায় দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে, বারাকপুর ইউনিয়ন এর কামারগাতী-আড়ুয়া সড়ক, বারাকপুর বাজার-আড়ুয়া সড়কের কাজ ও দিঘলিয়া ইউনিয়নের সুতিরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, এমপি’র নিজস্ব অর্থায়নে দিঘলিয়া উপজেলার গৃহহীনদের ঘর নির্মাণ কাজের চতুর্থ কিস্তির টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ, ম, আব্দুস সালাম,  জাহাঙ্গীর হোসেন মুকুল, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সেলিম মল্লিক, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক শেখ ইকতার হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মোল্লা মোকসুদুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, সহ সভাপতি শেখ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, গাজী সগির হোসেন পাভেল, হাসান মাহমুদ রাকিব, রানা মোল্লা, রুবেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাখী বেগম, নাসরীন আক্তার হীরা, সালমা খাতুন, সাবিনা ইয়াসমিন, নয়ন তারা, ফাতেমা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মিরাজুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মনির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল সরদার, সাবেক আহ্বায়ক মোল্লা হামিম হোসেন, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, সাধারণ সম্পাদক ইসরাইল চৌধুরী, সুমন শেখ, চঞ্চল, তবিবুর রহমান, আল-আমীন শেখ প্রমূখ।