ফুলতলায় দুটি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনার ফুলতলায় দুটি অস্ত্রসহ সাহিদুল ইসলাম মকমল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার রাতে তাকে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল সংলগ্ন রবিউল ইসলাম মনুর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। সে ফুলতলার পায়গ্রাম কসবা এলাকার মোজাম মোল্যার পুত্র।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার রাত সোয়া ১১টার দিকে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এলাকায় অভিযান চালিয়ে সাহিদুল ইসলাম মকমলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে লোহার ও কাঠের তৈরি ১টি দোনলা ও ১টি একনলা বন্দুক উদ্ধার করে। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে সাহিদুল ইসলামকে অস্ত্রসহ ফুলতলা থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

ফুলতলার ব্যবসায়ী মিলন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হাবিব গ্রেফতার

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার চাঞ্চল্যকর ব্যবসায়ী মিলন ফকির হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি হাবিব মোল্যা (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামি তাজপুর এলাকার মৃতঃ আহম্মদ আলী মোল্যার ছেলে।

র‌্যাব-৬ এর ডিএডি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ৩০ জানুয়ারী ভোরে ফজরের নামাজ শেষে হাটতে বের হন ফুলতলা আলকা পূর্বপাড়া গ্রামের মিলন ফকির। পরবর্তীতে নাস্তা শেষে তিনি স্থানীয় মা টেলিকম এন্ড কনফেকশনারীর দোকানের সামনে দাড়িয়ে শিক্ষক শীতল কান্তি মন্ডলের সাথে কথা বলছিলেন। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী দোকানের সামনে মিলনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদি হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে র‌্যাব-৬ এর আভিযানিক দল হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করেন এবং আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামী হাবিব মোল্যা ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলতলা থানায় হস্তান্তর করা হয়।

পাইকগাছায় তাজমীরা হত্যার মোটিভ উদ্ধার : গ্রেপ্তার ২

খুলনা : খুলনার পাইকগাছায় ২৪ ঘন্টার মধ্যে তাজমিরা ( ববিতা) হত্যা মামলার ক্লু উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক জমির বিরোধে ফাঁয়দা নিতে তৃতীয় পক্ষ পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদে নিহত তাজমীরার সেঝভাসুর মীর শহিদুল্লাহ (৫৯) এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনজীর হোসেন বলেন, থানা হেফাজতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে মীর শহিদুল্লাহ ও ধামরাইলের মৃতঃ আবুবক্কর গাজীর ছেলে মফিজুল গাজী (৫৮) কে গ্রেপ্তার দেখিয়ে ও ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে লাশের ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে ধামরাইলের গ্রামের বাড়ি পারিবারিক কবরাস্থানে তাজমীরার দাফন করা হয়েছে। এর পুর্বে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে নিহতের স্বামী ওবায়দুল্লাহকে ছেড়ে দেযা হয়েছে। ইতোমধ্যে এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই মৌখালীর আলমগীর গাজী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন,যার নং-৩২, তাং- ৩১ জানুয়ারী-২৩। মঙ্গলবার ভোরে উপজেলার চাঁদখালী ইউপি’র ধামরাইল গ্রামের বাড়ীর ৫শ গজ দুরে পাউবো’র ভেড়িবাঁধের ভিতরে বোরো ধান ক্ষেতের আইলের পাশে গঁলায় ধারালো ছুরিকাঘাতে নিহত তাজমীরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তাজমীরার মেয়ে এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্রী তামান্না জানান, সোমবার রাতের খাবার খেয়ে আব্বা এক রুমে ও আমি ও মা অন্যরুমে ঘুমিয়ে পড়ি। মা কখন ঘর থেকে বের হয় তা জানিনা। পারিবারিক সুত্র ও পুলিশ জানিয়েছে, পারিবারিক মাত্র ৭ শতক জমি নিয়ে নিহতের স্বামী ওবায়দুল্লাহ মীর ও তার চাচাতো ভাই কামরুল মীর গংরা নির্বাহী কোর্টে পাল্টা-পাল্টি ১৪৪ ধারার মামলা করলে পুলিশ নোটিশ জারি করেছেন। ইতোমধ্যে এ নিয়ে একাধিকবার সালিশী সভা হলেও কোন সমাধান হয়নি। তাজমীরা হত্যা মামলার মোটিভ উদ্ধারের তথ্য দিয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, হত্যাকান্ডের ঘটনায় থানা হেফাজতে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে মীর শহিদুল্লাহ ও মফিজুল গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে নিহতের ভাসু’র শহিদুল্লাহ মীর জড়িত থাকার কথা বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা

ইউনিক ডেস্ক : বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১ হাজার ২৩২ টাকা থেকে ২৬৬ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করেছে। বর্ধিত এই দাম আজ থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এর আগে গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৬৫ টাকা কমানো হয়।

শুধু সিলিন্ডারই নয় একইভাবে বেড়েছে অটোগ্যাসের দামও। নির্ধারিত নতুন দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

চেক জা‌লিয়া‌তির সাজাপ্রাপ্ত আসা‌মি গ্রেপ্তার

ইউনিক ডেস্ক : র‌্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যদের অভিযানে চেক জা‌লিয়া‌তি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসা‌মি‌কে গ্রেপ্তার হয়েছে । গতকাল বুধবার গভীর রা‌তে তা‌কে কু‌ষ্টিয়া জেলার সদর থানাধীন বটতলা এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত ওই আসা‌মি অভয়নগর উপ‌জেলার প্রেমবাগ এলাকার বা‌সিন্দা মো: শামছুর জামান।

র‌্যা‌বের পাঠা‌নো প্রেস‌ বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে জানা গে‌ছে, গোপন সংবা‌দের মাধ্যমে তারা জান‌তে পা‌রেন, চেক জা‌লিয়া‌তি মামলায় ১ বছ‌রের সাজাপ্রাপ্ত ও ৭৫ লাখ টাকার অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসা‌মি কু‌ষ্টিয়ায় আত্ম‌গোপ‌নে র‌য়ে‌ছে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে তারা সেখা‌নে অ‌ভিযান চালায়। তারা কু‌ষ্টিয়ার সদর থানার বটতলা এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রে। প‌রে তা‌কে অভয়নগর থানায় হস্তান্তর ক‌রা হয়।

বেনাপোলে ভারতীয় প্রসাধনীসহ আটক ২

বেনাপোল : যশোরের বেনাপোল পোর্টথানা এলাকা অভিযান পরিচালনা করে ভারতীয় কসমেটিকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পোর্টথানা পুলিশ।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুল রবের ছেলে কাজল (২০) বেনাপোল ছোট আঁচড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রবি (২৮) উভয় থানা বেনাপোল যশোর।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারী) সকালে পুলিশ জানায়, পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ মাহমুদুল হাসান নাবিল এর কম্পিউটার দোকানের সামনে ফাঁকা জায়গা হতে ভারতীয় কসমেটিকসহ তাদের আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২,৫২,৭০০/-টাকা।
বেনাপোল পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান,আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরা১৫টি নৌকা ১০জেলে আটক

সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকার পুস্পকাটী;লটাবেকি ও দোবেকি থেকে মাছ ধরা সরঞ্জামাদি সহ ১৫ টি নৌকা ও ১০ জন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা নুর আলমের নেতৃত্বে বিশেষ অভিযানে জেলেদের আটক করেছে বলে জানান বন বিভাগের সদস্যরা।
গত তিন দিনের এই অভিযানে সুন্দরবনের গহীনে থেকে শিকড় উপড়ে ফেলার মত অভিযান চালিয়ে কয়েকটি দালালের চুক্তি কৃত মাছ কাঁকড়া ধরা ১৫ নৌকা সহ মাছ ধরা সরঞ্জামাদি ও ১০ জেলেকে আটক করতে সংক্ষম হয়েছে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা প্রতিবেদক কে জানান কয়েক দিনের অভিযানে আমারা বন বিভাগের সদস্যরা রাত দিন সুন্দরবনের গহীনে যত খাল আছে সব খালে চিরনি অভিযান চালিয়ে তাদের কে আটক করতে সংক্ষম হয়েছি। আটক কৃত আসামীদের বন আইনে মামলার প্রস্ততি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন আমরা চুক্তি করে সুন্দরবনের অভায়রণ‍্য এলাকাতে মাছ ধরতে গেছি, দালালেরা চুক্তি কৃত এই টাকা নিয়েছে আমাদের নিকট থেকে তার পরে ও আমারা আটক হয়েছি বনবিভাগের হাতে।
বনবিভাগের অভিযানে আটক কৃত জেলেরা হলেন, (১)আবুল কালাম,(২)সামিম শেখ,(৩)শাহাজান শেখ, (৪)মোঃ জহুরুল, (৫)মহিউদ্দিন,(৬)হক গাজী, (৭)আঃ হাই, (৮)নুরে আলম (৯) মোঃ আব্দুল হান্নান (১০) মোঃ তৈবুর রহমান।

