সিশেলসের কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ফিফা টায়ার এক ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল সফরকারী সিশেলসের কাছে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজকের এই পরাজয়ে ১-১ ম্যাচের সমতায় শেষ হলো সিরিজটি। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল  বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচে ড্র করতে পারলেও সিরিজ নিশ্চিত করতে পারতো কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কিন্তু ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ পিছিয়ে  থাকা আফ্রিকান দলটির বিপক্ষে  ড্র তো দূরের কথা পরাজিত হয়ে সিরিজ নিশ্চিতে ব্যর্থ হয়েছে জামাল ভুঁইয়ার দল।

এখানেই শেষ নয়, বাংলাদেশের দলটি শতভাগ পেশাদার হলেও এর ধারে কাছেও নেই সিশেলস। বাংলাদেশ সফরে আসা দলটির সদস্যরা ফুটবলের পাশাপাশি অন্য পেশায়ও জড়িত।

আজ অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশুন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোল খরা দূর করেন সফরকারী দলের মাইকেল ইয়ান। ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিশেলসকে এগিয়ে দেন তিনি। নিজেদের বক্সে বাংলাদেশ দলের সাদ উদ্দিন সিশেলসের ডিফেন্ডার ডেরিল বারট্রান্ডকে ফাউল করায় পেনাল্টির নির্দেশটি দেন  কর্তব্যরত ভুটানের রেফারি পেমা টিসেওয়াং। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইয়ান।

দুই মিনিট পরেই গোলটি পরিশোধ করার সুযোগ পেয়েছির স্বাগতিক বাংলাদেশ। ৬৪ মিনিটে ডি বক্স থেকে বদলী খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের জেড়ালো শটের বলটি অসাধারণ দক্ষতায় ডান দিকে ডাইভ দিয়ে প্রতিহত করেন সিশেলস এর গোল রক্ষক আলভিন রড্ডি।

শেষ দিকে আরো কয়েকটি আক্রমন করেছে স্বাগতিকরা। কিন্তু সফল ফিনিশিংয়ের অভাবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ মুহুর্তে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয় ফরোয়ার্ড এলিটা কিংসলে।

সোহেল রানার পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে তিনি বাঁ পায়ে শট নিলে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ম্যাচের ৮৬ তম মিনিটে অধিনায়ক জামাল ভুঁইয়ার জোড়ালো শটের বল চলে যায় ক্রসবারের সামান্য উপর দিয়ে। ফলে আর সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

নেপালের বিপক্ষে ড্র করলো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক : একই দিনে মাঠে নামে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দল। ছেলেরা হেরে গেলেও ড্র করেছে মেয়েরা। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৮ মার্চ) মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল।

ম্যাচের ৮ মিনিটে নেপালের সেনু পারিয়ার গোলে পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। দুই হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় থাকায় আজ মাঠে নামতে পারেননি বাংলাদেশ অধিনায়ক রুমা আক্তার। তার বদলে খেলতে নামেন রিতু আক্তার। রক্ষণে রুমার অভাব টের পেয়েছে বাংলাদেশ। সেই সুযোগে বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল করেন সেনু পারিয়ার। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো নেপাল। সেনু পারিয়ারের লম্বা শট ফেরান বাংলাদেশের গোলরক্ষক সঙ্গীতা রানি।

পিছিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানীর শিষ্যরা। বিরতির পর নিজেদের একটু একটু করে ফিরে পেতে শুরু করে দেশের মেয়েরা। ৫১ মিনিটে সাগরিকার মাপা ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুরভী। ৭১ মিনিটে দুর্দান্তভাবে নেপালের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন তৃষ্ণা। কিন্তু শেষ মুহূর্তে তৃষ্ণা বল তুলে দেন নেপালের গোলরক্ষক সুজাতা থামাংয়ের হাতে।

পিছিয়ে যাওয়া বাংলাদেশকে সমতায় ফেরান সাগরিকা। ৫ মিনিট আগে গোলের সুযোগ নষ্ট করার ক্ষতি পুষিয়ে দিলেন তৃষ্ণা। ৭৬ মিনিটে নেপালের রক্ষণভাগকে কাটিয়ে ক্রস বাড়িয়ে দেন সাগরিকার দিকে। সেখান থেকে গোল করতে ভুল হয়নি সাগরিকার। ম্যাচের বাকি সময় গোল করতে ব্যর্থ হয় উভয় দল। ফলে, ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

