ডুমুরিয়ায় স্কুলছাত্রকে রশিতে ঝুলিয়ে হত্যা : আটক ৫

ডুমুরিয়াঃ মোটা অংকের চাঁদা আদায় ব্যর্থ হয়ে খুনীরা টিভি সিরিয়াল ক্রাইম প্রেট্রোল স্টাইলে খুলনার ডুমুরিয়ায় নিরব মন্ডল (১৩) নামের এক স্কুলছাত্রকে রশিতে ঝুলিয়ে মেরে ফেলেছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে ফেলে সংঘবন্ধ ৫ খুনী তাকে হত্যা করে। নিহত নিরব উপজেলার গুটুরিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে এবং গুটুদিয়া অক্কুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় ডুমুরিয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও হত্যাকান্ডে ব্যবহৃত সরঞ্জমসহ ঘাতক ৫জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার গুটুদিয়া অক্কুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর ছাত্র নিরব মন্ডলকে মেরে ফেলা হয়েছে। ওই বিদ্যালয়ের ৫শিক্ষার্থী সংঘবন্ধ হয়ে তাকে হত্যা করে। সংঘবন্ধ ওই ৫জন হল নবম শ্রেনীর ছাত্র সোহেল মোল্ল্যা (১৫), পিতু মন্ডল (১৪), হিরক রায় (১৫), দশম শ্রেনীর ছাত্র পিয়াল রায় (১৫) ও ষষ্ট শ্রেনীর ছাত্র দ্বীপ মন্ডল (১৩)। জানা গেছে, সংঘবন্ধ এই চক্রটি লেখাপড়ায় তেমন মনোযোগী ছিল না। এরা কিছুটা সিনেমা স্টাইলে ঘোরাফেরা করতো। বিশেষ করে ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোলের প্রতি বেশি আশক্ত ছিল। আর ওই স্টাইল কাজে লাগিয়ে নেমে পড়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার ধান্দায়। আর ওই চক্রটি প্রথমেই বেছে নেয় স্কুলের সহজ সরল শিক্ষার্থী নিরব মন্ডলকে। তাদের সাথে নিরবের বিরোধের সুত্রপাত ঘটে স্কুলের ভিতরে সিগারেট খাওয়া নিয়ে। ওই সুত্র ধরেই নিরবের সাথে তাদের দ্বন্দ শুরু হয়। প্রায় দেড় মাস ধরে ওরা তাকে মারতে ও জিম্মি করে টাকা আদায়ের ফন্দি করে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার ছুটির পরে ওই দলের আরেক সদস্য দ্বীপ মন্ডল কৌশলে নিরবকে ডেকে নিয়ে স্কুলের পেছনে একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে অবস্থান করছিল অন্য চারজন। এরপর কথা আছে বলেই ঝাপটে ধরে তার গলায় রশি পেঁচিয়ে ঘরের ডাবার সাথে ঝুলিয়ে তাকে হত্যা করে। কিছুক্ষণ পরে তার মৃত্যু নিশ্চিত জেনে মরদেহ নামিয়ে ওই ঘরের কোনায় পুরানো কাপড় চোপড়ের মধ্যে লুকিয়ে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে নিহত নিরব মন্ডলের বাড়ি ফিরতে দেরি দেখে তার স্বজনরা খোঁজাখুজি শুরু করে। এরই মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে একটি মোবাইল ফোন দিয়ে পিতা শেখর মন্ডলের নিকট ছেলে ফেরৎ দেয়ার কথা বলে ৩০ লাখ টাকা চাঁদা চায় ওই চক্রটি। এরপর বিষয়টি নিয়ে থানা পুলিশকে অবিহিত করা হয়। থানা পুলিশ ওই মোবাইল ফোনের সুত্র ধরেই নেমে পড়ে উদ্ধার অভিযানে। পুলিশ মোবাইল ট্যাকিংসহ অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে রাত সাড়ে ৯টার দিকে একজনকে সনাক্ত করতে সক্ষম হয়। এরপর একে একে ৫জনই পুলিশের জালে ধরা পড়ে এবং তাদের দেয়া তথ্যে’র ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে স্কুলের ওই পরিত্যক্ত ঘর থেকে নিরবের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক শংকর প্রসাদ মন্ডল বলেন, নিরব মন্ডল নিহতের ঘটনাটি খুবই দুঃখজনক। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। সে নিয়মিত স্কুলে আসতো। তবে ওই ছেলেগুলো ভালো ছিল না। ওদের চলাফেরা ও পড়ালেখার লক্ষণ সন্তোষজনক ছিল না। বিষয়টি নিয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) সাংবাদিকদের বলেন, ৩০লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুলছাত্রকে আটকে রাখা হয়েছে, এমন অভিযোগ পেয়ে আমরা মাঠে নেমে পড়ি। অত্যন্ত গুরুত্ব সহকারে থানার সকল অফিসার কাজ শুরু করে এবং রাত সাড়ে ৯টার মধ্যে খুনীদের আটক করা হয়। আর তাদের দেয়া তথে’র ভিত্তিতে সাড়ে ১১টার মধ্যে মরদেহ উদ্ধার ও হত্যার কাজে ব্যবহৃত দড়ি, মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে। তবে হত্যাকান্ড নিয়ে প্রাথমিক ভাবে জানা গেছে, এরা টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে এ ধরনের দুঃসাহসিক কাজ করেছে। যা দেখে তারা টাকা আয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আটক ৫জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মুজিব মানেই বাংলাদেশ : খুলনা সিটি মেয়র

