মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া গ্রামে। এ অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার সার্ভিস ও ফাঁড়ি পুলিশের পৃথক ২টি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ৯৪ নং বি সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশিয়া আক্তার জানায়, ঘটনার সময় তারা পাশেই তার বাবার বাড়িতে একটি অনুষ্ঠানে অবস্থান করছিলেন। প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী রুবি বেগম আগুন জ¦লতে দেখে তার স্বামী মিজানুর রহমানকে খবর দেয়।
স্থানীয় লোকজন ফাঁয়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও দীর্ঘ ১ ঘন্টার আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ দেড় লক্ষ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ফার্ণিচার, চাল-ডাল, আসবাসপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
তিনি আরও জানান, শুধু পরিহিত কাপড়-চোপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। পরিবার পরিজন নিয়ে তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

গৃহ মালিক মিজানুর রহমান শেখের দাবি, পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের মোতালেব শেখের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে শত্রুতাবসত অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।

আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন, উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ ।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচাজর্ মো. সাইদুর রহমান জানালেন, কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষীকা নিহত

পাইকগাছা অফিস : চোখের চিকিৎসা নিতে গিয়ে হতভাগ্য স্কুল শিক্ষক প্রীতিলতা বিশ্বাস (৫৩) মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছেন। নিহত প্রীতিলতা পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপি’র দক্ষিণ বাইনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহতের পরিবার সুত্র জানায়, ১২ ফেব্রুয়ারী রবিবার সকালে খুলনা থেকে প্রীতিলতা চোখের চিকিৎসার জন্য জামাইয়ের মোটরসাইকেলে কুদির বটতলার উদ্দেশ্যে রওনা হয়। বেলা ৯ টার দিকে রূপসা সেতুতে উঠার পূর্বে একটি মোড়ে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি পরিবহন ধাক্কা দিলে চালক জামাতা ছিটকে পড়ে আহত হয় এবং পরিবহনের চাপায় পিষ্ট হয়ে শিক্ষক প্রীতিলতা নিহত হয়। সে বাইনবাড়ীয়ার তাপস কান্তি মন্ডলের স্ত্রী। তিনি ২ কন্যা সন্তানের মা। বিদ্যালয় প্রধান শিক্ষক প্রিয়নাথ মন্ডল জানান, বৃহস্পতিবার চোখ দেখানোর কথা বলে সহকারী শিক্ষক প্রীতিলতা ছুটি নিয়ে খুলনায় চলে যায়। চোখের চিকিৎসা করতে গিয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে গ্রামে ফিরল। এদিকে সহকারী এ শিক্ষকের অকাল মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা সহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বৃন্দ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা নিহত প্রীতিলতার আত্মার শান্তি কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন।

পাইকগাছায় চেতনানাশক ওষুধ খাইয়ে চুরি

পাইকগাছা অফিস : পাইকগাছায় একই এলাকায় চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার সলুয়া গ্রামের মৃত আহল্লাদ হাজরার পরিবারের সদস্যদের অচেতন করে কোন কিছু না পেয়ে জামা কাপড় ও কোম্বল চুরি করেছে। শুক্রবার পরিতোষ দাসের বাড়ীতে একই পদ্ধতি অবলম্বণ করলেও বাড়ীর লোকেরা জেগে থাকায় চোরেরা ঠিক পেয়ে পালিয়ে যায়। একই এলাকার মিলন দাসের বাড়ী থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সঞ্জয় দাস বলেন, এ ঘটনায় কোথাও কোন অভিযোগ করা হয়নি। তবে এলাকার লোকেরা আতংকিত হয়ে পড়েছে। পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে।

বিএনপি দিশেহারা : ওবায়দুল কাদের

ইউনিক ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা হয়ে গেছে। তাদের আন্দোলন করার শক্তি নেই। তাই এখন মানববন্ধনে গিয়ে ঠেকেছে। তবে তাদের বিষের মুখ কমেনি। তাই মানুষ এখন তাদের ধানের শীষের পরিবর্তে বলে সাপের বিষ।

