দুপুরে গ্রেফতার, বিকেলে জামিন পেলেন মাহিয়া মাহি

ইউনিক ডেস্ক : পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘণ্টা পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (১৮ মার্চ) বিকেলে জামিন দেন আদালত। কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলল নায়িকার। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার।

তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

এদিন দুপুর ১২টার দিকে জিএমপির সদস্যরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেফতার করেন।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ডিসি মো. খলিলুর রহমান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন

মাহি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাঁচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।

ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

আগত রমজান: খুলনার মার্কেট গুলোতে উপচে পড়া ভিড়

এস, এম, জাহিদ: দ্রব্যমূল্যের ঊর্ধগতি যত ই হোক না কেন ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মত,খুলনা নগরীর বড়বাজারের মার্কেটগুলোতে। সামনে রমজানকে সামনে রেখে অনেকেই মাসিক একবারের বাজার করতে দেখা গেছে। চাহিদার অতিরিক্ত তথাপি সে তুলনায় আমদানি কম থাকায় বিভিন্ন দ্রব্যের মূল্য এতো বৃদ্ধি পেয়েছে অনেকে মন্তব্য প্রকাশ করে। দেশীয় মুরগি, মাছ, ডিম, যেগুলো আসলে অনেকটা বিলুপ্তের পথে, সেগুলোর দাম হাতের নাগালের বাইরে। যারা দিনমজুর বা খেটে খায় তাদের পক্ষে ইচ্ছা থাকলেও অনেক কিছু ক্রয় করে বয়লা রমজানে খেতে পারবে না। আসন্ন ২৩ তারিখে প্রথম রমজান কে সামনে রেখে অনেকেই চাল, ডাল, ছোলা ,তেল, বেসন বিভিন্ন দ্রব্যাদি মজুত আকারে ক্রয় করছে। বড় বাজারের মধ্যে প্রবেশকালে বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে মুদি দোকান গুলোতে অতিরিক্ত উপচে পড়া ভিড়। আবার ফলের দোকান ,চিড়া,মুড়ি ইত্যাদি দোকান গুলোতে ও কমতি ছিলনা ক্রেতাদের ভিড়ের। প্রতিটি পণ্যের আগের তুলনায় তুলনামূলক দাম অনেক বেশি দূর দুরান্ত থেকে গ্রামের বিভিন্ন এলাকা থেকে সবজি, মাছ সহ অন্যান্য অনেক দ্রব্যাদি শহরে প্রবেশ করেছে বলেও দেখা গেছে ।কাপড়ের দোকানগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মত। একজন ক্রেতা বলছে, রোজার শুরুতে বা রোজার পূর্বে যদি কেনাকাটা করা যায় তাহলে দামের দিক থেকে কম পাবে, অনেকটা ভালো পণ্য পাবে এবং রমজান পড়া শুরু হয়ে গেলেই কেনাকাটার আরো ধুম পড়বে তখন দাম বেশি হবে যার কারনে এখন শুরুতেই কেনাকাটা করতে আসা বলছে ঐ ক্রেতা। অপরদিকে দোকানদার এক বিক্রেতা বলছে শুরুতেই ভালো কেনাকাটা দেখছি এবং সকাল থেকে প্রচন্ড পরিমাণ সেল দিচ্ছি, ভিড় করছে ক্রেতারা ভালই ,কেনাবেচা হচ্ছে অনেক,এমন কেনাবেচা হলে এ বছর ব্যবসা-বাণিজ্য অনেক ভালো হবে বলে মনে করছে বড়বাজারের ওই দোকানদার। শুরুর এই ভালো দেখে ভালো বিক্রি দেখে সে ও প্রফুল্লতা প্রকাশ করছে। এমন অবস্থা দেখা গেছে নিউমার্কেট, শপিং কমপ্লেক্স এবং সিমেন্টি রোডের রোডের জুতোর দোকানগুলোতেও। অনেকে যদিও বলছে ২০২৩ সাল দুর্ভিক্ষের বছর ,তথাপি ক্রেতা বিক্রেতাদের মধ্যে এমন কোন হতাশা দেখা যায়নি। অন্যদিকে মার্কেট গুলোর মধ্যে যাত্রীবিহীন এবং যাত্রীসহ ইজিবাইকগুলো ঢোকাতে ক্রেতা বিক্রেতারা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে বলে অধিকাংশ আগত জনসাধারণ মত প্রকাশ করছে। প্রত্যেকটা মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সেক্রেটারি এবং ব্যবসায়ী, বিক্রেতা ,ক্রেতা যারা ,প্রত্যেকেরই মন্তব্য, কোনক্রমে রমজান মাস সহ সারা বছর যদি এই মার্কেট গুলোতে ইজিবাইক প্রবেশ না করে তাহলে সকলের জন্যই কেনাকাটায় ভালো হয়। সুবিধা মতো বেচা কেনা করা সম্ভব হয়। না হলে প্রতিনিয়ত ওদের কারণে যানজটের সৃষ্টি হয় এবং নানান প্রকার সমস্যার সম্মুখীন হয় ক্রেতারা । দোকান ব্যবসায়ী, মালিক সমিতি সকলেরই সিটি কর্পোরেশন এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ইজিবাইক অনুপ্রবেশে যানজটের সৃষ্টি ব্যাপারে ।

পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারিদের দশম গ্রেডে উন্নতির দাবী

বিজ্ঞপ্তি : খুলনায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ, বাংলাদেশ, রেজিঃ নং ২২১৫ এর বিভাগীয় সম্মেলনে মাঠ সহকারীদের দশম গ্রেডে উন্নতির দাবী তোলা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে এই দাবী তুলেছেন নেতৃবৃন্দ। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ এর খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম সাঈদুজ্জামান এর সঞ্চালনায় ও খুলনা শাখার সভাপতি গৌতম কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোঃ এনামুল হক। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রোবেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আলী, সদস্য হাবিবুর রহমানসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত নেতৃবৃন্দ। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে ১০ জেলার সাংগঠনিক কমিটি ঘোষনা করা হবে। এই সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে তারা ১৪ গ্রেডে বেতন পাচ্ছেন। তারা ১৪ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নতির জন্য বিভিন্ন সময় দাবী তোলা হলেও তাদের ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাষ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। তারা অবিলম্বে তাদের দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে।

ইসরায়েলে করোনার নতুন দুই প্রজাতি

আন্তর্জাতিক ডেস্ক : আবারও মিউটেশন (জিনগত বদল) হচ্ছে করোনাভাইরাসের। ভাইরোলজিস্টরা বলছেন, করোনার প্রজাতি ওমিক্রনের বদল ঘটে আরও দুই নতুন প্রজাতি জন্ম নিয়েছে। ইসরায়েলে এই দুই প্রজাতির সংক্রমণ ছড়াচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এক দম্পতি বিদেশ সফর সেরে ইসরায়েলে ফেরার পরে তাদের আরটি-পিসিআর পরীক্ষা হয়েছিল। তাতেই সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষায় দেখা গেছে কোভিডের নতুন ভেরিয়েন্টটি বিএ.১ বা ওমিক্রন এবং বিএ.২ (ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট) এর মিশ্রণ।

ইসরায়েলের স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, নতুন এই ভাইরাসটি আসলে দুই প্রজাতির সংমিশ্রণ। ওমিক্রন বা বিএ.১য়ের সঙ্গে মিশে গিয়েছে বিএ.২।

ভাইরোলজিস্টরা বলছেন, নতুন এই প্রজাতিতে অন্তত ৫০টি মিউটেশন হয়েছে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে স্পাইক প্রোটিনেই (এস) ৩০ বার অ্যামাইনো অ্যাসিডের কোড বদলে গেছে। মানুষের শরীরে এই প্রজাতি খুব দ্রুত ছড়াতে পারে।

ওমিক্রন কতটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, ওমিক্রনের সংক্রমণে খুব জটিল রোগ হতে এখনও দেখা যায়নি। এটি ফের মহামারি তৈরি করবে নাকি থমকে যাবে সেটি সময়ই বলে দেবে।

বিজ্ঞানীরা বলছেন, তবে এই প্রজাতি যেহেতু খুব দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে তাই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। আরও একটা বৈশিষ্ট্য রয়েছে ওমিক্রনের। এটি অ্যান্টিবডির ক্ষমতা কমিয়ে দিতে পারে। অ্যান্টিবডি ভাইরাল স্ট্রেনের সঙ্গে জুড়ে গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে দেয়, কিন্তু ওমিক্রনের এমন ক্ষমতা আছে যা অ্যান্টিবডির গুণই নষ্ট করে দিতে পারে।

ভাইরোলজিস্টদের মতে, সংক্রামক ভাইরাস যত বেশি মানুষের শরীরে ছড়াবে, ততই তার জেনেটিক সিকুয়েন্স বা জিনগত বিন্যাসের বদল হবে। মানুষের শরীরে ছড়াতে হলে ভাইরাসকে সংখ্যায় বাড়তে হবে, তাই দ্রুত তার বিভাজন হবে। আর যত বেশি বিভাজন হবে ততই ভাইরাস নিজেকে নতুন করে গড়ে নেবে।

পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ২ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জামতলায় নির্মাণ কাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন
৪নং দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল। এ সময় ইউপি সদস্য রবীন্দ্রনাথ মণ্ডল, চম্পক বিশ্বাস, লক্ষ্মী রানী সরকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ফিল্ড কোর্ডিনেটর জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন রানা, সিও অনামিকা সরকার, দেবশ্রী মন্ডল, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সুকৃতি মোহন সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ, পূজা উদযাপন কমিটি সভাপতি
 নিরাপদ সরকার, ডাব্লিউডিএমসি সচিব অতনু মন্ডল, ডাব্লিউডিএমসি এর সদস্য ও ইউনাইটেড ক্লাবের সদস্য সচিব তুষার কান্তি সরকার, প্রিন্স সরকার, শ্রাবন্তী সরকার, লক্ষ্মী মন্ডল, প্রিয়াংকা মন্ডল, শুভ্রদেব সরকার, প্রসেন সরকার, সুইটি সরকার, সুজয় সরকার, সুইটি মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফকিরহাট কাজি আজহার আলী কলেজে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী

ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০বছর পূতি সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের শুরু হয়। পরে পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেষ্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। তিনি বলেন জনগন যাতে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। প্রতিটি কাজ দৃশ্যমান। পদ্মা সেতু ও মেট্রোরেল সহ দেশে অনেক উন্নতি হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক ও অত্র কলেজের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চেীধুরী, বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সর্বণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওয়াদার মুজিবুর রহমান প্রমূখ।
এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, প্রাক্তণ শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এরপূর্বে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ফকিরহাট নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন শুভ উদ্বোধন করেন। এছাড়া কাজি আজহার আলি কলেজের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও কলেজ চত্ত্বরে গাছের চারা রোপন করেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শোক

বিজ্ঞপ্তি : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের খুলনা মহানগর শাখার সভাপতি নুর হাসান জনির মেজো ভাই নুরুল ইসলাম নুরু (৪৮) গতকাল (১৮ মার্চ) রাত ১২ টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা গতকাল (শনিবার) বাদ জোহর খালিশপুর বঙ্গবাসী স্কুল সংলগ্ন বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযার শেষে সরকারি গোয়াল খালি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের খুলনা মহানগর শাখা গভীরভাবে শোকাহত। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহিকে গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউনিক ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। আর মাহির পুলিশের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক কি না তা তদন্তেই বেরিয়ে আসবে।

আজ শনিবার (১৮ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সব কিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারবো।

মাহির অভিযোগ তদন্ত করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না, কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগীতা চাওয়া হয়েছে। আমরা অনেক কিছুই শুনেছি-জেনেছি। যেসব তথ্য আমাদের কাছে এসেছে, তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

আরাভ খান যেহেতু ভারতীয় পার্সপোটধারী, সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের সহায়তায় আরাভ খানকে বাংলাদেশে ফেরত আনা হবে জানতে চাইলে সুস্পষ্ট উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে।

যশোরে মাথায় ইট পড়ে এক শিশু মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় একটি নির্মাণাধীন হোটেলের ইট মাথায় পড়ে ৭ বছরের এক শিশু যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার সকাল সাড়ে নয়টার সময় এই দুর্ঘটনা ঘটে।
চৌগাছা উপজেলার পৌরসভার নিরিবিলিপাড়া (৪নং ওয়ার্ড) এলাকার শংকর বালার শিশুকন্যা শ্রেয়া বালা (৭) উপজেলার একটি নির্মাণাধীন হোটেলের ছাদ থেকে ইট তার মাথায় পড়ে। শিশুটি ওই ভবনের নিচে খেলা করছিল। পরে তাকে উদ্ধার করে মারাত্মকভাবে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা বারোটার দিকে শিশুটি মারা যায়। মরা দেহটি যশোর হাসপাতালে ময়নাতদন্তের অপেক্ষায় ছিল।

যশোরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

যশোর অফিস : স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী (৯)কে ধর্ষনের চেষ্টার অভিযোগে লম্পট জসিম উদ্দীন (৩৫) এর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মামলাটি করেন শিশুটির মাতা সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের বাসিন্দা। আসামী করেছেন, সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওমর আলীর ছেলে জসিম উদ্দীন। পুলিশ জসিম উদ্দীনকে গ্রেফতার করতে পারেনি। আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছে।
মামলায় চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর শিশু মেয়ের মাতা উল্লেখ করেন, বাদির স্বামী বিদেশ থাকে। বাদি ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করে। লম্পট জসিম উদ্দীনের বাড়ি ও বাদির বাড়ি পাশাপাশি। জসিম উদ্দীন মাঝে মধ্যে বাদির বাড়িতে আসা যাওয়া করতো। বাদির শিশু মেয়ের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলতো জসিম উদ্দীন। সেই সূত্র ধরে বাদির শিশু মেয়ে জসিম উদ্দীনকে কাকা বলে ডাকতো। বৃহস্পতিবার ১৬ মার্চ সকালে বাদির বাড়ির পাড়ায় একটি হনুমান আসে। হনুমানটি বাদির গ্রামের স্কুল মাঠে একটি গাছের উপর বসে থাকে। বাদির শিশু মেয়ে হনুমানটি দেখে স্কুল মাঠ থেকে বাড়িতে ফিরে আসার পথে বাদি পক্ষের পারিবারিক কবরস্থানের পাশে কাঁচা রাস্তার উপর সকাল পৌনে ১০ টায় জসিম উদ্দীন বাদির শিশু মেয়েকে দাঁড় করায়। শিশুটির হাত ধরে সরুই ডাঙ্গা গামের জনৈক নবুল্লা এর মেহেগুনী বাগানের মধ্যে নিয়ে মাটিতে শোয়াইয়া তার পরনের হাফপ্যান্ট খুলে জোর করে ধর্ষন করার চেষ্টা করে। শিশুটি ডাক চিৎকার করলে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে জসিম উদ্দীন শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তখন বাদি তার শিশু মেয়ের কাছে ঘটনা শুনে স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দেন।