খুলনা : মুজিব মানেই বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেকেই চিন্তা ও সংগ্রাম করেছেন কিন্তু আমাদেরকে স্বাধীনতা উপহার দিতে পেরেছেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমৃত্যু দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করেছেন।
বেসরকারি সংগঠন নিণীষ এর উদ্যোগে আজ শুক্রবার সকালে নগরীর বয়রাস্থ খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মুজিব অলিম্পিয়াড-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন।
মেয়র আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হবে এবং দেশের ছেলেমেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে নেতৃত্ব দেবে এটাই ছিলো বঙ্গবন্ধুর প্রত্যাশা। কিন্তু ঘাতকরা তাঁকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ দেয়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে তাঁর সম্পর্কে জানতে হবে এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে কাজ করতে হবে। তবেই আজকের এই অলিম্পিয়াড সফল হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ শেখ মোঃ বদিউজ্জামান এবং খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু ।

ফকিরহাটে জুট মিলের গোডাউন থেকে ২০ হাজার টন চাল উদ্ধার

ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে অতিরিক্ত মুনাফার জন্য মজুদ করা ২০ হাজার মেট্রিকটন চাল জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্য্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লখপুর এলাকার এএমএম জুট মিলের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। অবৈধ মজুদের অপরাধে গুদামের দায়িত্বে অলোক চক্রবর্ত্তী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গুদামটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। এসময়, র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো: বদরুদ্দৌজা, বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো: সুজাত হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো: বদরুদ্দৌজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামের মধ্যে বিপুল পরিমান চাল পাওয়া যায়। এই চালগুলো অতিরিক্ত দামে বিক্রির আশায় মজুধ করা হয়েছিল।

গুদামের দায়িত্বে থাকা অলোক চক্রবর্ত্তীর দাবি, জব্দ চালগুলো সরকারি গুদামে দেওয়ার জন্য আমদানি করা হয়েছিল।চালগুলো নষ্ট হওয়ায় আর গুদামে দেওয়া যায়নি। চালের পরিমান ১ হাজার ১৮৯ মেট্রিকটন।

বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো: সুজাত হোসেন খান বলেন, খাদ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী এই চাল আমদানি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে চালের মান খারাপ বলে চালগুলো আর সরকারি খাদ্য গুদামে দেয়নি চাল ব্যবসায়ী। আসলে মাত্র দুই-তিন বস্তা চাল খারাপ হতে পারে। বাকি চাল ভাল। গুাদেম ২০ হাজার মেট্রিকটন চাল রয়েছে। জুট মিলে এত চাল থাকার কথা নয়। সব চাল ভালো থাকা স্বত্তেও তারা চাল নষ্ট বলছে। অতিরিক্ত মুনাফার উদ্দ্যেশ্য এই চাল মজুদ করা হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুদামটি সিলগালা থাকবে।

চালের বিষয়ে কি সিদ্ধান্ত হবে এ বিষয়ে জানতে চাইলে মো: সুজাত হোসেন খান বলেন, চাল আমদানি কারক বৈধ কাগজপত্র ও খাদ্য বিভাগের নির্দেশনা নিয়ে, জেলা প্রশাসকের কাছে আবেদন করবেন। জেলা প্রশাসক তার কাগজপত্র, চালের পরিমান, স্থানীয় স্বাক্ষীদের বক্তব্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে সিদ্ধান্ত দিবেন তাই হবে।ফকিরহাটে জুট মিলের গোডাউন থেকে ২০ হাজার টন চাল উদ্ধার

বেনাপোলে বন্ধন এক্সপ্রেস থেকে মালামাল জব্দ

বেনাপোল প্রতিনিধি : রেলে চোরাচালানী প্রতিরোধে ও যাত্রী সেবায় বেনাপোলে আবারও ভারত থেকে আসা কলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে কাস্টমস, বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বেনাপোল রেলস্টেশন এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়। ট্রেনে আসা সাধারন যাত্রীরা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেস সপ্তাহে দু’দিন রোববার ও বৃহস্পতিবার চলাচল করে।

কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আবদুুল রশীদ মিয়া জানান, তার নেতৃত্বে কাস্টম, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বেনসন এন্ড হেজেস ব্রান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস, কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। আটককৃত মালের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

যশোর র‌্যাব-৬ এর অধিনায়ক এম নাজিউর রহমান জানান, দেশের সুনাম অুন্ন চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দলের শৃঙ্খলা বজায় রেখে সংগঠন পরিচালনা করতে হবে : সিটি মেয়র

ইউনিক ডেস্ক : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দলের শৃঙ্খলা বজায় রেখে সংগঠন পরিচালনা করতে হবে। যারা সংগঠন পরিপন্থী কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে কোন অগণতান্ত্রিক কর্মকান্ড পরিচালিত হয় না। সুতরাং বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে জনসভায় পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি আরো বলেন, খুলনায় শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সমাবেশকে কেন্দ্র করে তারা নানাবিধ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তাদের এ ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না। সেজন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ষড়যন্ত্রকারীদের এ দেশ থেকে নির্মূল করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয় মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো: আশরাফুল ইসলাম, শেখ মো: ফারুক আহমেদ, অধ্যা. আলমগীর কবির, এড. খন্দকার মজিবর রহমান, শেখ মো: আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো: শাহজাদা, মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শাছুজ্জামান মিয়া স্বপন, এড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো: জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো: শামীম, মো: মফিদুল ইসলমা টুটুল, নুর মোহাম্মদ শেখ, মোজাম্মেল হক হাওলদার, শেখ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ ম রেজওয়ান, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, প্যানেল মেয়র এড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মো: ডালিম হাওলাদার, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর মো: আব্দুস সালাম, কাউন্সিলর এম ডি মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মনিরুজ্জামান, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর গোলাম মাওলা শানু, কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর পারভিন আক্তার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর শাহিদা বেগম, কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, কাউন্সিলর কনিকা সাহা, বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, এড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, মো: মফিজুর রহমান জিবলু।

সভার শুরুতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার মো: আব্দুল করিম রাঢ়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

যশোরে ইন্টার্ণী চিকিৎসককে মারপিট

যশোর অফিস : যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জাকির হোসেন (২৬) নামে এক ইন্টার্ণ চিকিৎসককে তার হাত-পা ভেঙে পঙ্গু করে দেয়া হয়েছে। কলেজের হোস্টেলে মাদক সেবন করার প্রতিবাদ করায় উচ্ছৃঙ্খল ছাত্ররা তার রুমের দরজা আটকে দু’ঘণ্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে এবং হকষ্টিক দিয়ে বেদম প্রহার করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জাকির হোসেন যশোর মেডিকেল কলেজের (জে এমসি) এমবিবিএস কোর্স চতুর্থ ব্যাজের ছাত্র। জানুয়ারিতে তার ইন্টার্ণ কোর্স শেষ হয়েছে।

জাকির হোসেন জানিয়েছেন, গত ৩১ জানুয়ারি রাত ৯টার দিকে কলেজের হোস্টেলে লিওন,আব্দুর রহমান আকাশ, শামীম হোসেন, সাকিব আহমেদ তামিমসহ ৭-৮ জন ছাত্র তার রুমে ঢুকে মারপিট করে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাজিবুর রহমান জানিয়েছেন, জাকির হোসেনের দু’পা বাম হাতের কব্জির ও পাতার হাড় ভেঙে গেছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফুলতলায় মিলন হত্যাকাণ্ডে মামলা, অস্ত্রসহ গ্রেফতার দুই

ফুলতলা প্রতিনিধি : ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে চাঞ্চল্যকর মিলন হত্যাকান্ডের ঘটনায় সন্দেহজনক ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতদের মধ্যে শাহিদুলের নিকট থেকে দুইটি বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৬।

থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, ফুলতলায় মিলন হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-৬ এর অভিযানে ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের মৃত আহম্মাদ মোল্যার পুত্র মো: হাবিব মোল্যা (৪৯) ও পয়গ্রামের মোজাম মোল্যার পুত্র মো: শাহিদুল ইসলাম ওরফে মকমল (৩০) কে গ্রেফতার করে ফুলতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় মকমলের নিকট থেকে সাদা সিমেন্টের ব্যাগের মধ্যে রক্ষিত একটি এক নালা ও একটি দুই নালা বন্দুক উদ্ধার করা হয়। পরে, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানায় অস্ত্র আইনে মামলা (নং- ০১, তারিখ- ০২/০২/২৩ ইং) দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার আনুমানিক সকাল ৮টায় ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারীর সামনে একটি লাল রঙের পালসার মটরসাইকেল সহযোগে ২ জন দুর্বৃত্ত এসে মিলনের মাথায় গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। গত সোমবার রাতে নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং-১৬) দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বাইকে চড়ে ২৯ দেশ পেরিয়ে এখন সাতক্ষীরায় রোমানিয়ান তরুণী

সাতক্ষীরা ও তালা প্রতিনিধি : বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমানিয়ান তরুণী এলেনা। দুই দিন আগে রোমানিয়া থেকে বাংলাদেশের সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। এলেনা থাকছেন সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায়। রোমানিয়ান এই তরুণী একজন পর্যটক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছে তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরুণী।

এক মাস আগে ইতালি থেকে মোটরসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তরুণ আন্দ্রেয়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা (ডোনার)। আন্দ্রিয়ার আহ্বানে তার বন্ধু এলেনা বাংলাদেশে এসেছেন। গত মঙ্গলবার এলেনা ও আন্দ্রেয়ার আহ্ববানে তাদের বন্ধু ইলেরিও ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন।

বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা জানান, আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশ আমি ভ্রমণ করেছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কিনা সে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন।

এলেনা জানান, ২৯টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ আসা। তিনি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। তার এক মাসের ভিসা রয়েছে। আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে।

মাহমুদুর রহমান বলেন, সাতক্ষীরায় কাকলি নামে একটি মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতো আন্দ্রেয়া। মূলত আন্দ্রেয়াকে উপলক্ষ্য করে এক মাস আগে বাংলাদেশের সাতক্ষীরায় আসেন ইতালি নাগরিক আন্দ্রেয়া। এরপর আন্দ্রেয়ার আহ্বানে তার বন্ধু রোমানিয়া নাগরিক এলেনা সাতক্ষীরায় এসেছেন দুদিন আগে। এলেনা একজন পর্যটক। ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তার যাত্রা আরম্ভ করেন। সবশেষ ২৯টি দেশ পেরিয়ে গত পরশু ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন তিনি। এলেনা তার ৮৫০ সিসি বাইক চালিয়ে পুরো বিশ্বকে একবার ঘুরে দেখতে চান। এরিনা মধ্যপ্রাচ্যের মুসলিম সকল দেশ ঘুরে দেখেছেন মুসলমানদের সংস্কৃতি তার অত্যন্ত পছন্দের। তাছাড়া বাংলাদেশের সংস্কৃতি তার বেশ ভালো লেগেছে।

স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম : শিক্ষামন্ত্রী

যশোর অফিস : যশোরে শুরু হয়েছে ৬দিনব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম হাতে নেয়া হয়েছে। বিভিন্ন সংকটের মধ্যেও এই কাজটি সম্পন্ন করা হয়েছে। ভুলগুলো সংশোধনে কাজ হচ্ছে। তবে কথিত মিথ্যাচার ও গুজবে কান দেবেন না। সত্যতা যাচাই করুন, অপশক্তিকে প্রতিহত করুন। তিনি আরো বলেন, নতুন শিক্ষাক্রমে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে, মূল্যবোধ গড়ে উঠবে, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা সচিব সোলেমান খানসহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৬ দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৮২৪ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। এর মধ্যে ছাত্র ৪৪০জন ও ছাত্রী ৩৮৪ জন। অ্যাথলেটিক্স, ছাত্র ও ছাত্রীদের ভলিবল, বাস্কেটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও সাইক্লিং ইভেন্ট রয়েছে। অ্যাথলেটিক্সে সবচেয়ে বেশি ৩৪৪ জন অংশ গ্রহণ করবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে যশোরের ৬টি মাঠ। ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে নিয়ে গঠিত পদ্ম। রাজশাহী ও দিনাজপুর অঞ্চলকে নিয়ে গঠিত চাঁপা। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা এই অঞ্চলের নামকরণ করা হয়েছে বকুল। বরিশাল ও খুলনা অঞ্চলের নিয়ে গঠিত গোলাপ। এই চারটি অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগিদের নিয়ে হচ্ছে এ প্রতিযোগিতা।

জাতীয় পর্যায়ে প্রথম হওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ, দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠানকে ৭০ হাজার ও তৃতীয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার প্রদান করা হবে। এছাড়া বিজয়ী প্রতিযোগিদের ট্রফি, মেডেল, প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হবে।

খুলনায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

খুলনা : কেএমপির গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিক্রেতা হচ্ছে মো: শাহাদাৎ হোসেন মুন্সী(২৮)। সে মাদারীপুরের এওজ মুন্সীবাড়ির মো: আবু বক্কার সিদ্দিকের পুত্র।

কেএমপি সূত্র জানায়, গত বুধবার বিকাল সাড়ে ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীল রয়েল মোড়ে অভিযান চালায়। অভিযানে শাহাদাৎ হােসেন মুন্সীকে ৭শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।