ফুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই কলেজ ছাত্রের

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রান গেল দুই কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা -যশোর মহাসড়কের রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয় সামনে। নিহতরা হলো অভয়নগর উপজেলা তালতলা এলাকার রাজিবুল সরদারের পুত্র তাজদিকুর রহমান সাদ (১৮) ও ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মুছা শেখের পুত্র রাজ শেখ (১৬)। তারা দুজনই অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রথমবর্ষের ছাত্র বলে জানা গেছে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তাজদিকুর রহমান রাজের জন্মদিন ছিল আজ । ২০তম জন্মদিনটি আনন্দঘন করতে বিকালে আকিজ সিটিতে ছিল জন্মদিনের উৎসব। উৎসব পালন শেষে রেজিষ্ট্রেশনবিহীন সুজুকি মোটর সাইকেলযোগে দুই বন্ধু ফুলতলা ঘুরে আবার তালতলার দিকে যাচ্ছিল। খুলনা-যশোর মহাসড়কের রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছলে একটি গ্যাসের গাড়ি অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই আফিল ব্রিকসের ট্রাকের (যশোর-উ-১১-০০৪৫) সাথে মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ, নওয়াপাড়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে হাইওয়ে পুলিশ এস আই শাহ আলম বলেন, মটর সাইকেলের আরোহী দুই জনই ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকটি আটক এবং এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করা হয়। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।

 

ফুলতলায় ইউএনও সাদিয়া আফরিনের তড়িৎ পদক্ষেপে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির আসামী আটক

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের তড়িৎ পদক্ষেপে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানিকারী লম্পট জাকির হোসেন (৪০) কে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করলে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলার যুগ্নিপাশার দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া ছাত্রী (১৩) গত রোববার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই এলাকার আক্কাস আলী মোড়লের পুত্র জাকির হোসেন তার শ্লীলতাহানী ঘটায়। ভুক্তভোগী ্ওই পরিবার গত ৩ দিন ধরে থানা পুলিশে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ফলে বুধবার দুপুরে তারা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনকে বিষয়টি জানালে তিনি তৎক্ষনিকভাবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে সন্ধ্যায় লম্পট জাকিরের বাড়ি হানা দেয়। এ সময় কৌশলে জাকির হোসেনকে করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শ্লীলতাহানির কথা স্বীকার করে। এ ব্যাপারে যুগ্নিপাশা গ্রামের মৃতঃ মোকছেদ মোড়লের পুত্র রিকাবুল মোড়ল বাদি হয়ে জাকির হোসেনকে আসামী করে ফুলতলা থানায় মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, ফুলতলা উপজেলায় ইভটিজিং, শ্লীলতাহানি ও বাল্য বিবাহের কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।