প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকায় চিকিৎসা নেয়া হলো না সুমনের

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টা। খুলনার ফুলতলা শহীদ আসাদ-রফি গ্রন্থাগারে বন্ধুরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তার জন্য আবেদন পত্রে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ নিচ্ছিলেন। ঠিক একই সময়ে খুমেক হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমন। রোববার সকাল ১০টায় জানাযা শেষে ফুলতলা উপজেলা সংলগ্ন সরকারি গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বিয়াল্লিশ বছর বয়সী সদা হাস্যোজ্জল সুঠামদেহী যুবক মোঃ ইদ্রিস সরদার ওরফে সুমন। উপজেলার দামোদর গ্রামের দমোকপাড়া মাঠসংলগ্ন মৃতঃ ইউনুছ সরদারের পুত্র। কিডনী বিকল দুরারোগ্যে আক্রান্ত ছিলেন তিনি। আজ (সোমবার) কিডনী প্রতিস্থাপনের জন্য রাজধানীর সিকেডি হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। একমাত্র বড় বোন অন্ধ রেহেনা বেগম (৪৮) তার ১টি কিডনী ¯েœহের ভাই সুমনকে দান করে তার চোখে পৃথিবীর আলো দেখবেন তিনি। কিন্তু বিধির লিখন না যায় খন্ডন। বোনের স্বপ্ন পুরনের দুদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমাতে হয় সুমনের।
খুলনার ফুলতলা উপজেলার দামোদর মধ্যপাড়া গ্রামের ইউনুছ সরদারের পুত্র মোঃ ইদ্রিস আলী সরদার সুমন। তিন বছর বয়সে তিনি পিতাকে এবং তার অল্পদিনের ব্যবধানে তার মাকে হারিয়ে এতিম হয়ে পড়েন সুমন। কখনও চাচা কখনও বা খালা-খালুর তত্বাবধায়নে বড় হতে থাকেন তিনি। ১৯৯৭ সালে দামোদর এমএম হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে ভাগ্যান্বেষনে রাজধানীতে পাড়ি জমান সুমন। অনেক চড়াই উৎরাই পেড়িয়ে শেষটায় গ্রামীন ফোনে চাকুরী জোটে তার।

পরবর্তীতে ফুলতলা ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করেন তিনি। কোল আলো করে ফুটফুটে একটি কন্যা সন্তানও আসে তাদের ঘরে। ২০২১ সালের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুমন। চলতে থাকে চিকিৎসা। গত বছরের প্রথম দিকে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনীই বিকল। চাকুরীও চলে যায় তার। এককালীন ৮ লাখ টাকা দিয়ে কর্মস্থল থেকে তাকে পাঠিয়ে দেয়া হয় বাড়িতে। শারিরীকভাবে দূর্বল হয়ে পড়তে থাকেন তিনি। অন্যদিকে তাকে ছেড়ে একমাত্র কন্যাসহ স্ত্রী থেকে যান পিত্রালয়ে।

অসহায় এতিম সুমনের জায়গা হয় অন্ধ বোনের বাড়িতে। নিজের মটর সাইকেল বিক্রি ও আতœীয়-স্বজন বন্ধুবান্ধবের সহায়তায় চিকিৎসা ও ডায়ালসিস চলতে থাকে। আজ (সোমবার) কিডনী প্রতিস্থাপনের জন্য রাজধানীর সিকেডি হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ১টি কিডনী দান করবে তার অন্ধ বোন রেহেনা। প্রয়োজনীয় অর্থসহায়তার জন্য মানবিক ফুলতলার পক্ষ থেকে ২লাখ টাকার ব্যবস্থা এবং ব্যাচ-৯৭ এর পক্ষ থেকে ইতোমধ্যে তার একাউন্টে ৫৪হাজার টাকা জমা দেয়া হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তার জন্য তার আবেদন পত্রে শনিবার বিকালে যখন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ সুপারিশ করছিলেন- ঠিক একই সময়ে খুলনার একটা ডায়ালসিস সেন্টারে ডায়ালসিস চলাকালে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে দ্রæত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়ার পরপরই তার মৃত্যু ঘটে।

