অভয়নগরে বাক প্রতিবন্ধী কিশোরীর ওপর হামলা

নওয়াপাড়া অফিস : অভয়নগর জমাজমি নিয়ে বিরোধে সুমাইয়া (২০) নামের এক বাক ও প্রতিবন্ধীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার সিরাজকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের তৈমুর রহমানের মেয়ে। এ ঘটনায় তৈমুর রহমান বাদী হয়ে তার ভাই রেজাউল বিশ্বাস (৬৫) ভাইপো জনি বিশ্বাস (৪০), ভাবি সখিনা বেগম (৬৫) ভাইজি নাজমা খাতুনের নামে (৩০) অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিরাজকাঠি গ্রামের মৃত জব্বার বিশ্বাসের পুত্র তৈমুর বিশ্বাস ও রেজাউল বিশ্বাস তাদের পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি করিয়া যে যার অংশ ভোগদখল করছিল। ১৯৯৬ সালে ভাইপো জনি হোসেন তার জমির অংশ চাচা তৈমুরের কাছে বিক্রি করে চলে যায়। ৬ বছর পর জনি হোসেন ফিরে এসে স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকব বলে কান্নকাটি করলে চাচা তৈমুর তার বাড়ির পেছনে কিছু জমি দানপত্র দলিল করিয়া দেয়। তারা সেখানেই বসবাস করতে থাকে। গত রবিবার সকালে অভিযুক্তরা তৈমুরের গাছ থেকে ছবেদা পাড়তে থাকে এসময় তৈমুরের মেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী সুমাইয়া তাদের ইশারায় বাঁধা প্রদান করলে বিবাদীরা সুমাইয়াকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে। এসময় সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে আফরোজা, হামিদা ও মোমেনা নামের তিন নারীও আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা বিভিন্ন হুমকি ধামকি সহ মিথ্যা মামলা দেওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে চলে যায়। সুমাইয়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঈশিতা ইয়াসমিন জানান, গত রবিবার সকালে সুমাইয়া নামের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফোলা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে চাকু হাতে টিকটক অনিকসহ দুইজনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস : যশোরে চাকু হাতে টিকটকের মাধ্যমে ভিডিও ফুটেজ ভাইরাল হওয়া অনিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার হামিদপুর থেকে আটকের পর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটক অনিক (১৯) শহরের শংকরপুর ভাঙড়ি পট্টি কলাবাগান এলাকার নুর ইসলামের ছেলে এবং সদর উপজেলার হামিদপুর গ্রামের নুর আমিনের ছেলে আলামিন (১৯)।

কোতোয়ালি থানার এসআই আমিনুল ইসলামের মামলায় বলা হয়েছে, গত শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার হামিদপুর গ্রামের অভিযান চালিয়ে ওই দুইজনকে আটকসহ দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। জনসন্মুখে প্রকাশ্যে চাকু উচু করে সাধারণ লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করার অভিযোগে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

অপরদিকে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আটক অনিক এর আগে একটি চাকু টিকটক করছিল। সেই টিকটকের বিষয়টি ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে পড়ে। ফলে অভিযান চালিয়ে অনিক এবং আলামিনকে আটক করা হয়। আটক দুইজনের কাছ থেকেই দুইটি চাকু উদ্ধার করা হয়েছে।

কয়রায় রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ১শ’ ৫০ জন অসহায় বিধবা নারী, দু:স্থ, প্রতিবন্ধি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল ১০টায় কয়রা মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবু হুরাইরা খোকন ও মহিলা ইউপি সদস্য শাহানারা জামাল। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেজাউল করিম, আঃ গফুর, শিক্ষক আশরাফ হোসেন, শামছুন্নাহার ও রাবেয়া খাতুন প্রমুখ।

বাগেরহাটে ধানের খড় চুরি, পক্ষে সাক্ষ্য না দেওয়ায় ভ্যান চালককে মারধর

বাগেরহাট অফিস : বাগেরহাটের মুনিগঞ্জ ব্রিজের নিচে থাকা ধানের খড় চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে সদর উপজেলার সূজন হাওলাদার নামে এক বখাটের বিরুদ্ধে। এতে চুরি করে খড় বিক্রি করা যুবলীগের নেতা পরিচয় দানকারী সূজন হাওলাদার (৩০) পক্ষ সাক্ষ্য না নেওয়ায় শের আলী (৫৫) নামে এক ভ্যান চালককে মারধর করেছে সূজন হাওলাদার ও তার লোকজন। শের আলী সদর উপজেলার গোপালকাঠী গ্রামের আনোয়ার শেখের ছেলে। ধানের খড়ের প্রকৃত মালিক সদর উপজেলার কেশবপুর গ্রামের সেলিম শেখ নামে এক ব্যক্তি। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সেলিম শেখ জানান, আমি বাড়ির গরুর জন্য ২৫ আটি ধানের খড় ক্রয় করে মুনিগঞ্জ ব্রিজের নিচে রাখি। পরদিন দেখি আমার ক্রয়কৃত ধানের খড় নাই। পরে জানতে পারি স্থানীয় ভ্যান চালক শের আলীর ভ্যানে করে মোজাফফর মীর নামে এক ব্যক্তির বাড়িতে পাঠানো হয়েছে। ভ্যান চালকের কাছে জানতে চাইলে আমাকে জানায় স্থানীয় সূজন হাওলাদারের ধানের খড় মোজাফফর মীরের কাছে বিক্রী করেছে যা আমি ভ্যান চালক হিসেবে তার বাড়িতে পৌছে দিয়েছি।

