বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের শোক

বটিয়াঘাটা প্রতিনিধি: দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অমিয় কান্তি পালে’র বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার পালে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা বিলাল, দপ্তর সম্পাদক পরাগ রায়, কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, সাংবাদিক এ্যাডভোকেট বিজন রায় চৌধুরী, সাংবাদিক রিপন রায় প্রমূখ।

মোল্লাহাটে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে মঙ্গলবার (২১মার্চ) ক্লাইমেটÑস্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ক্লাইমেটÑস্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে আয়োজিত উক্ত মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডিডি(পিপি) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা(ভাঃপ্রাঃ) ডাঃ আশাদুজ্জামান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও সাইফুর রহমানসহ বিভিন্ দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় কৃষকগন প্রমুখ।

চুকনগরের হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড: প্রধান বিচারপতি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন,’১৯৭১সালের ২০মে পাকবাহিনীর হাতে চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড। বিশ্বের ইতিহাসে একই দিনে এত অল্প সময়ে, এত বড় হত্যাকান্ড আর কোথাও ঘটেনি।
এ হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে। তিনি আজ মঙ্গলবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি পরিদর্শন কালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণহত্যা ‘৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার এসএম মোরশেদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাদিউজ্জমান। আরো বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, বীরমুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দীন, বীরমুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক জিএম ফারুক হোসেন, আ’লীগ নেতা স,ম মুস্তাফিজুর রহমান দুলু, সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ রহমত উল্লাহ। আলোচনা সভার পূর্বে প্রধান বিচারপতি শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। সভাশেষে তিনি সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হন।

ফকিরহাটে এসবিসিসি সংক্রান্ত সচেতনামূলক কর্মশালা

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এসবিসিসি সংক্রান্ত সচেতনামূলক উপজেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় নারীর প্রতি সহিংসতা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, যৌন হয়রানী, নারীদের মৌলিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
আরআরএফ এর আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
ইউএনএফপিএ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নার্গিস আনিসা পিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, আরআরএফ এর সকল বিভাগ ও প্রজেক্টের পরিচালক অরুন কুমার বিশ্বাস, আরআরএফ এর কর্মকর্তা খাালেদা নার্গিস প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও এনজিওকর্মী উপস্থিত ছিলেন।

শংকরপুরে জমিতে ১৪৪ ধারা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ

যশোর প্রতিনিধি : আদালতের নির্দেশ অমান্য করে যশোর শহরের শংকরপুর এলাকার একটি বিবাদমান জমিতে১৪৪ ধারা জারি করলেও মানছেন না সিরাজুল ইসলাম। তিনি আদালতের আদেশ অমান্য করে জমিতে স্থাপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।
অভিযোগে জানা গেছে, যশোর শহরের শংকরপুর মৌজার আরএস ২৫২৪ দাগের ২০ শতক জমির মধ্যে ২.৫০ শতক জমি ওয়ারেশ সূত্রে মালিক ঘোপ নওয়াপাড়া রোডের ফজলুল করিম পাটোয়ারির মেয়ে নুরুন্নাহার সীমা। তিনি দীর্ঘ দিন ধরে এ জমি ভোগদখল করে আসছেন। গত ১৯ ফেব্রুয়ারি সীমা সংবাদ পান শংকরপুরের মৃত ছাত্তার মিয়ার ছেলে সিরাজুল ইসলাম লোকজন নিয়ে জমি দখলের জন্য নির্মাণ সামগ্রী এনে রেখেছেন। ঘটনাস্থলে গেলে তিনি সীমা ও তার লোকজনদের খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে সীমা নির্বাহী আদালতে মামলা করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে কোতয়ালি থানার ওসিকে বিবাদমান জমিতে ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজার রাখার আদেশ দেন। আদালতের আদেশে থানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে যেয়ে উভয় পক্ষকে নোটিশ দিয়ে ১৪৪ ধারা জারি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ বা যশোর থানা পুলিশের নির্দেশ অমান্য করে ১৪৪ ধারার নোটিশকে অসম্মান করে জমিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিরাজুল ইসলাম গং।
বিবাদী সিরাজুল ইসলাম আদালতের নোটিশ প্রাপ্তির পরও আদালতের আদেশ অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির আশংকায় ভুগছেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার নোটিশ জারিকৃত তদন্ত অফিসার এসআই শরীফ আল মামুন জানাইছেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বঙ্গবন্ধু কনসার্টে শরণখোলা মাতিয়ে গেলেন কন্ঠ শিল্পী লায়লা