প্রমোদতরী গঙ্গা বিলাস এখন সুন্দরবনে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী পথে যাত্রা শুরু করা ৫তারকা মানের বিলাসবহুল প্রমোদতরী এম,ভি গঙ্গা বিলাস এখন সুন্দরবনের অভ্যন্তরে ভ্রমণে রয়েছেন। রবিবার সকাল ৭টায় মোংলা বন্দর জেটি থেকে ছেড়ে বিদেশী পর্যটকবাহী ক্রুজটি সুন্দরবনে প্রবেশ করে।

এম,ভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাস’র প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, রবিবার সুন্দরবনের হাড়বাড়ীয়া, কটকা ও জামতলা সী বীচ ভ্রমণ করবেন। এরপর রাতে মোংলা হয়ে যাবেন বাগেরহাটের মোড়েলগন্জে। সেখান থেকে ৬ ফেব্রুয়ারী জাহাজটি যাবে বরিশালে। বরিশালের স্বরুপকাঠী ও বানারীপাড়ায়। সেখানে ভাসমান সবজি ক্ষেত ও পেয়ারা বাগান ঘুরে দেখবেন পর্যটকেরা। বরিশাল থেকে ৭ ফেব্রুয়ারী ঢাকার বৈদ্য বাজারের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি। ৭ ও ৮ ফেব্রুয়ারী ঢাকার ঐতিহাসিক স্থানে যাবেন বিদেশীরা। ৯ ও ১০ ফেব্রুয়ারী ঢাকার আরিচা ও আরিচার ইলিশ বাজারে যাবেন দর্শনার্থীরা। ১১ ফেব্রুয়ারী ঢাকা থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর উদ্দেশ্যে যাবে এ ক্রুজটি। পরে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইলে যাবে গঙ্গা বিলাস। ১২ ফেব্রুয়ারী কুড়িগ্রামের চিলমারী ভ্রমণ ও ১৩ ফেব্রুয়ারী চিলমারীতে ইমিগ্রেশনের কাজ শেষে ১৪ ফেব্রুয়ারী যাবে রংপুর। রংপুরের পর্যটন কেন্দ্র ঘুরে ১৫ ফেব্রুয়ারী ফিরে চিলমারী ক্রস করে ভারতের আসামের ধুবরির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে গঙ্গা বিলাস। আসামের বিভিন্ন স্পট ঘুরে ১লা মে আসামের দিপড়ুগড়ে গিয়ে ভ্রমণের সমাপ্তি হবে। গঙ্গা বিলাস ভারতের বানারসি থেকে ২৭জন সুইজারল্যান্ড ও ১জন জার্মানি পর্যটক নিয়ে বাংলাদেশ-ভারতের ২৭টি নদী পথে ৫১দিনের ট্যুরে যাত্রা শুরু করে। এ যাত্রায় ৩২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে উভয় দেশের ৫০টি পর্যটন স্পট ভ্রমণ করবে গঙ্গা বিলাস।

ডুমুরিয়ায় গাঁজাসহ আটক ৬

ডুমুরিয়াঃ ডুমুরিয়া থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১’শ ২৫গ্রাম গাঁজাসহ ৬জনকে আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক ভাবে দু’টি মাদক মামলার প্রস্তুতি চলছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) জানান, শনিবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কুলটি ২নং জেসি ইটভাটার সামনে থেকে ৭০গ্রাম গাজা ৩জনকে আটক করা হয়। এরা হল কুলটি মুসলিম পাড়া এলাকার মিলন গাজীর ছেলে হৃদয় গাজী (১৯), সেলিম শেখের ছেলে সাগর শেখ (২১) ও ভান্ডারপাড়া এলাকার ইউসুফ আলি খানের ছেলে ইসমাইল খান (২১)। এছাড়া রাত পৌনে ৯টার দিকে অপর এক অভিযানে উপজেলার চুকনগর বাজারের মোড়ল মার্কেটের সামনে থেকে ৫৫গ্রাম গাজাসহ আরও ৩জনকে আটক করা হয়েছে। এরা হল নরনিয়া গ্রামের নিজাম উদ্দিন মোল্ল্যার ছেলে মাহাবুর মোল্ল্যা (২১), একই গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে রাশেদ মোড়ল (২০) ও তালার শিরাসুনি এলাকার সাজ্জাত মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২০)। এদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক ভাবে দুইটি মাদক মামলা রুজু করা হচ্ছে।