বাবা নিশ্চয়ই ওপর থেকে দেখছেন

ক্রীড়া প্রতিবেদক : তখন তিনি ছিলেন ২৪ বছরের টগবগে তরুণ। সময়টা ২০১৫ সাল। চন্দিকা হাতুরাসিংহের বাংলাদেশ দলে সুযোগ পেয়ে যান রনি তালুকদার। একটিমাত্র ম্যাচ খেলতে পেরেছিলেন। তার পরবর্তী ৮ বছর কেন যে তিনি জাতীয় দলের বাইরে থেকে গেলেন- সে প্রশ্নের জবাব নেই কারও কাছেই! ৩২ বছর বয়সে এসে বিপিএলে পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরেন রনি তালুকদার। মাত্র দুই সিরিজেই হয়ে ওঠেন নির্ভরযোগ্য ওপেনার। এখন তার বিধ্বংসী ব্যাটিং দেখে নেচে ওঠে গোটা দেশ।

জাতীয় দলের হয়ে রনির এই সাফল্য দেখে যেতে পারেননি তার খেলাপাগল বাবা মনোরঞ্জন তালুকদার। ছেলের সাফল্য দেখা তো পরের কথা, ২০১৫ সালে রনির অভিষেকের আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তাইতো গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ৭ চার ৩ ছক্কায় ৬৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে ক্যারিয়ারে প্রথমবার ম্যাচসেরা হওয়ার পর ফেসবুকে রনি লিখলেন, ‘বাবা তোমাকে অনেক মনে পড়ছে। আমি জানি তুমি ওপর থেকে আমাদের দেখছ।’

রনিরা তিন ভাই- রাজীব তালুকদার, রনি তালুকদার এবং জনি তালুকদার। বাবা মনোরঞ্জন তালুকদারের স্বপ্ন ছিল, তিন ছেলের একজন জাতীয় দলে খেলবে। বড় ভাই রাজীব ক্রিকেট খেললেও জাতীয় দলের দরজায় কড়া নাড়তে পারেননি। তবে তিনি তার ছোট ভাই রনিকে গড়ে তুলেছেন ক্রিকেটার হিসেবে। রনি পূরণ করেছেন বাবার স্বপ্ন। সেই চন্দিকা হাতুরাসিংহের দ্বিতীয় মেয়াদেই ফের জাতীয় দলে এসেছেন রনি। তাকে এখন লম্বা রেসের ঘোড়া হিসেবেই দেখছে বাংলাদেশ দল।

চুরি হওয়া ১১ মোবাইল ফোন উদ্ধার করল জেলা পুলিশ

ইউনিক ডেস্ক : জেলায় বিভিন্ন সময় চুরি হওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে খুলনা জেলা পুলিশ। ভুক্তভোগীরা মোবাইল ফোন ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান সাংবাদিকদের জানান, জেলা পুলিশের বিশেষায়িত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, বটিয়াঘাটা, ফুলতলা, রূপসা, কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা থানা এলাকা থেকে হারানো মোট ১১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল করলে তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার আগে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিতে পরামর্শ দেন তিনি।

সাংবাদিক সুমনের পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

ইউনিক ডেস্ক : খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুর আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর এশটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার নামাজ বাদে আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দেয়ানা কৃষি কলেজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, শেখ সৈয়দ আলী, ফারুক হাসান হিটলু, কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, আড়ংঘাটা ইউনিয়ন চেয়ারম্যান এস এম ফরিদ আখতার, ফেরদৌস সর্দার, মফিজুর রহমান জিবলু মোড়ল, আসাদুজ্জামান রাসেল, আড়ংঘাটা ইউপি প্যানেল মেয়র চেয়ারম্যান-১ মোঃ সোহেল সরদার, নূর হাসান জনি, আড়ংঘাটা ইউপি সদস্য আল আমিন শেখ, রাজু আহমেদ, রাজাউর রহমান প্রিন্স, এম রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান কামাল, নজরুল ইসলাম নবী, ইব্রাহিম মোড়ল, কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জানাজার নামাজ পড়ান মরহুমের মেজ ভাই আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা মোদাচ্ছের হোসেন।

॥ নগর স্বেচ্ছাসেবক লীগ ॥

এদিকে সাংবাদিক সুমনের পিতার মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ গভীরভাবে শোকাহত। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল।

