মোল্লাহাটে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা

মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, পল্লি বিদ্যুৎ এজিএম মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, উম্মে হামিমা সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা প্রমুখ

সাতক্ষীরায় সাংবাদিক সন্তানদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবে সদস্যদের ছেলে-মেয়ে এস এস সি ২০২২ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় এ উপলক্ষে সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোজাফ্ফর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন দৈনিক সাতনদি পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ- সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মোকছুমুল হাকিম, সাংবাদিক মনিরল ইসলাম মনি,  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ইদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, অসীম বরণ চক্রবর্তী, রেজাউল ইসলাম প্রমুখ। এসময সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

প্রসঙ্গত:২০২২ সালে এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা প্রেসক্লাবের ৮ জন সদস্য সাংবাদিকের ছেলে ও মেয়ে গোল্ডেন এপ্লাস পেয়ে সফলতার স্বাক্ষর রাখে। এসব সাংবাদিক সন্তানদেও নিয়ে সাতক্ষীরা প্রেসব্লাব এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান শেষে দেড় শতাধিক শিতার্ত অসহায় মানুষের মাঝে সংসদ সদস্য বীম মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রেসক্লাবের আয়োজনে কম্বল বিতরণ করেন।

ডাঃ খন্দকার জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞপ্তি : খুলনার খ্যাতিমান উন্নয়ন বিশেষজ্ঞ, রূপান্তর-এর জ্যেষ্ঠ কর্মী মরহুম ডাঃ খন্দকার জহুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন নবীন উন্নয়নকর্মীদের জন্য এক জীবন্ত পাঠশালা। তিনি খুলনাঞ্চলের উন্নয়ন সংগঠনসমূহের এগিয়ে যাবার পেছনে যে অবদান রেখেছেন তা’ চিরস্মরণীয় হয়ে থাকবে। রূপান্তর তার দেখানো পথেই সামনে এগিয়ে যাবে।

আজ বিকেলে নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সংস্থার সিনিয়র কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সাঞ্চালনায় আলোচনায় অংশ নেন রূপান্তর থিয়েটারের পরিচালক মিজানুর রহমান পান্না, প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, সিনিয়র কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, কার্তিক রায়, কাজী মফিজুর রহমান, সুবল ঘোষ টুটুল, দিপ্তী রায়, শরীফুল বাসার, দীপঙ্কর মণ্ডল প্রমুখ।

সভায় বক্তারা তার আত্মার শান্তি কামনা করে বলেন, তার মৃত্যুতে খুলনার উন্নয়ন অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা’ এখনও পূরণ হয়নি। তিনি যে পথ দেখিয়ে গেছেন তা’ অনুসরণ করতে রূপান্তর দৃঢ় প্রতিজ্ঞ। রূপান্তর যতদিন বেঁচে থাকবে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন ততদিন।

মোল্লাহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির ইন্তেকাল

মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কাহালপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত রবিবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার স্ত্রী, ৩ পুত্র ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার(৩০ জানুয়ারি) দুপুরে কাহালপুর আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আটজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মোল্লাহাট প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির শোক

বিজ্ঞপ্তি : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবুর মাতা মোমেনা বেগম (৮৩) গতকাল রাতে নিজ বাড়ী বসুপাড়া এরশাদ আলী লেনে ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, মোঃ নিজাম-উর রহমান লালু, শাহীন জামাল পন, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পন, এ্যাড. কুদরত-ই-খুদা, জেড এ মাহমুদ ডন, অধ্যাপক মোঃ আবুল বাসার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, মামনুরা জাকির খুকুমনি, শেখ মোশাররফ হোসেন, মোঃ মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকতার উদ্দিন পান্নু, মোঃ খলিলুর রহমান, এস এম আসাদুজ্জামান মুরাদ, শেখ আবিদ উল্লাহ্, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ রশীদ, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ মিজানুর রহমান টিংকু, আব্দুস সালাম, ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, কাউিন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, শিকদার আব্দুল খালেক, প্রমিতি দফাদার প্রমুখ।