শরণখোলা আঞ্চলিক অফিস : বঙ্গবন্ধু কনসার্টে শরণখোলা মাতিয়ে গেলেন এ সময়ের সাড়া জাগানো কন্ঠ শিল্পী লায়লা। সোমবার রাতে শরণখোলা উপজেলা সদরে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে কনসার্টে গান গেয়ে হাজারো দর্শক শ্রোতাকে মাতিয়ে তোলেন এ শিল্পী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু কনসার্টের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনসার্ট পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও শরণখোলা প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমূখ। এদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত একটায় কনসার্ট শেষ হয়।

খুলনায় চতুর্থ শিল্প বিপ্লব ও গণমাধ্যম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুলনা : খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার আজ (মঙ্গলবার) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ইন্টারনেট অব থিংস ও ব্লক চেইন প্রযুক্তির ন্যায় বৈপ্লবিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। প্রথম তিনটি শিল্পবিপ্লব দীর্ঘ সময় পর পর শুরু হয়েছিলো। কিন্তু চতুর্থ শিল্পবিপ্লব পরবর্তী বিশ^, প্রযুক্তিগত দিক দিয়ে দ্রুত পরিবর্তনশীল। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিজ্ঞানে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের লক্ষ্যই হলো জনগণের জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা। তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা ও চিকিৎসাখাতে চতুর্থ শিল্পবিপ্লবের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মতো দেশগুলোর এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রযুক্তি বিষয়ক জ্ঞান আহরণ ও বিস্তারে গণমাধ্যমকর্মীরা বিশেষ অবদান রাখতে পারেন।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রপ্তানী উন্নয়ন ব্যুরো’র পরিচালক জিনাত আরা আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য দেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি।

সেমিনারে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।

মোরেলগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট (আবহাওয়ার সাথে মানানসই) কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য  কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন সোমবার বেলা ১০টার দিকে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম এসময় তার সাথে ছিলেন।

পরে মেলা উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার ও সাইফুল ইসলাম হাওলাদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় কৃষকদের উৎপাদিত নানা ধরণের ফসল, ফল ও গাছপালা নিয়ে ১২ স্টল বসেছে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বিল্লাল সানা (৫৫) গুরুতর আহত হয়েছেন। আহত বিল্লাল সানা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার সকালে উপজেলার মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নে মাদারতলা এলাকার বিল্লাল সানার সাথে পার্শ^বর্তী রফিকুল গাজীর জমি জমা নিয়া দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে রফিকুল তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিল্লাল সানার বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বিল্লাল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

শুধু একটাই পৃথিবী’ শ্লোগানে দাকোপে ইকো মেলা

দাকোপ : জলবায়ূ পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় ‘শুধু একটাই পৃথিবী’ শ্লোগান নিয়ে খুলনার উপকূলে গত রোববার অনুষ্ঠিত হলো ইকো মেলা। দাকোপ উপজেলার লাউডোবে বাজার সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেইনাবল ডেভেলপমেন্ট (বিএএসডি) এ মেলার আয়োজন করে। মেলায় ২৪টি স্বনির্ভর দলের সদস্যরা জৈব কৃষির নানা পদ্ধতি, বিভিন্ন ধরণের জৈব সবজি, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কৌশল, হস্তশিল্প, মৃৎশিল্প, জৈব সার, দেশি বীজ ইত্যাদি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়ন বিষয়ক পট গান ও নাটিকা পরিবেশন করা হয়।

বিএএসডির উজ্জ্বল মার্কুস কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড.গ্লোরিয়া ঝর্ণা সরকার।

বুড়িরডাবুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সুলতান, প্রজিত রায়, মিজানুর রহমান, ডা. বঙ্কিম কুমার হালদার, উজ্জ্বল কুমার দত্ত, মো. হেলাল আহমেদ, মো. আমজাদ হোসেন সরদার,নিরাপদ মন্ডল, শেখ যুবরাজ, চেয়ারম্যান, সুদেব কুমার রায়, সরোজিৎ কুমার রায়, মানষ কুমার রায়, মিহির মন্ডল, মিলন কান্তি সরকার, পরিতোষ কুমার মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,পৃথিবীকে ভাল রাখতে হলে মাটিকে ভাল রাখতে হবে। আর মাটির সুস্বাস্থ্য নির্ভর করে জৈব গুণাগুণের উপর। নিরাপদ খাদ্যের জন্য সকলের জৈব সবজি চাষ করা উচিত। একই সাথে লবণাক্ত এলাকায় মাছ চাষের পাশাপাশি লবণসহিষ্ণু ফসলের চাষা করতে হবে।

কারিতাস ও ক্যাফোড-এর আর্থিক সহায়তায় ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স এ্যান্ড ফুড সিকিউরিটি (সিসিআরএফএস) প্রকল্পের অংশ হিসাবে মেলাটির আয়োজন করা হয়।