সুন্দরবনে জোড়া বাঘের কবলে পড়ে ২০ ঘন্টা

শরণখোলা : সুন্দরবনে জোড়া বাঘের কবলে পড়ে ২০ ঘন্টা শ্বাসরুদ্ধ ও ভীতিকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী। টহলফাঁিড়র আঙ্গিনায় টানা ২০ ঘন্টা অবস্থান করে দুইটি রয়েলবেঙ্গল টাইগার শনিবার সকালে গভীর জঙ্গলে ফিরে গেছে। বিরল এ ঘটনাটি ঘটেছে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িতে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্র্প্তা কর্মকর্তা ফরেস্টার শেখ ফারুক আহমেদ মোবাইল ফোনে বলেন, গত শুক্রবার বেলা দুইটার দিকে সুন্দরবনের গহীন থেকে দুইটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে এসে বসে। বাঘ দুটি পুকুরের মিষ্টি পানি পান করে পুকুর পাড়ে গড়াগড়ি এবং নিজেদের মধ্যে খুনসুটি ও ছোটাছুটি করে সারা বিকেল পার করে। সন্ধ্যার পরে বাঘ দুটো বনরক্ষীদের পুরোনো ব্যারাক ও রান্নাঘরের নীচে এসে অবস্থান শেষে শনিবার খুব সকালে আবার পুকুর পাড়ে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে রয়েলবেঙ্গল টাইগার দুটি আপনমনে বনের গহীনে চলে যায়। টহল ফাঁড়ির আঙ্গিনায় বাঘ আসায় বনরক্ষীরা এক প্রকার শ্বাসরুদ্ধ ও ভীতিকর অবস্থায় রাত পার করেছেন। সুন্দরবনে এখন বাঘের প্রজনন মৌশুম চলছে সেকারণে ঐ দুটো বাঘ এক সঙ্গে মিলিত হতে পারে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার বলেন, সুন্দরবনে ২৫/৩০ বছর চাকুরী করেও কখনো একটি বাঘ চোখে পড়েনা সে অবস্থায় চান্দেশ্বর টহল ফাঁড়িতে এক সাথে জোড়া বাঘ দেখা একটি বিরল ঘটনা।

