শার্শা সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার জামতলা এলাকা থেকে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হলো নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।
বৃহস্পতিবার (২৩ মার্চ ) সকাল ১১ টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট ক্যাম্পের সদস্যর শার্শার জামতলা নামক এলাকায় গোপন অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহল দল দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদের গতি রোধ করে। পরে তাদের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণেরবার পাওয়া যায়।
এ সময় এক কেজি ১৬৭ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় কোটি টাকা।

দাকোপে যুবলীগের সমাবেশে গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

দাকোপ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের দাকোপ উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় চালনা পৌরসভা মিলন্য়াতনে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যার মিহির কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা ১ আসনের সাবেক সংসদ ননী গোপাল মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। প্রধান বক্তৃতা বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, জেলা পরিষদ সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, জেলা যুবলীগনেতা মোঃ হারুন আর রশিদ, বিথান চন্দ্র রায়, রাফেল হোসেন বাবু, তরিকুল ইসলাম, কবির আহম্মেদ মনা, জাকারিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া। বক্তৃতা করেন উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, রবার্ট হালদার প্রমুখ।

দাকোপের মাঠ জুড়ে শোভা পাচ্ছে তরমুজের গাছ : লাভের আশা করছে চাষিরা

আজগর হোসেন ছাব্বির : কৃষি ভান্ডার খ্যাত দাকোপে এবার ৬৩২০ হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ হয়েছে। মাঠ জুড়ে শোভা পাচ্ছে তরমুজের গাছ। আগামী ১ মাসের মধ্যে শুরু হবে ফল বিক্রি। নায্য মূল্য পেলে এবার চাষিরা বেশ লাভবান হবে এমনটাই আশা করা হচ্ছে।
গত বছর দাম না পাওয়ায় অধিকাংশ চাষিরা লোকসানের মুখে পড়ে। ফলে এ বছর দাকোপে তরমুজের চাষাবাদ অনেকাংশে কম হয়েছে। অনেকে আবার তরমুজ ছেড়ে ব্রো ধান চাষাবাদ করেছে। উপজেলা কৃষি দপ্তর জানায়, দাকোপে মোট চাষ যোগ্য জমির পরিমান ২০৮৮৩ হেক্টর। লবন পানি অধ্যুষিত এলাকা হওয়ায় উপজেলার শতভাগ জমি আমন চাষের আওতায় আসে। দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ফলন হিসাবে দাকোপে তরমুজের চাষ ধারবাহিক ভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বছর উপজেলায় ৭৬০৫ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছিল। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় অধিকাংশ চাষিরা গত বছর পুঁজি ফিরে পায়নি। অনেকের ক্ষেত ছিল অবিক্রি অবস্থায়। যার প্রভাবে এ বছর তরমুজের চাষ কমে গেছে। উপজেলায় ৬৩২০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। অপর দিকে ব্রো ধানের উৎপাদন গত বছর যেখানে ছিল ২১৫ হেক্টর এবার সেখানে বৃদ্ধি পেয়ে ৩৪০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ ছাড়া সূর্যমূখী ৩০৮ হেক্টর, ভূট্রা ২৮ এবং গম উৎপাদন হয়েছে ১ হেক্টর জমিতে। কিন্তু এ বছর চাষ মৌসুমে বৃষ্টি না হওয়ায় এবং পানিতে লবনের মাত্রা অনেক বেশী থাকায় ব্রো ধানের অধিকাংশ ক্ষেত মারা গেছে। তবে এখন পর্যন্ত তরমুজের গাছ বেশ ভাল দেখা যাচ্ছে। অধিকাংশ গাছে ফলন এসে গেছে। কোথাও কোথাও ফলন ১ থেকে দেড় কেজি ওজন হয়ে গেছে। উপজেলার রামনগর গ্রামের কৃষক ববিতা রায় বলেন, গত বছর লোকসান হওয়ায় এবার নিজেরা ৭ বিঘা জমিতে তরমুজ লাগিয়েছি। গাছের ফল ১ থেকে ২ কেজি পর্যন্ত এসে গেছে। উৎপাদন খরচ বিঘা প্রতি ১৫ হাজার টাকার মত পড়েছে। আশা করছি সঠিক দাম পেলে এবার লাভবান হব। খাটাইল গ্রামের চাষি আলামিন গাজী বলেন, গত বছর লোকসান হওয়ায় এবার ১০ বিঘার স্থলে মাত্র ৩ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। এবার সেচ পানির খুব সংকট দেখা দিয়েছে। বড় ধরনের কোন ঝুঁকি না থাকলেও চুলচুলি পোকার আক্রমন দেখা যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী স্প্রে করায় সেটা অনেকাংশে কমে এসেছে। তিনি বলেন এবার ৭ বিঘা জমিতে ব্রো ধান করেছিলাম। কিন্তু তার অর্ধেকের বেশী অংশ মারা গেছে। তবে আশা করছি এবার তরমুজে লাভবান হতে পারবো। অনুরুপ সেচ পানির সংকটের কথা বলেছেন অধিকাংশ চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কে,এম মাকসুদুন্নবী বলেছেন গত বছর চাষিরা তরমুজের মূল্য না পাওয়ায় অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছিলো। যে কারনে এবার চাষ কিছুটা কম হয়েছে। তবে আশা করছি এ বছর চাষিরা লাভবান হবে। সেচ পানির সংকটের কথা স্বীকার করে তিনি বলেন এই সংকট দূর করতে উপজেলার অভ্যান্তরীন সকল খাল খনন খুবই জরুরী। তবে এ বছর যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় কিছুটা ভাল হওয়ায় বহিরাগত ক্রেতার আগমন বেশী ঘটবে বলে তিনি আশা করছেন।