খুলনায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খুলনা : নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় পা পিছলে পড়ে যেয়ে মো: মহিত হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি বাগেরহাট জেলার কচুয়া থানার চরকাঠি গ্রামের জনৈক তোরাব আলীর ছেলে।

পুলিশ জানায়, ৩৩ মজিদ স্মরনী এলাকায় ডা. গাজী মিজানুর রহমান নামে এক ব্যক্তির ১০তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ওই ভবনের চার তলায় নির্মাণ কাজ করার সময় মহিত পা পিছলে নিচে পড়ে যান এবং মাথায় ও বুকে মারাত্মক আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। সেখানে কর্তব্যরত শ্রমিকরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা ১১টার দিকে   কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক গত রাতে দৈনিক জন্মভূমিকে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজন হারানো পরিবারের সদস্যদের উপস্থিতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

খুলনা : নগরীর খুলনা সদর থানাধীন নিউমার্কেট এলাকায় দ্রুতগামী বাসের চাঁকায় পিষ্ঠ হয়ে মো: আশিকুর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর দু’টা থেকে আ্ড়াইটার মধ্যে নিউমার্কেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আশিকুর আড়ংঘাটা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। তিনি সরকারি বিএল কলেজের সামনের গ্রাজুয়েট বুক স্টল নামের একটি দোকানের স্বত্ত্বাধিকারী বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু দৈনিক জন্মভূমিকে বলেন, আশিকুর মোটর সাইকেল চালিয়ে নিউমার্কেটের বিপরীত দিকের সড়ক দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা বিএল কলেজের একটি বাস  মোটর বাইকটিকে ধাক্কা মারে। মূহুর্তেই বাইকের চালক রাস্তায় ছিটকে পড়েন এবং ওই বাসটির পেছনের চাঁকার নিচে পড়ে পিষ্ঠ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বাসটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শরণখোলায় হরিণের চামড়া উদ্ধারের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি

শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলার পল্লীতে হরিণের চামড়া উদ্ধারের ঘটনাটি সাজানো বলে দাবি করা হয়েছে। নুতন করে মামলায় ফাঁসানোর জন্য প্রতিপক্ষের লোকেরা এঘটনা ঘটিয়েছে বলে দাবি করে ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

শরণখোলা উপজেলার শরণখোলা (পানিরঘাট) গ্রামের তানজের বয়াতীর স্ত্রী কোহিনুর বেগম ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বুধবার দুপুরে সাংবাদীকদের কাছে অভিযোগ করে বলেন, আমার স্বামীর বিরুদ্ধে অতীতে হরিণ শিকারের মামলা হলেও সে এখন আর সুন্দরবনে যায়না। তিনি দীর্ঘদিন ধরে শারিরিক নানা জটিলতায় ভুগছেন প্রায়ই শয্যাশায়ী থাকে। গত ২৩ জানুয়ারী আমরা বাড়ীতে ছিলাম না। ঐ দিন আমাদের বাড়ির সীমানার পাশে ফাঁকা জায়গা ফেলে রাখা দুইটি হরিণের চামড়া বনরক্ষীরা উদ্ধার করে নিয়ে যায় বলে আমরা বাড়ীতে এসে শুনেছি। আমাদের প্রতিপক্ষের লোকেরা উদ্দেশ্যমূলকভাবে আমাদের ফাঁসাতে ঐ জায়গায় চামড়া ফেলে রেখে বনরক্ষীদের খবর দেয় বলে আমাদের ধারনা। শুনেছি আমার স্বামীর বিরুদ্ধে বনবিভাগ মামলা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে এ কথা জানিয়ে গৃহবধূ কোহিনুর বেগম চামড়া উদ্ধারের ঘটনাটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করার জন্য বনবিভাগের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।