ফুলতলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটু স্বপদে বহাল

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুকে ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে বহাল করা হয়। গত ২৯ এপ্রিল খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ হারুণ অর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পরিচালনয় জেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। খুলনা জেলা শাখার দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচির স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দাকোপে কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দাকোপ প্রতিনিধিঃ চালনা পৌরসভার নিকাহ রেজিষ্টার (কাজী) ইমদাদুল হকের বিরুদ্ধে দূর্ণীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে তারই সহোদর আজিজুল হক। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলার নলিয়ান গ্রামের মৃঃ শামসুল হকের পুত্র জি এম আজিজুল হক বলেন, সুতারখালী ইউনিয়নে বিবাহ তালাক রেজিষ্টার (কাজী) না থাকায় আমার ছোট ভাই চালনা পৌরসভার একাংশের কাজী ইমদাদুল হক জেলা রেজিষ্টারের নিকট থেকে অতিরিক্ত হিসাবে ১২০ দিনের দায়িত্বপ্রাপ্ত হয়। এ সময় তার সহযোগী হিসাবে ওই ইউনিয়নে আমি দায়িত্ব পালন করতে থাকি। বিনিময়ে গত ৩০/০৬/২০১৯ ইং তারিখ সে আমার নিকট থেকে ২০ হাজার টাকা নেয়। আমি সুতারখালী ইউনিয়নের স্থায়ী কাজী হিসাবে নিয়োগ পেতে ইউপি চেয়ারম্যানের সুপারিশসহ স্থানীয় সংসদ সদস্যের পক্ষ হতে ডিও লেটার প্রাপ্ত হই। তবে আমার ভাই ইমদাদুল হক এ ব্যাপারে অভিজ্ঞ হওয়ায় তার সহায়তায় পূনাঙ্গ নিয়োগ পাওয়ার আশায় আমি উক্ত ডিও লেটারসহ প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রাখি। কিন্তু ইমদাদুল হক বিনিময়ে তাকে ইউনিয়নের অর্জিত আয়ের অর্ধেক তাকে দিতে হবে মর্মে আমাকে শর্ত দেয়। আমি ওই শর্তে রাজি না হওয়ায় দীর্ঘ ৫ বছর সে আমার ডিও লেটারসহ সকল কাগজপত্র আটকে রেখেছে। একই সাথে সে অর্থের লোভে মহসিন, রফিকুল এবং শাহীন নামের ৩ জনকে ওই এলাকায় অবৈধভাবে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে অবৈধভাবে বিবাহ রেজিষ্টি করে চলেছে। তার এহেন কর্মকান্ডের বিষয় গুলো বিভিন্ন মহলে জানালে সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনাসহ নানাভাবে হুমকি ধামকি অব্যহত রেখেছে।
তিনি আরো বলেন ইমদাদুল হক মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিবাহ করায় যা তার কাছে থাকা ১৫ ও ২৩ নং বই তদন্ত করলে প্রমানিত হবে। এ ছাড়া বীমার নামে বিভিন্নজনের টাকা আত্নসাত, দায়িত্বে থাকা চালনার একটি এতিমখানার কমিটিকে সে ব্যক্তিগত সম্পদের ন্যায় ব্যবহার করে সেখানেও নানা অনিয়মের কথা তুলে তিনি বলেন এক সময় তার চালনায় আসার মত আর্থিক সক্ষমতা ছিলোনা। অথচ বর্তমান বাড়ী ব্যাংক ব্যালান্সের উৎস্য অনুসন্ধান করলে অনেক কিছু বেরিয়ে আসবে। বর্তমানে তার নিয়োগকৃতরা সোশ্যাল মিডিয়ায় আমার নামে কুৎসা রটনা করছে এমন দাবী করে আজিজুল হক বলেন আমি আমার কাগজপত্র ফেরতসহ আপনাদের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করছি। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমদাদুল হক সব কিছু মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্র দাবী করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের মাধ্যমে এ বিষয়ে একাধীকবার বসা হয়েছে। পরিবারের সম্মানের কথা ভেবে আমি যে বিষয় গুলো জনসম্মুখে আনতে চাচ্ছিলাম না প্রয়োজনে তুলে ধরলে স্পষ্ট হবে অপরাধী কে !