ফুলবাড়ীগেটে সড়কের উপর ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার

খানজাহান আলী থানা প্রতিনিধি : ফুলবাড়ীগেট টি.বি হাসপাতালের ব্যস্ততম সড়কের উপর ভ্রাম্যমাণ ১১ হাজার কেভির বৈদ্যুতের ট্রান্সফারমানটি ঝুঁকিপূর্ণ। বিপদজনকভাবে সড়কটি দিয়ে প্রতিনিয়ত বালুবাহী ট্রাক, মীরেরডাঙ্গা সংক্রামক ব্যধি হাসপাতাল ও বক্ষব্যধি হাসপাতালের জরুরী রোগীবহনকারী এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরণের ছোট-বড় যানবাহন চলাচল করছে। সামান্য অসতর্কতায় যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দ্রুত সড়কের উপর থেকে ট্রান্সফরমানটি সরিয়ে ফেলার আহবান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সচেতন মহল।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-২ এর আওতায় ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার মেরামত জনিতকারণে একটি মেশিন আনা হয়েছে এটি চালাতে প্রয়োজনীয় বিদ্যুতের জন্য ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোর্ডের ইউসেপ এম এ মজিদ টেকনিক্যাল স্কুল সংলগ্নে ব্যস্ততম সড়কের উপর ১১ হাজার কেভি’র ভ্রাম্যমাণ একটি ট্রান্সফরমার বসানো হয়েছে। সড়কের পাশের একাধিক ব্যবসায়ী জানায়, এক মাস আগে হঠাৎ করে রাস্তার উপরে ঐ বিদ্যুতের ট্রান্সফরমারটি বসান হয়। ঐ সময় যারা এটি বসিয়েছিল তারা জানিয়েছিল ৭/৮দিন পর এটি আবার সরিয়ে ফেলা হবে। ব্যবসায়ীরা জানায় দীর্ঘ এক মাস অতিবাহিত হলো ট্রান্সফরমারটি সরানো হয়নি। সড়কটি দিয়ে চলাচল করা বালুর ট্রাকের চালক ইলিয়াজ হোসেন জানায়, সড়কটি দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনে শতশত যানবাহন চলাচল করে থাকে। এর মধ্যে খুলনার বিভাগীয় দুটি হাসপাতালের রোগিবহনকারী এ্যাম্বুলেন্স, বড় বড় মাল বোঝাই ট্রাক ছাড়াও ইঞ্জিন চালিত ভ্যান, ইজিবাইক চলাচল করে। তিনি বলেন বিপদজনক বিদ্যুতের ট্রান্সফরমারটি রাস্তার উপর না বসিয়ে রাস্তার পাশে জায়গা ছিল সেখানে বসাতে পারতো। ট্রান্সফরমারটি রাস্তার উপর দেওয়ার ফলে সড়ক দিয়ে চলা যে কোন ধরনের যানবাহনের চালকদের সামান্য অসতর্কতায় যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে অনাকাংকিত বড় ধরনের দূর্ঘটনা। এ বিষয়ে ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জি. মো: হাফিজুর রহমান বলেন, ৩৩হাজার কেভির ট্রান্সফরমারের মেইনটেনেন্স সেন্টিফিউজের প্রয়োজনীয় বিদ্যুতের জন্য ঐ ১১ হাজার ভোল্টের ট্রান্সফরমারটি সহায়ক হিসাবে ভাসমান হিসাবে জরুরী প্রয়োজনে বসানো হয়েছে। উপকেন্দ্রের ভিতরের কাজ শেষ হলে দ্রুত সময়ে এটি সরিয়ে ফেলা হবে। ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ী, এলাকার সচেতন মহল ও সড়কটি দিয়ে চলাচলকারী পথচারীরা বলছেন ট্রান্সফরমারটি রাস্তার উপর না বসিয়ে অন্য নিরাপদ স্থান বা রাস্তার পাশে কর্তৃপক্ষ বসাতে পারতো। তারা অনাকাংখিত ঘটনা ঘটনার আগে দ্রুত সময়ে ব্যস্ততম সড়কের উপর থেকে বিপদজনক ট্রান্সফরমানটি সরিয়ে ফেলার আহবান জানিয়েছে।

পাওনা টাকা ফেরত চাওয়ায় হত্যার হুমকি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জমি ক্রয়ের পর বিক্রেতার দলিল ভূয়া প্রমানিত হওয়ায় টাকা ফেরত চাওয়ায় ক্রেতার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় হয়রানি ও খুন জখমসহ হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত শেখ মোনায়েম হোসেনের পুত্র শেখ আব্দুল্লাহ আল মামুন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ১৯৯৮ সালের ২৪ আগস্ট দহাকুলা মৌজায় ০৩ ১/৩ শতক সম্পত্তি আমার স্ত্রী আনজুয়ারা বেগমের নামে ক্রয় করা হয়। এছাড়া ২০১৯ সালে রমজান বিশ^াস এবং তার পুত্র রফিকুলের কাছ থেকে ৭৯৮৮ নং দলিলে আমি নিজ নামে ০১১/২ শতক সম্পত্তি ক্রয় করি। কিন্তু জমিতে যাওয়ার চেষ্টা করলে রমজান আলী ও রজব আলীর ওয়ারেশগণ বাধা সৃষ্টি করে। সে সময় আমরা আদালতের শরন্নাপন্ন হয়ে জানতে পারি জমি বিক্রেতা রমজান বিশ^াস ও রজব আলী বিশ^াস, উভয় পিং- মরহুম মাদার বিশ^াস ১৫ মে ১৯৬৫ সালে ২২৬৫ নং রেজিষ্ট্রিকৃত কোবলামূলে যে সম্পত্তি কালিপদ ঘোষ, পিং- রামচন্দ্র ঘোষের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন উক্ত দলিল ভূয়া তঞ্চকী এবং অকার্যকর।