শনিবার (বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে এ দেশের মানুষ চায় না। কি করে এতো উন্নয়ন হলো, অন্তর জ্বালায় মরে বিএনপি। উন্নয়ন দেখে মানুষের চোখ জুড়ে যায়, আর বিএনপির জ্বালা, বুকের ব্যথা বাড়ে।’

তিনি বলেন,  ‘খেলা হবে জোরদার খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে হবে। দুর্নীতিবাজ, অর্থচুরি, জঙ্গিবাদের  বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত, শুধু অপেক্ষা শেখ হাসিনার ডাকের।’

ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে কাদের বলেন, ‘আপনারা ভালো আছেন, কিন্তু ফখরুল ভালো থাকতে দেবে না। আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করছেন আপনারা, ঠিক করেছে শেখ হাসিনা। জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছেন আপনারা। ৭ মার্চকে নিষিদ্ধ করেছে বিএনপি। তারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। জীবন থাকতে বিএনপির হাতে এই দেশ তুলে দেব না।

অগ্নিঝরা মার্চ

ইউনিক ডেস্ক : আজ ১২ তারিখ। অগ্নিঝরা মার্চের ১২তম দিন। ১৯৭১ সালের এই দিনের ঘটনাপ্রবাহ লক্ষ করলে দেখা যায়, বাংলাদেশে পাকিস্তানি শাসন ব্যবস্থা বলে কিছুই ছিল না। ক্যান্টনমেন্ট ছাড়া বাংলাদেশের সমস্ত কিছু পরিচালিত হচ্ছিল বঙ্গবন্ধুর নির্দেশ মেনে।

বঙ্গবন্ধুর আহ্বানে শেকল ছেঁড়ার অদম্য নেশায় দুরন্ত দুর্বার হয়ে ওঠে বীর বাঙালি। প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ, বিক্ষোভে সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল। ছাত্র-জনতার সঙ্গে পেশাজীবীরাও রাজপথে নেমে আসেন, অংশগ্রহণ করেন আন্দোলনে। লাগাতার অসহযোগ আন্দোলনে পূর্ব বাংলায় থাকা পাকিস্তানি সামরিক জান্তা দমে যেতে থাকে।

১৯৭১ সালের ১২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসহযোগ আন্দোলন সরকারি, আধা-সরকারি কর্মচারীদের কর্মস্থল বর্জন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসগৃহ ও যানবাহনে কালো পতাকা ওড়ানো অব্যাহত থাকে।

লাহোরে এক সংবাদ সম্মেলনে গণ-ঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান বলেন, ভাগ্যের কী নির্মম পরিহাস, দোষ করা হল লাহোরে কিন্তু বুলেট বর্ষিত হল ঢাকায়। তিনি বলেন, পূর্বাঞ্চলের জনসাধারণ সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসেবে নয়।

পাকিস্তানকে রক্ষা করার জন্য একটি মাত্র পথ খোলা রয়েছে। আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর। লাহোরে ন্যাপের মহাসচিব সিআর আসলাম এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান সংকটের জন্য একচেটিয়া পুঁজিপতি ও আমলারাই দায়ী।

ভুট্টোও এ ব্যাপারে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। ভুট্টোর হুমকিপূর্ণ মনোভাব ও ক্ষমতার লিপ্সাই রাজনৈতিক সংকটকে আরও মারাত্মক করে তুলেছে। জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন।

রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় ২৩ মার্চ পাকিস্তান দিবসের নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়।

ময়মনসিংহে এক জনসভায় ন্যাপ প্রধান আবদুল হামিদ খান ভাসানী সাত কোটি বাঙালির মুক্তিসংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, আমি জানি শেখ মুজিবর রহমান কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না।