দাকোপে ইমারাত শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

দাকোপ প্রতিনিধিঃ মহান মে দিবস পালনে দাকোপে উপজেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চালনা বৌমার গাছতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের আহবায়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচীব রাম প্রসাদ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনত কুমার বিশ্বাস। বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, ইট বালু ব্যবসায়ী ও ঠিকাদার সমিতির সদস্য শেখ মোজাফ্ফার হোসেন, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন, নুর মোহাম্মাদ শেখ, যুগল সাহা, কৃষ্ণপদ বিশ্বাস, কবির শেখ, সংগঠনের সদস্য শিবপদ বৈরাগী, মইন উদ্দিন শিকদার, মিন্টু বিশ্বাস, শেখর বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, শামসু শেখ, শামিম খান, শামসুল খান, অসীম রায়, তাপস হালদার, অসীম বিশ্বাস, প্রকাশ বৈরাগী প্রমুখ।

 

দাকোপে জাতীয় শ্রমিকলীগের মে দিবস পালিত

দাকোপ প্রতিনিধিঃ মহান মে দিবস পালনে দাকোপ উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমারেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবির হোসেন। বক্তৃতা করেন উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, চালনা পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ শিপন ভূইয়া, পৌর আ’লীগনেতা ও কাউন্সিলর শুভংকর রায়, আঃ গফুর সানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম রেজা, সদস্য সচীব উত্তম রায়, দেবাশিষ ঢালী, মোহন লাল সাহা, যুবনেতা রতন মন্ডল, শ্রমিকলীগনেতা অধেন্দু শেখর রায়, শেখ ইউনুস আলী জমাদ্দার, ইসমাইল হোসেন ভূট্রো, স্বপন রায়, শিবপদ মন্ডল, বুলু বিশ্বাস, আজাদ রহমান, শিবপদ বৈরাগী, কেসমত আলী, আবুল কালাম, জয় প্রকাশ রায়, মিজানুর রহমান টুটুল, মইন শিকদার, সুকুমার মন্ডল, রামপ্রসাদ মন্ডল, মিন্টু বিশ্বাস, লোকমান হোসেন, পলাশ মন্ডল প্রমুখ। সভার শুরুতে ১৮৬৫ সালে আমেরিকায় ঐতিহাসিক সেই শ্রমিক আন্দোলনে নিহতদের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

খুলনায় আ’লীগের মেয়র প্রার্থী খালেকের মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা নূরনগর নির্বাচন অফিস কার্যালয়ে খুলনা নির্বাচন রিটার্নিং অফিসার আলাউদ্দিনের কাছ থেকে আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এর আগে সোমবার (১মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রোববার (৩০ এপ্রিল) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আব্দুল গফ্ফার বিশ্বাস। তার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন মোল্লা শওকত হোসেন বাবুল। প্রার্থীর রাজনৈতিক দলের ছকে জাতীয় পার্টি উল্লেখ করা হয়েছে। এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এসএম শফিকুর রহমান। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে।

বেনাপোলে আন্তর্জাতিক মে দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি : আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে সোমবার বেনাপোলে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়। সকালে বেনাপোল বন্দর এলাকা থেকে শ্রমিক দিবসের র‌্যালি বাজার প্রদক্ষিন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল. পোর্ট থানা ওসি কামাল হোসেন ভূইয়া. পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন. উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টু সাধারণ সম্পাদক কামাল হোসেন, বন্দরের ৯২৫ নং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ ৮৯১ নং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান ভাদু. যুবলীগ নেতা আহাদুজামান বকুল্ প্রমুখ। পরে বেনাপোল বন্দর প্রশসনিক ভবনের সামনে
বক্তব্যে নেতারা বলেন শ্রমিকেরা মাথায় ঘাম পায়ে ফেলে আমদানি রফতানি পন্য লোড আনলোড করে থাকেন। শ্রমিকদের মুজুরী বৃদ্ধির দাবী দীর্ঘদিনের। টেন্ডারে শ্রমিক শোষন নয় প্রাপ্য ও নেয্য মুজুরী নিশ্চিতে শ্রম অধিদপ্তরের সহযোগিতা কামনা করেন নেতারা। এসময় ২টি শ্রমিক সংঠনের হাজার হাজার শ্রমিক ও আওয়ামীলীগের নের্তৃবৃন্দৃ উপস্থিত ছিলেন।

কেশবপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

যশোর প্রতিনিধি : যশোর কেশবপুর চুকনগর সড়কের বুজতলা নামকস্হানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ সহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। কেশবপুর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেছেন। নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)। রাত সাড়ে সাতটার দিকে যশোর কেশবপুর চুকনগর সড়কের বুজতলা নামকস্হানে বেপরোয়া ও দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে দুর্ঘটনায় ঘঠনাস্থলে দুইজন কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স অপজনের মৃত্যু হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, কেশবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।