॥ খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ॥

সুমনের পিতার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নিয়ামুল হোসেন কচি, আজিজুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, শাহজালাল মোল্লা মিলন, হাসান আল মামুন, আবুল বাশার, শেখ জুয়েল, শেখ রাসেল, জি এম দুলাল এম দুলাল ও রোমনিয়া।

ভরণ-পোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে পিতার মামলা

যশোর অফিস : যশোরে ভরণ-পোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার পিতা। মঙ্গলবার যশোর সদরের বেড়বাড়ি গ্রামের ইসহাক মোড়ল এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি ছেলে লোকমান মোড়ল বর্তমানে কৃষ্ণবাটি গ্রামে বসবাস করেন।

মামলার অভিযোগে জানা গেছে, লোকমান মোড়লের মা তার পিতা ইসহাক মোড়লকে তালাক দিয়ে চলে গেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তাকে দেখা শুনা করার মত একমাত্র ছেলে লোকমান ছাড়া আর কেউ নেই। এর আগে তিনি অসুস্থ্য হলে লোকমান তার পিতার সব সম্পত্তি নিজের নামে লিখে নেন। শর্ত ছিল বাবার মৃত্যুর আগপর্যন্ত লোকমান বাবার ভোরণ-পোষনের দায়িত্ব নিবেন । গত ১ মার্চ দুপুর ছেলে লোকমানের বাড়িতে দুপুরের খাবার খেতে গেলে সে জানায় তাকে আর খাবার দিতে পারবেনা। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে পিতাকে লোকমান বাড়ি থেকে গালিগালাজ ও মারপিট করে তাড়িয়ে দেন। এরপর থেকে লোকমান তার পিতার খোঁজখবর নেয়নি। নিরুপায় হয়ে তিনি ভোরণ-পোষনের দাবিতে আদালতে এ মামলা করেছেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহানগর কমিটি গঠ

বিজ্ঞপ্তি : কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাকে সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংগঠনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের পুত্র আব্দুল্লাহ আল মামুন জামিকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াছিন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

পাইকগাছায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা অফিস : পাইকগাছার ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় নির্বাহী ম্যজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আরাফাত হোসেন গত সোমবার বিকালে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা না থাকায় ৩মুদি ব্যবসায়ী ও একজন তরমুজ ব্যবসায়ীসহ ৪ ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার এসএম সারাফাত হোসেন।

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন

বাগেরহাট অফিস : বাগেরহাটে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের প্রধান মাছ, গোশত, সবজি, চাল ও ফলের বাজার পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয় ভাউচার ও বিক্রি মূল্য পরীক্ষা করেন। সেই সাথে খেজুর, তরমুজ, আঙ্গুর, লেবুসহ বিভিন্ন ফল ও নানা ধরণের মাছের ভাল-মন্দ যোগ্যতা যাচাই করেন। পরে ৭২০ টাকা কেজি মূল্যে গরুর গোশত, ২২০ টাকায় বয়লার, ৩৩০ টাকা কেজিতে সোনালী মুরগি বিক্রির নির্দেশ দেন। এছাড়া বেগুন, কুমড়া, লাউ, করলা, পুইশাকসহ বিভিন্ন সবজি সর্বনিম্ন মূল্যে বিক্রির আহবান জানান ব্যবসায়ীদের।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, জেলা বাজার কর্মকর্তা সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি লিয়াকত হোসেন লিটনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসকের বাজার পরিদর্শনের খবর পেয়ে বেশকিছু মুদিদোকানদার ও গোশতের ব্যবসায়ীরা দোকান ফেলে গা ঢাকা দেয়। ভবিষ্যতে এসব ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি বলেন, রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের জন্য নিত্য প্রয়াজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। যা এক ধরণের অপরাধ। অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। বাজার পরিদর্শন করে যেসব পন্যের দামের সাথে অসঙ্গতি ছিল, সেসব ব্যবসায়ীদের সতর্ক এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র শোক

বিজ্ঞপ্তি : খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আসাদুল হক গত সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার ইন্তেকালে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক শোক প্রকাশ করে মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

অন্যান্য বিবৃতিদাতারা হলেন উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মোঃ মোস্তফা জেসান ভুট্টো, গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এস এম ওবায়দুল্লাহ, মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, মোঃ মোশাররফ হোসেন, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, নিজারুল আলম জুয়েল ও চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।