মোল্লাহাটে ফাঁস নিয়ে নারীর আত্মহত্যা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে গলায় ফাঁস নিয়ে এক মহিলা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার আস্তাইল গ্রামে মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার শিকার ওই মহিলা আস্তাইল গ্রামের অমৃত শীলের স্ত্রী শংকরী শীল (৫৫)।

আত্মহত্যার শিকার শংকরী শীলের পরিবারের উদ্ধৃতি দিয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দীর্ঘদিন যাবৎ (৮/১০বছর) শারীরিক ভাবে অসুস্থ্য থাকার কারণে হতাশাগ্রস্ত হয়ে নিজের বাড়ির গোয়াল ঘরের কাঠের আড়ার সাথে নিজের পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার পূর্বে সকাল ১০.৪০ টায় অসুস্থ শংকরী শীল’কে তার মেয়ে অনিতা পাল (৩৫) সকালের ঔষধ খাইয়ে ছাগলের ঘাস আনতে মাঠে যায়। এর কিছুক্ষণ পর ১১.২০টায় ফিরে দেখেন গোয়ালঘরে আড়ায় তার অসুস্থ মা নিজের পরনের কাপড় দিয়ে ঝুলন্ত আছে। তখন সে চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ে এসে শংকরী শীলকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে
বুঝতে পারে সে আর বেঁচে নেই। এঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় শংকরী শীলের স্বামী অমৃত শীলের বাদীত্বে একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে।

খুলনায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ছাত্র সমাবেশ

খুলনা : জাতিসংঘ ঘোষিত ৭ম সড়ক নিরাপত্তা সপ্তাহ (গ্লোবাল রোড সেফটি উইক) উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে তানজিমুল উম্মাহ মাদ্রাসার খুলনা শাখার ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তানজিমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিসচা’র খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। তানজিমুল উম্মাহ মাদ্রাসার শাখা সহকারী প্রধান আহসান হাবিবের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নিসচা’র সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, হোস্টেল সুপার বেলাল হোসাইন, সহকারী হোস্টেল সুপার গাজী আব্দুল্লাহ ।

সমাবেশে প্রধান অতিথি তানভীর আহমেদ তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় আঘাত বা মৃত্যু ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জীবনে গতির ছন্দপতন ঘটায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বেশিরভাগই শিশু ও তরুণ, যারা দেশের সম্ভামনাময় এবং কর্মক্ষম অংশ। যারা দেশের জন্য আরও অবদান রাখতে পারে।তাই সড়কে সকলে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। জেব্রাক্রসিং দেখে সড়ক পারাপার হতে হবে।

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। পথচলা নিরাপদ করতে সবার আগে নিজেকে সচেতন হতে হবে। মোটরসাইকেলের চালক ও যাত্রী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা অনেকটা অনেকটা কমে আসবে।