আপনারা শেখ মুজিবের ওপর সম্পূর্ণ ভরসা রাখুন। চলচ্চিত্র প্রদর্শকরা বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকাল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে বাংলাদেশের জন্য প্রেরিত খাদ্য বোঝাই মার্কিন জাহাজের গতি বদলে করাচি প্রেরণের ঘটনায় উৎকণ্ঠা ও নিন্দা প্রকাশ করেন। বগুড়া জেলখানা ভেঙে ২৭ জন কয়েদি পালিয়ে যায়। কারারক্ষীদের গুলিতে একজন কয়েদি নিহত ও ১৫ জন আহত হন।

একাত্তরের মার্চ মাসের দিনগুলো ছিল থমথমে, উৎকণ্ঠা, শঙ্কায় পরিপূর্ণ। চাপা উদ্বেগ, অস্থিরতা আর অনিশ্চয়তার আবর্তে ঘুরপাক খাচ্ছিল সাড়ে ৭ কোটি বাঙালি। কী ঘটবে, কী ঘটতে যাচ্ছে- তা নিয়ে চিন্তিত, উৎকণ্ঠিত ছিলেন সবাই।

অবরুদ্ধ গণমানুষ ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছিলেন চূড়ান্ত লড়াইয়ের জন্য। লক্ষ্য একটাই, নিরঙ্কুশ স্বাধীনতা। কারণ, ততদিনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছিল যে, পশ্চিম পাকিস্তানি বেনিয়া দুর্বৃত্ত শোষকগোষ্ঠী বাঙালিকে তার ন্যায্য অধিকার কোনোদিনই দেবে না। তাই তাদের বিরুদ্ধে শুধু সংগ্রাম, মিছিল-সমাবেশই নয়, লড়তে হবে চূড়ান্ত লড়াই।

উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

ইউনিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যাত্রাকে মসৃণ করতে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপনারা আসুন, বিনিয়োগ করুন, বাংলাদেশ সবসময় প্রস্তুত আপনাদের আগমনের জন্য। বাংলাদেশকে নিজের দেশ মনে করেই বিনিয়োগ করুন।’

প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

ফেডারেশন অব বাংলাদেশ  চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (এফবিসিসিআই) সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় (বিডা) এফবিসিসিআই এই সম্মেলনের আয়োজন¡ করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃ›ন্দদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত, সমৃদ্ধ এবং উদ্ভাবনী স্মার্ট দেশ হিসেবে বিনির্মাণের জন্য আমাদের অভিযাত্রায় যুক্ত হতে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ এখন ২০২৬ সাল নাগাদ এলডিসি থেকে বের হয়ে যাবার জন্য ৫ বছর প্রস্তৃতিমূলক সময় পার করছে, উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণ আমাদের দেশের জন্য একইসঙ্গে অবারিত সুযোগ সৃষ্টি করবে আবার অনেকগুলো চ্যলেঞ্জও আমাদের মোকাবিলা করতে হবে।

‘কিন্তু আমি বিশ^াস করি আমরা কঠোর বাণিজ্য প্রতিযোগিতাসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতাও অর্জন করবো। আমি দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে এসব সুযোগ কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানাচ্ছি, বলেন তিনি।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘এখানে কোন হতাশার কথা শুনতে চাইনা। এখন থেকে নিজেদেরকে তৈরি করতে হবে। যেসব চ্যালেঞ্জ সামনে আছে, সেগুলো আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ।’

উত্তরণ-পরবর্তী পরিবেশে চ্যালেঞ্জসমূহ মেকাবিলায় তাঁর সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও কথা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধিসহ মূল্যস্ফীতির চাপে সাধারন মানুষ কষ্ট পাচ্ছে ’ উল্লেখ করে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে জিনিসপত্রের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে এবং সেই পদক্ষেপ নিতে হবে। তা না হলে নিজেরা নিজেদের বাজার হারাবেন।’

সরকার প্রধান বলেন, সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের বর্তমান প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে যেখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

‘আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা কোনমতেই ব্যর্থ হবো না। যে কোন ক্ষেত্রে আমরা অবশ্যই সফল হব প্রতিবন্ধকতার উত্তরণ ঘটাতে। কারণ, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারি একটি দেশ, আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবেই আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ করে বিশে^ মাথা উঁচু করে চলতে চাই। তাই সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার’ বলেন তিনি।