এছাড়াও ২৯২৩ দাগে আনজুয়ারার নিকট যে সম্পত্তি বিক্রয় করেছেন সেটিও দলিল ভূয়া তঞ্চকী এবং অকার্যকর। জমিতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আমরা রমজান আলীর ওয়ারেশ রফিকুলের কাছে টাকা ফেরত চাইলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকেসহ আমার সন্তানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যার মামলা নং সিআর ৩৭১/১৯। উক্ত মামলাটির কোন সত্যতা না পেয়ে গত ১৭ আগস্ট২০২২ তারিখে আদালতের বিজ্ঞ বিচারক উক্ত মামলার সকল আসামীকে খালাস প্রদান করেন। কিন্তু এরপর আমাদের প্রাপ্য টাকা ফেরত না দিয়ে আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন রফিকুলের ভাই নুর ইসলাম।

এমনকি আবারো মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে। আমরা গরিব অসহায় এবং অশিক্ষিত হওয়ায় রফিকুল ও তার পিতা প্রয়াত রমজান আলী আমাদের ভূয়া দলিলের সম্পত্তির জন্য টাকা গ্রহণ করে ও রেকর্ড করে দেয়। কিন্তু যে সম্পত্তি মূল দলিলই ভূয়া সে সম্পত্তি আমাদের পাওয়ার সুযোগ না থাকলেও রফিকুল এবং তার ভাই নূর ইসলাম সেটি না মেনে আমাদের নানাভাবে হয়রানি করে যাচ্ছেন। তিনি রফিকুল এবং নুর ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ

পাইকগাছা অফিস ; পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার স্বরুপ অসুস্থ ২৮ নারী-পুরুষের মধ্যে ১৩ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে এ সকল অর্থের চেক তুলে দেন সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু।

ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, আ: ছালাম কেরু, শাহাজাদা মো: আবু ইলিয়াস, এস এম রেজাউল হক, সহকারী অধ্যাপক মো: ময়নুল ইসলাম শংকর দেবনাথ, বিভুতী ভুষন সানা,নির্মল ঢালী, মঙ্গল মন্ডল, নির্মল অধিকারী, নির্মল বৈদ্য, সহকারী অধ্যাপক মশিউর রহমান, শাহাবুদ্দিন শাহিন, আবু সাইদ কালাই, আব্দুল করিম, এম এম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, ফরাদ্জ্জুামান তুষার, প্রভাষক ইমতিয়াজ হোসেন, দিপংকর মন্ডল, জিয়াউর রহমান, এম এ হালিম খাঁ, নাজমা কামাল, কুমারেশ মন্ডল, পুলকেশ মন্ডল, রায়হান পারভেজ রনি, শাহিন শাহ বাদশা, ওহিদুজ্জামান, আব্দুর রহিমসহ সুবিধা ভোগী মানুষ।

যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৭৯

আন্তর্জাতিক ডেস্ক :: গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র তুষারপাত। শক্তিশালী আর্কটিক শীতকালীন ঝড়ের কারণে তাপমাত্রা মাইনাস ৭৯ ডিগ্রি সেলসিয়াসে নামায় জনজীবন বিপর্যস্ত। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, স্থানীয় সময় শুক্রবার ও শনিবার উত্তর-পূর্বের ১ কোটি ৫০ লাখের বেশি মানুষ আর্কটিকের বরফ বিস্ফোরণের ঝুঁকিতে। তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকায় মাত্র পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে অনাবৃত ত্বকে ফ্রস্টবাইট হতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। দুই-একদিনের মধ্যে বেশ কয়েকটি শহরের তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে যাওয়ার আবহাওয়া পূর্বাভাসে রয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, নিউ ইয়র্ক রাজ্যের বেশিরভাগ এবং নিউ ইংল্যান্ডের ছয়টি রাজ্য- ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট এবং মেইনে সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে প্রায় দেড় কোটিরও বেশি মানুষের বসবাস। প্রতিবেদনে এসেছে, আর্কটিকের শীতল বাতাসে উত্তর নিউ ইংল্যান্ডের কিছু অংশে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। জাতীয় আবাহওয়া পরিষেবা (এনডব্লিউএস) সতর্ক করেছে, উত্তর পেনসিলভেনিয়া থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিপজ্জনক শীতল বায়ু প্রবাহিত হতে পারে। আবহাওয়া পরিষেবার কর্মকর্তা বব ওরাভেক বলেন, নিম্ন তাপমাত্রার সঙ্গে কানাডা থেকে ঠেলে আসা ঠান্ডা, শুষ্ক বাতাসের সঙ্গে সম্পর্ক রয়েছে, যা বেশি উচ্চতার স্রোত দ্বারা চালিত। এমন ঠান্ডা আবহাওয়া যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে এনডব্লিউএস। উত্তর-পূর্বে বরফের বিস্ফোরণ ঘটেছে। এতে শীতকালীন ঝড়ে পরিণত হয়েছে। এই ঝড়ের কারণে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। এ আবহাওয়ায় সাধারণত রক্ত প্রবাহ কমে গেলে, প্রায়শই নাক, গাল বা হাত পায়ের আঙ্গুলে ফ্রস্টবাইট হতে পারে। শরীরে উষ্ণ রক্ত প্রবাহের অভাবে ত্বকের টিস্যু জমে ফেটে যেতে পারে। কিছু ক্ষেত্রে অঙ্গহানি পর্যন্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়ে হাইপোথার্মিয়ার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সেই সঙ্গে শীতের কাপড় পড়ার অনুরোধ করা হয়েছে মানুষকে।

খুলনায় ককটেলসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা : লবণচরা থানাধীন মোক্তার হোসেন রোড এলাকা হতে ছয়টি ককটেলসহ মো: রাসেল গাজী (৩৪) নামে একজন গ্রেফতার হয়েছে। শনিবার সকালে র‌্যাব-৬ এর একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব জানায়, আসামি রাসেল মোক্তার হোসেন রোড সংলগ্ন খালপাড়ের বাসিন্দা। মাদক কারবারীদের অবস্থান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার পরে ওই এলাকায় অভিযান চালানো হয়, তখন বিস্ফোরকসহ সে গ্রেফতার হয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক দৈনিক জন্মভূমিকে বলেন, জনৈক বাদশা মন্ডল নামের এক ব্যক্তির দোকানের সামনের সড়কে আসামি অবস্থান করছিল। তার হাতে থাকা বাজার করা ব্যাগে লুকানো ছয়টি ককটেলসহ সে গ্রেফতার হয়েছে। তাকে আজ রোববার আদালতে সোপর্দ করার পাশাপাশি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।

জুনে চালু হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট : ভারতীয় হাইকমিশনার

বাগেরহাট : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে। এ বিষয়ে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন কর্তৃপক্ষ। কয়লা সংকটে বন্ধ থাকা প্রথম ইউনিট আগামী সপ্তাহে পুনরায় চালু হবে। এছাড়া সব ধরণের পরিবেশগত বিষয় বিবেচনা করে প্লান্ট পরিচালনা করা হচ্ছে। যার কারণে সুন্দরবনের কেন ক্ষতি হবে না বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার সকালে বাংলাদেশ ভারতের যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরাম উল্লাহ, প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডেসহ ইন্ডিয়া হাই কমিশন ও তাপবিদ্যুৎ কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় হাই কমিশনার প্রনয় ভার্মা তার সফরসঙ্গীদের নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপন ঘুরে দেখেন। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা হাই কমিশনারকে কেন্দ্রের বিভিন্ন বিষয় অবহিত। অত্যাধুনিক সব প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।

এদিকে কয়লা সংকটে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হওয়া সম্পর্কে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরাম উল্লাহ বলেন, আমরা কয়লা আনার জন্য সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশাকরি আগামী সপ্তাহের মধ্যে কয়লা চলে আসবে। আসলেই বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে।

বারবার তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি হওয়া সম্পর্কে তিনি বলেন, বড় প্রকল্পে এ ধরণের চুরি হয়ে থাকে। চুরি বন্ধে নিরাপত্তা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।