খুলনায় ওএমএস এর ১৫ বস্তা চাল জব্দ

খুলনা : খুলনায় ওএমএস এর চাল সাধারন মানুষের মাঝে বিক্রি না করে অন্যত্র বিক্রির সময় ১৫ বস্তা চাল জব্দ করেছে এলাকবাসি। মঙ্গলবার নগরীর বাগমারা চেয়ারম্যান মোড়ে ওএমএস এর ডিলার আর এম ট্রেডার্স এ এই ঘটনা ঘটে। বিক্রি না ১৫বস্তা চাল উদ্ধার করে আর এম ট্রেডার্স এর চাল ও আটা বিতরণ বন্ধ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার আশ্বাষ ও দিয়েছেন তিনি।
বিক্ষুব্ধ এলাকাবাসি জানায়, মঙ্গলবার সকালে নগরীর বাগমারা চেয়ারম্যান মোড়ে আর এম ট্রেডার্স ওএমএস এর চাল বিক্রি শুরু করে। দুই একজনকে চাল দিলেও অধিকাংশকে চাল নাই বলে চলে যেতে বলে তারা। পরবর্তীতে এলাকবাসি দেখে চাল বিক্রি না করে গেটে তালা মেরে ভিতরে চালের বস্তা অন্যত্র নেওয়ার জন্য অন্য বস্তায় ভরে ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে আর এম ট্রেডার্স এর লোকজন। এ সময় তারা তাদের হাতে নাতে ধরে জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানান। জেলা খাদ্য নিয়ন্ত্রক ঘটনাস্থলে এসে ১৫ বস্তা চাল উদ্ধার করে জব্দ করেন এবং আর এম ট্রেডার্স এর চাল ও আট বিক্রি বন্ধ করে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার আশ্বাষ দিয়েছেন।
এলাকাবাসি আরও জানায় আর এম ট্রেডার্স তিন কেজি চাল দেওয়ার কথা থাকলেও দুই কেজি করে চাল দেয়। আর আটা বিক্রিই করে না সাধারন জনগনের কাছে। এ বিষয়ে কথা বললে ক্রেতাদের সাথে খারাপ ব্যাবহার করেন তারা।
ভুক্তভোগী নারী সাহারা বেগম জানান, সকালে আমাকে তিন কেজি চাল দেওয়ার পর অন্যদের চাল দেই নি। চাল নিতে আসলে বলে চাল নাই। প্রতিবাদ করলে আমাদের গালাগাল করে মারধর করে।
অপরভুক্তভোগী আব্দুল জলিল বলেন, আর এম ট্রেডার্স এর মালিকের স্বামী মানুষকে মারধর করে ও গালাগাল করে। কিন্তু চাল বিক্রি করে না। তিন কেজি দেবার কথা থাকলেও দেয় দুই কেজি। আর আটা বিক্রিই করে না।
একই অভিযোগ ঐ এলাকার সেতারা বেগম এরও। তিনি বলেন চাল তিন কেজির যায়গায় দুই কেজি বিক্রি করলেও আটা মোটে বিক্রি করে না এরা।
ঘটনাস্থলে উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম জানান, আমরা ১ ৫ বস্তা চাল জব্দ করেছি। আটা পাইনি। আপাতত আমরা আর এম ট্রেডার্স এর চাল ও আটা বিক্রি সম্পূর্ণ বন্ধ করেছি। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখায় স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

জন্মভূমি ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ মে) এ ঘোষণা দেওয়া হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। ওই পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা। ওই দিন এ বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে গত রোববার (১৪ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর গতকাল সোমবার অনুষ্ঠেয় দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

ঝিনাইদহে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঝিনাইদহ : ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় পলাতক স্বামী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার ভোরে শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা।

র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ১৩ তারিখে ঝিনাইদহের আরাপপুরের একটি ভাড়া বাসায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী সীমা খাতুনের সাথে বাকবিতণ্ডা হয় স্বামীর।

এক পর্যায়ে জহুরুল ইসলাম ইট ও হাতুড়ি দিয়ে সীমাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সীমা খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা কামাল হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরর পর র‍্যাব অভিযান শুরু করে। জহুরুল ইসলাম আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। যৌতুক ও পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে র‍্যাব।

মোরেলগঞ্জে আটক হয়ে ৪ যুবক শ্রীঘরে

মোরেলগঞ্জ প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে বাগেরহাটের রামপাল থেকে মোরেলগঞ্জে এসে ত্রাস সৃষ্টির চেষ্টাকালে মোরেলগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছে ৪ যুবক। এসময় পালিয়ে গেছে তাদের সঙ্গী অপর এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মোরেলগঞ্জ পৌর সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংক কর্মকর্তা আজিম উদ্দিনের ভাড়া বাড়িতে। এ ঘটনায় সোমবার গভীর রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক ৪ যুবককে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, রামপাল উপজেলার আদাঘাট গ্রামের সাগর শেখের ছেলে শাওন রহমান সান (২১), জাহিদ সানার ছেলে ইদি সানা (১৯), ফরহাদ শেখের ছেলে নাজমুল শেখ (১৯) ও চুলকাঠি গ্রামের সেলিম শেখের ছেলে ইমন শেখ (১৯)। অপর দিকে পালিয়ে যাওয়া যুবকের নাম রাদি বিল্লাহ (২০) সে একই এলাকার মো. বাকি বিল্লাহ’র ছেলে। আটক যুবকদের কাছ থেকে পুলিশ একটি খেলনা পিস্তল, লোহার পাইপ, ৪টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করেছে ।