ময়মনসিংহে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ইউনিক ডেস্ক : ময়মনসিংহে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় ময়মনসিংহে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জায়গায় ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ময়মনসিংহ সদরের চর সিরতায় ৫০ শয্যা বিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, ২১টি বিদ্যালয় ও কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ময়মনসিংহ জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, জামালপুরের মাদারগঞ্জ, নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূলভবন, শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন।

এছাড়াও প্রধানমন্ত্রী যেসব নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহানা হল নির্মাণ, রোজী জামাল হল নির্মাণ, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট পাঁচ তলা ছাত্র হোস্টেল নির্মাণ, শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ, ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

পাইকগাছায় ইয়াবাসহ গ্রেফতার ১

পাইকগাছা অফিস : পাইকগাছায় ৪০পিস ইয়াবাসহ রেজাউল শেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীকন্ঠপুরস্থ নিজ চিংড়ি ঘেরের বাসা থেকে থানা পুলিশের এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জুরুল ও শেখ পলাশ হোসেন অভিমান চালিয়ে ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউলকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের লতিফ শেখের ছেলে। এ ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে রেজাউল শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃত রেজাউল শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আশাশুনি থানায় মাদক আইনে মামলা রয়েছে।

তালায় নিয়োগ পরীক্ষার আগেই অর্ধ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নের কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাঁচটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, ল্যাব সহকারী, পরীচ্ছন্নতাকর্মী ও আয়া পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলের অভিভাবকরা। তাদের দাবি, নিয়োগে কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ দিতে যাচ্ছে।

ম্যানেজিং কমিটির সদস্য মো: আকরাম হোসেন বলেন, পাঁচটি পদে দরখাস্তের আহবান করা হয়। এরপর থেকে এসব পদে অর্থ বাণিজ্য করার জন্য সভাপতির ভাইয়ের ছেলে বিশ্বজিৎ দাশসহ আরো ৪ জনকে নিয়োগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, অনেক আশা নিয়ে চাকরির জন্য বিদ্যালয়ে আবেদন করেছিলাম। আবেদন জমা দেওয়ার সময় প্রধান শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানালেও এখন প্রতিটি পদের জন্য দশ লক্ষ করে টাকা নিয়ে তাদের চাকরি দিচ্ছে। আরেক প্রার্থী জানান, আমি গরীব মানুষ। একটা পদে দরখাস্ত করেছিলাম। কিন্তু এখানে যেভাবে নিয়োগ বাণিজ্য শুরু হয়েছে তাতে আমার যোগ্যতা থাকলেও আমার চাকরি পাওয়ার কোন সম্ভবনা নেই। এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্মকতাদের হস্তক্ষেপ কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার দাশ জানান, আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। কোন প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়নি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ সম্পন্ন হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, এ ধরনের কোন অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের সার-বীজের নায্য দাবি আদায় হয়েছে : এড. সুজিত

ফুলতলা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের সার-বীজের নায্য দাবি আদায় হয়েছে। আজ সরকার নায্য মুল্যে, বিনা মুল্যে দেশের প্রকৃত কৃষকদের হাতে সার-বীজ পৌঁছে দিচ্ছে। তিনি আরও বলেন, কৃষক যাতে তার দ্রব্যের নায্য মূল্য পায় তার জন্য সরকার বিভিন্ন মৌসুমে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযান পরিচালনা করে থাকে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সারা দেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় ফুলতলা উপজেলা কৃষকলীগের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মুজিবুর রহমান, রফিকুর রহমান রিপন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, আশরাফুজ্জামান বাবুল, উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, এড. তারিক হাসান মিন্টু, মানিকুজ্জামান অশোক, খায়রুল আলম, আজগার বিশ্বাস তারা, এস মৃনাল হাজরা, আবু তাহের রিপন, আঃ মান্নান খান, শহীদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস রবিন বসু, সৈয়দ তুরান, মোল্যা সিরাজুল ইসলাম প্রমুখ।