বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিেেস্ট্রট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ডা. জামাল উদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানসহ আরো অনেকে।

মোল্লাহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ অবহিতকরণ এবং অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সোমেন দাশ, অনিমেষ বালা, ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, ডাঃ নাহিদুল ইসলাম, মোঃ শওকাত হোসেন, আঃ সালাম, মোঃ সালমান জামান, মোঃ মফিজুর রহমান, আতিকুর রহমান জুয়েল, মোঃ ইসহাক, মোঃ ওসমান হামিদ, মোঃ মফিজুর রহমান, আবুল কালাম, মোরশেক আহমেদ, শেখর চন্দ্র, মোঃ কামরুল ইসলাম, মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, তাজউদ্দিন আহম্মেদ পিকিং ও মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ভাইস প্রেসিডেন্টের ২ বছর সশ্রম কারাদণ্ড

যশোর অফিস : গ্রাহকের টাক আত্মসাতের দায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহাবুব রহমানকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত মাহাবুব রহমান নড়াইল লোহাগাড়ার ব্রক্ষ্ম মানিনগর গ্রামের মৃত আব্দুস সালাম মোল্যার ছেলে। গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান পলাতক রয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর উপশহরের ডি-ব্লকের বাসিন্দা গিয়াস উদ্দিন দীর্ঘ বছর বিদেশে থেকে ২০১১ সালে তিনি দেশে ফিরে আসেন। আসামি মাহাবুব রহমান যশোর শহরের জেল রোডের আরএস ভবনের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। ২০১২ সালের ডিসেম্বর মাসের দিকে আসামি মাহাবুবের সাথে গিয়াস উদ্দিনের পরিচয়। তিনি নিজেকে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পরিচয়ে বীমা করার পরামর্শ দেন। তার প্রস্তাবে রাজি হয়ে ২০১৩ সালের ৩০ আগস্ট গিয়াস উদ্দিন ও তার স্ত্রী হাজেরা বেগম সন্ধানীর অফিসে এসে দুইটি বীমার হিসাব খুলে ৪ হাজার ৯৮০ টাকা জমা করে রশীদ গ্রহণ করেন। ওই বছরের ২০ অক্টোবর গিয়াস উদ্দিনের বাসায় যেয়ে বীমার বাকি ২ লাখ ২৯ হাজার ৫শ’ টাকা আসামি মাহাবুব নিয়ে আসেন। এ সময় তিনি জমা রশিদ পরে দিবেন বলে জানিয়ে ছিলেন। মাহাবুব নির্ধারিত সময়ের মধ্যে রশীদ না দেয়ায় তিনি ৪ নভেম্বর অফিসে যেয়ে টাকা জমার রশীদসহ অন্যান্য কাগজপত্র চাইলে না দিয়ে নানা তালবাহানা শুরু করেন। একপর্যায়ে তিনি টাকা খরচ করে ফেলেছেন স্বীকার করে পর দিন টাকা পরিশোধের অঙ্গীকার করে একটি চুক্তিনামা করে দেন। নির্ধারিত সময়ে টাকা না দেয়ায় ২০১৩ সালের ৩০ মার্চ তার কাছে পাওনা ২লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা ফেরত চাইলে তিনি দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই বছরের ১ জুলাই প্রতারণার অভিযোগে মাহাবুব রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন গিয়াস উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মাহাবুব রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

কেশবপুরে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন

যশোর অফিস : যশোর জেলার কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদর্শন করে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

মোরেলগঞ্জে সাবেক চেয়ারম্যান সরোয়ারের ইন্তেকাল

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের বাসিন্দা উপজেলা হোগলাবুনীয়া ইউনিয়নের ৫ বারের নির্বাচীত সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন হাওলাদার(৮৪) গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় খুলনা সিটি মেডিকেলে কলেজ হাসপাতালে ইন্তকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় তার গ্রামের বাড়িতে তারই প্রতিষ্ঠিত হোগলাবুনীয়া মমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে স্থানীয় এমপি এড. মো. আমিরুল আলম মিলন, পৌর মেয়র এড. মনিরুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এমপিওভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ফুলতলায় শিক্ষক সমাবেশ

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// এমপিওভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামী ২০ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে ফুলতলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা স্বাধীনতা চত্ত¡রে এ সমাবেশ সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিরন্য কুমার মন্ডল। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিমান কুমার নন্দীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি মোঃ মহাসিন বিশ্বাস, মোঃ গোলাম মোস্তফা, প্রেমচাঁদ দাস, প্রশান্ত কুমার রায়, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, মোঃ ইকবাল কবীর, তাপস কুমার বিশ্বাস, শিক্ষক সন্দিপন রায়, শেখ আবু সাইদ কবির, বিজয় কৃষ্ণ হালদার. পবিত্রা হালদার, পরিতোষ কুমার মন্ডল, মোঃ হেলাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আহসান হাবিব প্রমুখ।

 

ফুলতলায় চরমপন্থীদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন-নারায়ণ চন্দ্র চন্দ এমপি

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সন্ত্রাসীরা সমাজের ও নিজের ক্ষতি করে। এ জগতে কেউ চিরস্থায়ী হতে পারে না। তারা নানা অপরাধে জড়িয়ে জীবনটাকে অন্ধকারে ঠেলে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরমপন্থী ও সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পনকারীদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ দিয়েছে। আত্মসমার্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের নিমিত্তে “দি সোনার বাংলা গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ” এর অনুকুলে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফুলতলা উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার বিকালে হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও খোশনূর রুবাইয়াৎ। সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, এনএসআই খুলনার সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহানআলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ওসি (তদন্ত) মেঃ শাহাদাৎ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মৌসুমী সুলতানা, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সমিতির সভাপতি ফারুক মোল্যা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, সালাম তরফদার, মোস্তানিজুর রহমান, সাগর শেখ, আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি আত্মসমার্পণকৃত চরমপন্থী ৪৫ জনকে গরু পালন ও মৎস্য চাষের মাধ্যমে পুনর্বাসনের জন্য ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।