আটককৃতদের মধ্যে শাওন রহমান নামে একজনের দাবি তাদের এক বন্ধুর স্ত্রীকে মোরেলগঞ্জে তার এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে। বন্ধুর সেই স্ত্রীকে তুলে নেওয়ার জন্য তারা মোটরসাইকেল যোগে মোরেলগঞ্জে এসেছিল। কিন্তু ওই বাড়িতে পৌছার আগেই তারা পুলিশের হাতে আটক হয়।

এদিকে মোরেলগঞ্জ এশিয়া ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের কর্মকর্তা ভুক্তভোগী আজিম উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তারা ত্রাস সৃষ্টির উদ্দেশ্য এখানে আসে। তাদেরকে বাসার আশ-পাশে ঘুরতে দেখে পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাদের মধ্য থেকে ৪ জনকে আটক করে এবং রাদি বিল্লাহ নামে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কর্মকর্তা সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

অপর দিকে আজিম উদ্দিনের শশুরবাড়ি সূত্রে জানা গেছে, তাদের নিজ এলাকা রামপালের আদাঘাট এলাকায় তাদের মেয়ে দশম শ্রেনির ছাত্রী (১৫) কে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্যক্ত করে আসছে উক্ত বখাটেরা। এর প্রতিকারে তাদের বিরুদ্ধে গত ডিসেম্বরে রামপাল থানায় একটি এজাহার দাখিল করা হয়। তা সত্যেও ওই বখাটেদের কবল থেকে রক্ষায় তাদের মেয়েকে দূরে মোরেলগঞ্জে কর্মরত দুলাভাইয়ের বাসায় পাঠানো হয়। কিন্তু মেয়েকে মোরেলগঞ্জ পাঠিয়েও বখাটেদের সন্ত্রাসী কার্যক্রম থেকে রেহাই পাচ্ছেন না বলে ওই পরিবার আক্ষেপ করেন।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনায় জড়িতদের বিররুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাখাইনে মোখার আঘাতে অন্তত ৪০০ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের রাখাইনে কয়েকশ মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একটি সাহায্যকারী সংস্থা ও একজন রোহিঙ্গা অধিকারকর্মীর বরাতে মঙ্গলবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংস্থাটি বলেছে, রাখাইনে কয়েকশ মানুষ নিহত হওয়ার পাশাপাশি কয়েকটি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পার্টনার্স রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এ সাহায্যকারী সংস্থাটি রাখাইন রাজ্যে নিজেদের কার্যক্রম চালায়। তারা জানিয়েছে, রাজধানী সিট্যুয়ের কাছে যেসব রোহিঙ্গা বসবাস করেন সেসব রোহিঙ্গা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে তাদের আশ্রয় ক্যাম্পগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ঘূর্ণিঝড়ের পরই ‘কয়েকশ মানুষের মৃত্যুর খবর’ পাওয়া গেছে।

অপরদিকে রোহিঙ্গা অধিকারকর্মী অং কো মো টুইটে বলেছেন, শুধুমাত্র রাজধানী সিট্যুয়েতেই ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা অধিকারকর্মী ছাড়াও তিনি ইউনিটি সরকারের মানবাধিকার বিষয়কমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।

প্রচণ্ড শক্তি নিয়ে গত রোববার (১৪ মে) বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, সেন্টমার্টিন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানে মোখা।

২৫০ কিলোমিটার গতিসম্পন্ন ঝড়ো বাতাস নিয়ে ঘূর্ণিঝড় আঘাত হানার পরের দিন, সোমবার রাতে দেশটির সামরিক জান্তা রাখাইনকে ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা করে। ঘূর্ণিঝড়ের আঘাতে রাখাইনে মোবাইল টাওয়ার, গাছ-পালা এবং ঘর-বাড়ির ছাদ, টিনের চালা উড়ে যায়।

এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের কারণে রাখাইনের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়। জাতিসংঘের মানবিক সহায়তাকারী সংস্থা কর্ডিনেশন অব হিউমেনিটেরিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ) জানিয়েছে, রাখাইনের রাজধানী সিট্যুয়া এবং এর আশপাশের অঞ্চলগুলো ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার এ ব্যাপারে এক বিবৃতিতে ইউএসওসিএইচএ বলেছে, ‘প্রাথমিক তথ্য দেখাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। এছাড়া গৃহযুদ্ধের কারণে যেসব মানুষ বাস্তুহারা হয়েছেন তাদের আরও বেশি সাহায্যের প্রয়োজন হবে।

আল জাজিরা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যে পথে গিয়েছে সে পথে প্রায় ২ লাখ মানুষ বসবাস করতেন। যার মধ্যে রয়েছেন রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীয়। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী দমন-পীড়ন শুরু করলে অনেকে বাংলাদেশে পালিয়ে আসেন। আবার অনেকে রাখাইনেই থেকে যান। যারা রাখাইনে ছিলেন তাদেরও বেশিরভাগ এখন আশ্রয় কেন্দ্রে বসবাস করেন।

পাটকেলঘাটায়ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু: আহত ২৪

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ধানবোঝাই ট্রাক উল্টে সুমন হোসেন(৩৫) ও আবুল হোসেন (৩৮) নামে দুই শ্রমিকের প্রানহানির ঘটেছে। এছাড়া ওই সময় নারী সহ আহত হয়েছেন মোট ২৪ জন। মঙ্গলবার (১৬ মে) ভোর রাতে সড়কের পাটকেলঘাটা থানার কুমিরা কদমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন হোসেন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে ও অপর শ্রমিক একই এলাকার মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওযা য়ায়নি।
এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করেছে। আহতরা সকলে দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ২৪ জন দিনমজুর ২৪৫ বস্তা ধানসহ নিজেদের বাড়ি শ্যামনগরে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। ওই সময় ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমন্ত থাকা ২৪জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দাকোপ প্রেসক্লাবের সাংবাদিক মামুনুর রশিদের পিতার মৃত্যুতে শোক

দাকোপ প্রতিনিধি : দাকোপ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলার খবর পত্রিকার মূখ্য সম্পাদক এবং চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশিদের পিতা শেখ মোঃ শাহাদাত হোসেন (৮০) বার্ধক্য জনিত কারনে সোমবার সকাল সাড়ে ৯ টায় চালনা পৌরসভাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহী …. রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে দাকোপ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বাড়ীতে ছুটে যান। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিদুল ইসলাম ভূঁইয়া (শিপন), সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি গোবিন্দ বিশ্বাস, নব নির্বাচিত সাধারণ সম্পাদক জি এম রেজা, প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, সহ-সভাপতি কুমারেশ বিশ্বাস, নব নির্বাচিত সহ-সভাপতি জি এম জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক দীপক সরদার, কোষাধক্ষ্য মোঃ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি এম আজম, নব নির্বাচিত দপ্তর সম্পাদক পারুল বেগম, নব নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য দীপক রায়, জয়ন্ত কুমার রায়, সাধারণ সদস্য গাজী আবুল বাশার, বিধান চন্দ্র ঘোষ, মোঃ রুহুল আমীন, মোঃ জাহিদুর রহমান সোহাগ, মজনু ফকির, গাজী সরোয়ার হোসেন, প্রবীর রায় বাপ্পি প্রমুখ। উল্লেখ্য থাকে যে, বাদ আছর উপজেলা হেডকোয়াটার জামে মসজিদে মরহুমের জানাশেষে আচাভুয়া-গোড়কাঠি কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপরদিকে এ খবরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও মরহুমের আত্নার শান্তি কামনাসহ বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াস, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, চালনা পৌরসভার কাউন্সিরর বৃন্দ দৈনিক বাংলার খবরের বিজ্ঞাপন ম্যানেজার পলাশ বাড়ৈই, তত্বাবধায়ক মোঃ নজরুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ আব্দুল হান্নানসহ উপজেলার বিািভন্ন স্থরের জনপ্রতিনিধি বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গুমাধ্যমের নেতৃবৃন্দ। অপরদিকে মরহুমের মৃত্যুতে সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, দাকোপ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্যা, চালনা পৌর জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজীসহ দলীয় নেতৃবৃন্দ।