মাদারীপুর সড়ক দুর্ঘটনায় নিহত রাজার মৃত্যুতে নাগরিক শোকসভা

বিজ্ঞপ্তি : গত ১৯ মার্চ শিবচরের কুতুবপুরে এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহণের গাড়ি দুর্ঘটনায় নিহত পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন রাজার মৃত্যুতে বুধবার বিকেল ৪টায় নগরীর এম এ বারী সড়কস্থ আলীর ক্লাব মোড়ে দারুল আমান ও দারুস সালাম এলাকাবাসীর উদ্যোগে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং সমাজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় নিহতের বড়ভাই শেখ আব্দুল্লাহ আল মাসুদ রানা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, টি এম আরিফ, এ্যাড. এস এম মাসুদুর রহমান, সরদার মিজুনুর রহমান মিজান, মাহবুব আলম, মিসেস হাসিনা গফফার, খান আকিদুল ইসলাম, এইচ এম রেজাউল ইসলাম, মো: রবিউল ইসলাম লিটন, মো: সজল আহমেদ আলী, শেখ মুরাদ হোসেন বাবু, শেখ আসাদুজ্জামান মুন্না, মো: কালাচান, মো: রুস্তম আলী হাওলাদার, খান মো: ওবায়দুর রহমান অপু, মো: সেলিম চৈয়াল, মো: রুহুল আমিন, শেখ মো: জাহিদুল ইসলাম, মো: সাইফুল ইসলাম প্রমুখ।

৫ অক্টোবর শুরু ওয়ানডে বিশ্বকাপ!

ক্রীড়া প্রতিবেদক : ১৩তম ওয়ানডে ৫ বিশ্বকাপের আয়োজক ভারত। এখনও বিশ্বকাপ শুরুর তারিখ চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে পারে আগামী ওয়ানডে বিশ্বকাপ। এমনই প্রতিবেদন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ দলের বিশ্বকাপ আয়োজনের জন্য ১২টি শহরের স্টেডিয়ামের তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

৪৬ দিনের বিশ^কাপ টুর্নামেন্টে নকআউট পর্বসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ফাইনাল। তালিকায় থাকা অন্য ভেন্যুগুলো হলো- বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কোলকাতা, লক্ষেèৗ, ইন্দোর, রাজকোট ও মুম্বাই।

কোন ম্যাচ বা অনুশীলনের জন্য কোন কিছুই এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই। ভারতের বিভিন্ন স্থানে বর্ষাকাল নিয়ে জটিলতা থাকায় ভেন্যু চূড়ান্ত করতে দেরি হচ্ছে।

সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার সরকারের কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে। এর কারণ হল- টুর্নামেন্টের জন্য কর ছাড় এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করা। আইসিসির ইভেন্ট ছাড়া ২০১৩ সালের পর থেকে ভারতের মাটিতে খেলেনি পাকিস্তান ক্রিকেট দল।

দুবাইয়ে গত সপ্তাহে আইসিসির বৈঠকে বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান দলকে সহজেই ভিসা দিবে ভারত সরকার।

আর কর ইস্যু নিয়ে ভারত সরকারের অবস্থান শীঘ্রই আইসিসিকে আপডেট জানাবে বিসিসিআই। কড় ছাড়ের বিষয়টি ২০১৪ সালেই বিসিসিআইয়ের সাথে চুক্তি হয়েছিলো আইসিসির। যখন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ^কাপ, ২০১৮ চ্যাম্পিয়ন্স ট্রফি (মহামারীর কারণে পরিবর্তিত হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে) এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। চুক্তি অনুসারে, আইসিসি (টুর্নামেন্টের সাথে জড়িত সকল বাণিজ্যিক অংশীদার) সকল কর মওকুফ করতে সহায়তা করতে ‘বাধ্য’ ছিল।

ফকিরহাটে কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ে ৭৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান মঙ্গলবার রাত ৮টায় বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, মূলঘর ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, সুর্নিমল পাড়ই ভক্ত, পঞ্চানন বিশ্বাস। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অলোক কুমার পাল। এসময় বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক, এসএমসির সদস্য ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাগেরহাট কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

বাগেরহাট অফিস : বাগেরহাটের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাগেরহাট কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার বাগেরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত কামিল মাদ্রাসাকে ২৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। প্রথমে বাগেরহাট কলেজিয়েট স্কুল ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৬৬ রান করে। দলের পক্ষে সাওন ৯২ লনি ৬০ ও আমিনুল ৫২ রান করে। দ্বিতীয় য়ার্ধে বাগেরহাট কামিল মাদ্রাসা খেলতে নেমে ৩৮ দশমিক ৫ ওভারে১১২ রান করে সবাই আউট হয়ে যায়। বিজয়ী দলের শাওন একাই পাঁচ উইকেট নেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী কলেজের অধ্যক্ষ ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতিঅন্ধকার আসিফ উদ্দিন রাখি,,জেলা ক্রিয়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, নির্বাহী সদস্য তৌহিদুর রহমান জনি, মো: আবু তাহের, মোস্তাহিদুর রহমান মুক্ত প্রমূখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ বছর জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টেজেলার আটটি বিদ্যালয় দল অংশগ্রহণ করে।

তালায় ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর

তালা প্রতিনিধি : বুধবার সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার স্কুল/মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। গে¬াবাল এফায়ার্স কানাডা’র অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, উত্তরণ ইয়ুথ এ্যাম্পাওয়াড প্রজেক্টের বাস্তবায়নে উক্ত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস, ওয়ার্ল্ড ভিশনের পাবলিক হেলথ কোঅর্ডিনেটর রায়হান কবীর, উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার লায়লা পারভীন হিমেল, প্রজেক্ট অফিসার যোয়াকিম মন্ডল প্রমুখ। এ সময় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য উক্ত খেলাধুলা সামগ্রী ও ক্যালেন্ডার হস্তান্তর করা হয়।

তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজে বুধবার সকাল ১১টায় কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শেহরিন সালাম ঐশি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সম্পাদক এমডি মফিজ উদ্দিন, উপজেলা ভাইসচেয়ারম্যান মো: শারাফাত হোসেন মুক্তি এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার বাছাড় ও ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, দিলিপ কুমার অধিকারী, অশোক কুমার বাইন, বিষ্ণুপদ বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস ও অলোকেশ মন্ডল, প্রভাষক জয়নাব বেগম ও প্রণব কুমার বিশ্বাস। পরে কৃতি ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমডি মফিজ উদ্দিনের উদ্যোগে সকল শিক্ষার্থীর মাঝে স্যানিটারি মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

তালা বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তালা প্রতিনিধি : তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার সকালে করা হয়। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: রুহুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, মো: শাহজান কবীর ও মো: আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন তালা শহীদ আলী আহম্মদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার।