ফুলতলায় ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ইসলামী ব্যাংক ফুলতলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ব্যাংক কার্যালয়ে সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচান সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যপস্থাপক মোঃ রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন। সিনিয়র অফিসার মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মোঃ আসলাম খান, শেখ রওশন আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক তাপস কুমার বিশ্বাস, শেখ মনিরুজ্জামান, মোঃ নেছার উদ্দিন, মাজহারুল ইসলাম, শাখা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা এইচ এম শফিউল্লাহ হাজারী, ইমরানুল ইসলাম রুমন, শেখ গোলাম হোসেন, শেখ ওসমান কবির, হাফেজ আবু তাহের, ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তফা কামাল, আরিফ মোল্যা, মিজানুর রহমান, জিসান রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন আছম আঃ রহিম।

 

ডুমুরিয়ায় মজিদিয়া মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন স্থগিত

ডুমুরিয়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সদস্য পদের নির্বাচন থাকলেও আদালতের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়েছে। অসম্পন্ন ভোটার তালিকায় ভোট সম্পন্ন করা হচ্ছে এমন অভিযোগটি আমলে নিয়েছে খুলনা জেলা জজ আদালত। মৌসুমী দাতা সদস্য জুলফিকার আলী ভুট্টোর দায়ের করা মামলায় অভিযোগ করা হয় ১৩ জন দাতা সদস্য’র স্থানে ৪ জন এবং মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়ম নীতি না মেনে মনগড়া অভিযুক্ত ভোটার তালিকায় ভোট সম্পন্ন করা হচ্ছে। এমন অভিযোগ এনে ভোট স্থগিতের আবেদন করেন তিনি। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিবাদী এডহক কমিটির সভাপতি মো: নাজমুল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ জাকির হোসাইন ও প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাসকে কেন অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না মর্মে ৭দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী বলেন জবাব দাখিল ও শুনানি আদেশ এর পূর্বে ভোট গ্রহণের আইনগত কোন সুযোগ নেই। এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন আদালতের সিদ্ধান্ত মেনে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

ফুলবাড়িগেট আলহিরা মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খানজাহান আলী থানা প্রতিনিধি : ফুলবাড়িগেট কুয়েট রোডস্থ আল-হিরা মাদ্রাসার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার ও ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শহীদুল ইসলাম। আল হিরা মাদ্রাসার প্রিন্সিপাল ও এটিএন বাংলার ইসলামী আলোচক ও বক্তা মো. এহসানুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক রেজাউল কবির, মুজাহিদ হ্জ্জ কাফেলার পরিচালক ডা. মুজাহিদুল ইসলাম, ফোরকান উদ্দিন মিঠু, ডা. গোলাম কিবরিয়া, জয়নাল আবেদীন, আব্দুল জব্বার, মাওলানা মহিউদ্দিন, হাফেজ মাও. মাহমুদুল হাসান, মো. আলাউদ্দিন, মো. শফিউল্লাহ, সাংবাদিক একরামুল হক লিপুসহ মাদ্রাসার ম্যানিজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মীরেরডাঙ্গা আলীম মাদ্রাসার শিক্ষক মাও. আতাউর রহমান।

শেখ আবিদ খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত

খানজাহান আলী থানা প্রতিনিধি : মহানগর আওয়ামী লীগের সদস্য ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনকে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। একই আদেশে কলেজের বিদ্যোৎসায়ী সদস্য হিসাবে মো. মহসিন বিশ^াসকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় বিশ^বিদ্যালয়ের এক আদেশের মাধ্যমে তারা ২৯ মার্চ বুধবার থেকে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন। জাতীয় বিশ^বিদ্যালয় কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে শিরোমণি আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসায়ী সদস্য মনোনয়ন সংক্রান্ত গত সোমবার পত্রটি বাতিল করা হলো এবং অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে শেখ আবিদ হোসেনকে এবং বিদ্যোৎসায়ী সদস্য হিসাবে মো. মহসিন বিশ^াসকে মনোনয়ন দেওয়া হলো। অফিস আদের্শে আরো বলা হয় গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসায়ী সদস্য হিসাবে তারা বুধবার থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এদিকে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় বুধবার সকাল সাড়ে সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। এ সময় শেখ জাহাঙ্গীর হোসেন, সৈয়দ কিসমত আলী, শেখ আব্দুল হক, খ.ম লিয়াকত আলী, কাজী জাকারিয়া রিপনসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবহাটা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাকক্ষে উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, শেখ ওবায়দুল্লাহ, সানোয়ার হোসাইন মাছুম, মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ তিতুমীর, শফিউল বশার, শেখ ফারুক হোসেন রতন, জহিরুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মাহামুদুল হক লাভলু, আল ফেরদৌস আলফা, বিজয় ঘোষ, সুকুমার দাশ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, আহম্মাদ উল্লাহ বাচ্চু, প্রভাষক মনিরুজ্জামান মহসিন, সেলিম শাহরিয়ার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, আবু হুরাইরা, মোমিনুর রহমান, লিটন ঘোষ বাপী, সুমন পারভেজ বাবু, এসকে ওভি, ফরহাদ হোসেন সবুজ, এমএ মামুন, মিজানুর রহমান, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন, আজিজুল হক আরিফ, নির্মল কুমার মন্ডল, আরাফাত হোসেন লিটন, কবির হোসেন, সুজন ঘোষ, দিপঙ্কর বিশ^াস, আব্দুস সালাম, এসএম নাসির উদ্দীনসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। অনুষ্ঠানে দোয়া মোনজাত পরিচালনা করেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু আহমেদ।

অন্নপূর্ণা পূজায় দু’দিন অনুষ্ঠানমালা

বিজ্ঞপ্তি : আদি কালিবাড়ি সার্বজনীন পূজা মন্দিরে অন্নপূর্ণা পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে দু’দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

এই পূজা করলে ঘরে অন্নাভাব থাকেনা। এই পূজা সনাতন ধর্মাবলম্ভী একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্ঠমী তিথিতে এই পূজা করা হয়। শুক্রবার এই পূজা শেষ হবে।

ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক আলহাজ্ব মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সাবেক পরিচালক আলহাজ্ব শেখ মোঃ মিজানুর রহমান-এর ৩য় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ব্যক্তিগত জীবনে এ পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর কর্মময় জীবনে চাকুরীর পাশাপাশি এবং অবসর গ্রহণের পরও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে যুক্ত ছিলেন। আল-আমিন জামে মসজিদ, বুড়ো মৌলভী দরগা জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি পদে দায়িত্ব পালন করেন। হযরত শাহ জালাল (রঃ) এর নামে একটি মাদ্রাসা ও এতিমখানা তার নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধর্মানুরাগী ও সুফি সাধক ছিলেন। তার প্রতিষ্ঠিত বন্দরগাতী নিজ বাড়িতে খানকা শরিফ প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য ভক্ত আশেকান তৈরি করেছেন। তিনি নিরবে নিভৃতে অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন। আলহাজ্ব শেখ মোঃ মিজানুর রহমান-এর ৩য় মৃত্যুবার্ষিকীতে তার জেষ্ঠ্য পুত্র জিয়াউর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিরজেনারেল ম্যানেজার তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

যশোরে প্রবীণ সাংবাদিক এম এ মান্নান মিয়া মারা গেছেন

যশোর অফিস : যশোরের প্রবীণ সাংবাদিক এম এ মান্নান মিয়া গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে ভর্তির কিছু সময় পর আনুমানিক রাত পৌণে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাংবাদিক এম এ মান্নান মিয়া ‘প্রেসক্লাব যশোর’ ও ‘যশোর সাংবাদিক ইউনিয়ন’ এর জ্যেষ্ঠ সদস্য ছিলেন। এম এ মান্নান মিয়ার মরদেহ বুধবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোর প্রাঙ্গনে আনা হলে এক শোকাভিভূত পরিবেশ সৃষ্টি হয়। এসময় প্রেসক্লাব যশোর নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বীরমুক্তিযোদ্ধারা এম এ মান্নানের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। বাদ জোহর পুলিশ লাইন জাম ই মসজিদে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয় প্রবীণ এই সাংবাদিককে।

জানাজায় যশোরে সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম এ মান্নান মিয়া ১৯৪২ সালের ১ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চণ্ডিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স সম্পন্ন এম এ মান্নান মিয়া কর্মজীবনের প্রথমে ১৯৬৫/৬৬ সালে শিক্ষকতা শুরু করেন। পরে ১৯৭২ থেকে ৭৯ সাল পর্যন্ত সরকারি চাকরি করেন। এরপর ১৯৮০ সালে ‘সাপ্তাহিক এখনই সময়’ পত্রিকায় যোগদানের মাধ্যম তিনি সাংবাদিকতায় আসেন। পর্যায়ক্রমে ১৯৮১ সালে খুলনার দৈনিক জন্মভূমি, ১৯৮২ সালে ঢাকার দৈনিক জনতা, ১৯৮৪ সালে ঢাকার ডেইলি মর্নিং সান, ১৯৯৩ সালে এনএনবি এবং ১৯৯৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকায় এবং নিউজ এজেন্সি ইউএনবিতে কর্মরত ছিলেন এম এ মান্নান মিয়া।

পাকিস্তানের ম্যাচ হতে পারে বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক : অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে; কিন্তু ভারত জানিয়েছে তারা এশিয়া কাপে খেলতে পাকিস্তান সফরে যাবে না।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এমন ঘোষণার পর বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পাকিস্তান জানিয়েছে ভারত এশিয়া কাপ খেলতে সফরে না এলে আমরাও বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাব না।

প্রতিবেশী দুই দেশের এমন দোটানার মধ্যেই ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে- বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলতে পারে বাংলাদেশে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে এ বিষয়ে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘকাল ধরে বৈরী। এর প্রভাব ক্রিকেটীয় সম্পর্কেও পড়েছে। দুই দল সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১২-১৩ মৌসুমে, পাকিস্তান ভারতে গিয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। দ্বিপক্ষীয় সিরিজের বাইরে শুধু আইসিসির টুর্নামেন্টেই পরস্পরের বিপক্ষে খেলে দুই দল।

ক্রিকইনফোর অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে- ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে হতে পারে।

আইসিসির জেনারেল ম্যানেজার এবং পিসিবির সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খাঙ্গো পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছেন, আমার মনে হয় না যে ভারতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান। আমার ধারণা, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমনটা এশিয়া কাপে ভারতের ক্ষেত্রে হবে।

খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক বিবৃতি

বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন খানের স্ত্রী সায়লা শারমিন (৩০) ও খুলনা প্রেসক্লাব সদস্য এবং দেশ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজুর আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) এর মৃত্যুতে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, আসাদুজ্জামান খান রিয়াজ, নেয়ামুল হোসেন কচি, দিলীপ বর্মন, শেখ আব্দুল হামিদ, এসএম মানিরুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।