যশোরে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবিরের আয়োজন

যশোর অফিস : যশোরে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী তাদের চিত্রকর্মসহ অংশ নেবেন। গতকাল মঙ্গলবার দুপুরে প্রাচ্য আকাদেমি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রদর্শনীর মূল আয়োজক সর্ব ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। প্রাচ্যসংঘের সহযোগিতায় এই চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির অনুষ্ঠিত হবে সংগঠনের ক্যাম্পাস জুড়ে। মৈত্রী চিত্রভাষ নামে এই প্রদর্শনী ও শিল্প শিবিরের উদ্বোধন করবেন প্রয়াত তরুণ শিল্পী সোহেল প্রাণনের মা সালেহা বেগম।

সংবাদ সম্মেলনে বেনজীন খান আরো বলেন, মৈত্রী চিত্রভাষ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন তৈরী করবে। নানা বৈচিত্র ও কৃষ্টির ভান্ডার ভারতের সাথে আমাদের সংস্কৃতির আদান প্রদান ঘটবে। তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তিনি বলেন, সমস্ত ট্যাবু ভেঙ্গে আমাদের বিশ্ব মানুষের কাছে যেতে হবে। আমাদের সবার আগে মানুষ হতে হবে।

সংবাদ সম্মেলনে কবি সাইদুর রহমান, আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মূল আয়োজক সর্ব ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ১৯৭৬ সালে ২৩ জানুয়ারি কলকাতায় প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি নৃত্য, নাটক, সঙ্গীত এবং চারুকলা পরীক্ষার বোর্ড হিসেবে কাজ করছে। যা পশ্চিমবঙ্গ দৃশ্যকলা আকাদেমি, রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত।

কালিগঞ্জে শিক্ষক আলহাজ্ব আব্দুল মালেকের ইন্তেকাল

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলনের পিতা আলহাজ্ব আব্দুল মালেক মঙ্গলবার সকাল আটটার দিকে খুলনার আদদীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার আসরবাদ খুব্দীপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিক্ষক আব্দুল মালেকের দাফন সম্পন্ন হয়েছে। মাওলানা মোহাম্মাদ আলির ইমামতিতে জানাজা নামাজে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও আলেমে দ্বীন সহ বহু গুণগ্রাহী উপস্থিত ছিলেন। প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে অগনিত ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সন্ত্রাস দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে সকল বিষয়ে প্রকাশ্য মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ডিএম সি ক্লাবের মাঠে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর ম্ুিক্তযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান। এ সময় তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তেমনি সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে। আপনাদের এলাকায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বীর ম্ুিক্তযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, ডিএমসি ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল হাই, উপজেলা ওলামা লীগের সভাপতি মুফতী মুহাদ্দিস মাওঃ আব্দুর রহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক বাবলা আহম্মেদ প্রমুখ।

কেপিআই অধ্যক্ষের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

বিজ্ঞপ্তি : খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের (কেপিআই) ছাত্রাবাস দীর্ঘদিন বন্ধ থাকায় তা পুনরায় চালু ও ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম নিয়ে কেপিআই এর প্রাক্তন শিক্ষার্থী, আইডিইবি’র নেতৃবৃন্দ ও কেপিআই এর ছাত্র-শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের একটি বৃহৎ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে বর্তমানে চার হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে। অথচ দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আপাতত  ছাত্রাবাসের ব্যবস্থা নেই। কেপিআইতে যে চারটি ছাত্রাবাস রয়েছে তা ২০০৯ সালের জুন মাস থেকে প্রায় ১৪ বছর ধরে বন্ধ। ছাত্রাবাস না থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়ছে। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েই চলেছে।

এই সকল বিষয় তুলে ধরেন, খুলনা জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা, মোঃ বরকত হোসেন, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ এর খুলনা জেলা সভাপতি  সোহেল হাসান রুমি, সাধারণ  সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সভাপতি আশিকুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ নবাব, শাওন হোসেনসহ শিক্ষকবৃন্দ অন্যান্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।

তালায় শিক্ষা প্রতিষ্ঠানে উপর্যুপরি চুরিতে জনমনে ক্ষোভ

তালা প্রতিনিধি : কয়েকদিনের ব্যবধানে তালা উপজেলার খেশরা ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চুরি সংঘঠিত হয়েছে। সোমবার রাতে মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২টি ফ্যান ও শৌচাগারের যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যাবার চেষ্টা করে চোরচক্র। এ সময় এলাকাবাসী টের পেলে চোরচক্র ১টি সাইকেল, ১টি পরিধেয় হলুদ রঙের হুডি, ১টি টর্চলাইট, গামছা, জুতা, ব্যাগ, দড়ি প্রভৃতি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে উদ্ধারকৃত মালামাল আলামত হিসেবে জব্দ করে নিয়ে যায়। এদিকে অব্যাহত চুরির ঘটনায় জনমনে দারুণ ক্ষোভের সঞ্চার হয়েছে।

সরেজমিনে জানা যায়, ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা কলেজের সাইক্লোন সেল্টারের ঢালু সিড়ির দোতলা প্রান্তের গ্রিল কেটে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ব্যাটারি, ফ্যান ও চারতলা ভবনের শৌচাগারের মূল্যবান জিনিসপত্র  চুরি করে নিয়ে যায়। এর দু’দিন পর অতর্থাৎ  ২৮ জানুয়ারি (শনিবার) দিবাগত রাতে ১৩৩ নম্বর পশ্চিম খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের হ্যাসবোল্ট কেটে চোরেরা ১০টি ফ্যান চুরি করে নিয়ে যায়। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক পরিমল পাঠক গত ২৯ জানুয়ারি তালা থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। খবরটি বিভিন্ন পত্র-পত্রিকায় ফলাও করে প্রচার করা হয়। এরপর সর্বশেষ ৩১ জানুয়ারি (সোমবার) দিবাগত রাতে ৫২নং মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের হ্যাসবোল্ট কেটে ১২টি ফ্যান এবং শৌচাগারের যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্র। ভোররাতে যখন চোরেরা পাশর্^বর্তী অশোক অধিকারীর বাগানে চুরিকৃত মালামাল ভাগাভাগি করার সময় স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন সেচপাম্প চালু করার জন্য পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাগানের ভিতর শব্দ পেয়ে কারা সেখানে জানতে চাইলে চোরের দল মুখোশপরা অবস্থায় তার দিকে লোহার রড নিয়ে তেড়ে আসে। আলমগীর হোসেন তখন ‘চোর চোর’ চিৎকার দিলে চোরেরা ১টি সাইকেল, ১টি পরিধেয় হলুদ রঙের হুডি, ১টি টর্চলাইট, গামছা, জুতা, ব্যাগ, দড়ি প্রভৃতি ফেলে পালিয়ে যায় যেগুলো পুলিশ আলামত হিসেবে জব্দ করে নিয়ে যায়।

উল্লেখ্য, গত বছর এই সময়ে এইচ.এম.এস মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেকগুলো ফ্যান এবং শালিখা বাজারের ১৪ টি দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এদিকে সোমবার সকালে মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ছবি তোলার সময় সাংবাদিক দেখে ২৫/৩০জন মহিলা জড়ো হন। তাদের অভিযোগ, খেশরা স্কুলে চুরির ঘটনায় অভিযোগ পেয়ে প্রশাসন যদি কোন কার্যকরী পদক্ষেপ নিতো তাহলে আজকে এ চুরির ঘটনা ঘটত না। এত চুরি হচ্ছে অথচ স্থানীয় জনপ্রতিনিধিরা কি চোখে দেখেনা।  খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-মামুন তাজ ক্ষোভের সাথে বলেন, অত্র এলাকায় বারবার চুরির ঘটনা ঘটছে সেটা প্রশাসনকে জানানোর পরেও  তাদের পক্ষ থেকে কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

খেশরা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।