আহত ভ্যান চালক শের আলী বলেন, আমাকে সূজন হাওলাদার জানায় তার কিছু ধানের খড় মোজাফফর মীরের বাড়িতে পৌছে দিয়ে বিক্রীর টাকা নিয়ে আসতে বলে। আমি সূজন হাওলাদারের ধানের খড় মোজাফফর মীরের বাড়িতে পৌছে দিয়ে খড় বিক্রীর টাকা সূজনকে দেই। গত শুক্রবার আমি বাড়ির ঘরে ভাত খাওয়ার মুহুর্তে পুলিশ ও সূজন আমার বাড়িতে যায়। সূজন আমার ঘরে ঢুকে আমাকে বলে তুমি পুলিশকে জানাবা ধানের খড় যে আমি বিক্রী করেছি এটা বলবে না। তুমি বলবা আমি ট্রলার থেকে ধানের খড় নিয়েছি। আমি সূজনকে বলি আমি মিথ্যা কথা বলতে পারবো না। এ কথা বললে সে আমাকে জানায় তুমি আমার কথা বললে তোমার অনেক ক্ষতি হবে বলে শ^াসিয়ে যায়। আমি পুলিশকে সত্য কথা বললে সূজন আমার উপর ক্ষিপ্ত হয়। আমি আসরের দিকে গোপালকাঠী সুইস গেটের কাছে গেলে সূজন হাওলাদার ও তার ফুফাতো ভাই গাউস শেখ আমাকে মারধর করে।পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত সূজন হাওলাদার বলেন, আমি ভুলক্রমে না জেনে সেলিম শেখের ধানের খড় বিক্রী করে ফেলেছি। দ্রুত খড় বিক্রীর টাকা সেলিম শেখকে ফেরত দিয়ে সমাধান করে ফেলবো।

মহেশপুরে অসহায় ৬৯ জনকে তহবিলের চেক বিতরণ

মহেশপুর সংবাদদাতা : এলাকার প্রতিবন্ধী ও অসহায় ৬৯ জন মানুষের মাঝে এমপি চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল নিজেই এ চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, নয়ন কুমার রাজবংশী, শামীম ঊদিন, মেহেরুননেছা, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, স্বপুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

খালিশপুরে আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণের জন্য অর্থ দিলেন এমপি চঞ্চল

মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে আগুনে পুড়ে যাওয়া ৬টি ঘর নির্মাণের ঘোষণা দেওয়ার দু’দিনের মধ্যে অর্থ নিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। সোমবার বিকালে খালিশপুর আওয়ামীলীগ কার্যালয়ে সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের হাতে তাদের পুড়ে যাওয়া ঘর নির্মাণের নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, কামরুজ্জামান সাচ্চু, আক্তারুজ্জামান, এম এ আসাদ, ইউপি সদস্য বেল্টু মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ।

মহেশপুর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না (২১) মোটরসাইকেল যোগে নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মুন্নার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেরারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মহেশপুর থানা অফিসার ইনর্চাজ(ওসি) শামীম ঊদিন জানান, ঘটনার পর তাকে যশোর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফাড করা হয়েছে।

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা অফিস : পাইকগাছায় খাদ্য দ্রব্যের মুল্য তালিকা না টানানোর কারণে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা মোতাবেক আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে পাইকগাছা পৌর সদরে তরমুজ, পোল্ট্রি, মুদিসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অমান্য করার অপরাধে চারটি ব্যবস্যা প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতে এটা রক্ষা করতে বাধ্য করা হবে। উপস্থিত ছিলেন পেশকার শারাফাত হোসেন, এসআই অমিত ও বেঞ্চসহকারী আরিফুল ইসলাম খানসহ সঙ্গীয় ফোর্স।

চৌগাছার কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেল

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে পাটের বীজ ১৮শ’ জন ও ২৯শ’ জন কৃষক ধানের বীজ রাসনিক সার কৃষক পেল। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিব-২/২০২২- ২৩ মৌসুমে রোপা আউশ ও পাটের ফসলের কর্মসূচির আওতায় বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতারণে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজর রহমান বাবুল, শামিম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, তাপস ঘোষ, আমিনুর রহমান, রাশেদুল ইসলাম, লিমন সরকার, বিশ্বজিৎ রায়, নাজমুল ইসলাম, মুক্তার হোসেন, সাইফুল ইসলামসহ ৪৭শ’ জন কৃষক। অনুষ্ঠান শেষে বিতরণ করা হয় আউশ ধানের বীজ প্রতি কৃষক ৫ কেজি ও ডি ও পি সার ১০ কেজি, এম ও পি সার ১০ কেজি ২৯শ’ জন কৃষকের বিতারণ করা হয়েছে। পাটের বীজ ১৮শ’ জন কৃষকের প্রতি ১ জন কৃষক ১ কেজি করে পাটের বীজ দেওয়া হয়।

নড়াইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান, এনামুল হক, সাংবাদীক হুমায়ুন কবীর রিন্টু, বিএম জাহিদ শাকিল, সুকান্ত রায়, দীপক কুমার বসু প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৪শ’ জন কৃষকের মাঝে প্রনোদনা প্রদান করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি পাবে।