যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

যশোর অফিস : যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান সরদার ওরফে বড় অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৮ জুলাই গভীর অভয়নগর উপজেলার তালতলা এলাকার পারিবারিক স্বাস্থ্য কিøনিক এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ খবরে স্থানীয়রা একট্টা হয়ে তাদেরকে ধাওয়া করে। এসময় হাসান সরদারকে স্থানীয়রা একটি একনালা বন্দুকসহ আটক করে। এছাড়া ডাকাতদলের অন্যসদস্যরা স্থানীয় হানিফ নামের এক যুবককে ছুরিকাঘাত করে সকলেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসানকে গনপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করে। এ ঘটনায় এসআই মোস্তাফা হাবিবুল্লাহ বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৯ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার এ মামলার রায়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

চুকনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভূয়া দম্পতিসহ গ্রেপ্তার ৪

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভূয়া দম্পতি,হোটেলের মালিক ও ম্যানেজার সহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

আজ বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার চুকনগর বাজারের ব্রীজ রোডের হোটেল অবকাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,হোটেলের মালিক কবির হাসান ডাবলু (৫০),ম্যানেজার সবুজ শিকদার (৪৫),ভূয়া দম্পতি যশোর সদরের চুড়িপট্টি এলাকার বিমল মজুমদারের ছেলে পুলক কুমার মজুমদার (৫২) এবং পিয়ারী মোহন রোডের ৪৪ বছর বয়সী এক নারী।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান,পুলক কুমার মজুমদার এবং ওই নারী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে থানাধীন চুকনগর বাজারে হোটেল অবকাশে রাত্রী যাপন করেন।গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তারা কোন প্রমাণ দেখাতে ব্যার্থ হয়।

কিন্তু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উপযুক্ত কোন প্রমাণ দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

দাকোপে ট্রলার ডুবিতে ১ জনের মৃত্যু

দাকোপ প্রতিনিধি : ঝড়ো হাওয়ার কবলে পড়ে দাকোপে বালুবাহী ট্রলার ডুবে ১ শ্রমিক মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্হা গ্রহনের প্রক্রিয়া চলছে।
জানা যায় খুলনা থেকে ছেড়ে আশাশুনির উদ্দেশ্যে যাওয়া জনৈক নাসির হাওলাদারের বালুবাহী ট্রলার মঙ্গলবার সন্ধ্যায় দাকোপের কালীবাড়ী এলাকায় নোঙর করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হটাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ট্রলারে থাকা ১ মহিলাকে নামিয়ে দিয়ে চালক সবুজ এবং আবুল কালাম ট্রলারটি নিরাপদ স্হানে নেওয়ার চেষ্টা কালে শিপসা এবং ঢাকী নদীর মোহনায় ডুবে যায়।
তখন চালক সবুজ লাফিয়ে পড়ে নিরাপদে চলে আসে। কিন্তু তার সহযোগী আবুল কালাম (৩৫) মোবাইল ও টাকা নিতে ভীতরে ঢুকে আটকা পড়ে বলে ধারনা করা হয়। ঘটনার পর বুধবার সকাল থেকে দাকোপ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোজ ব্যক্তির সন্ধানে নামে। বেলা ১২ টার দিকে ডুবন্ত ট্রলারের ভীতর থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত আবুল কালাম বাগেরহাট জেলার শরনখোলা থানাধীন বগী গ্রামের মৃঃ আঃ রহমান খলিফার পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাকোপ থানায় ছিল । এবং মৃতের ভাই আবু সালেহ বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়ের পূর্বক লাশ গ্রহনের আইনী প্রক্রিয়া চলমান ছিল বলে থানা সুত্রে জানা যায়।

দাকোপে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দাকোপ প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দাকোপে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে ও যুবনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, গোপাল বৈরাগী, চালনা পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূইয়া, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবকরীগের সদস্য সচীব উত্তম রায়, আ’লীগনেতা নিত্যুরঞ্জন কবিরাজ, শচীন্দ্রনাথ মন্ডল, শিবপদ মন্ডল, বাবুল আকতার, যুবনেতা ও চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী বাসান বুলবুল, সাবেক কাউন্সিলর মঞ্জুরানী ধর, যুবনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, সঞ্জয় মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার, আলমগীর হোসেন, গোবিন্দ রায় প্রমুখ।

মোল্লাহাটে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

মোল্লাহাট প্রতিনিধি :বাগেরহাটের মোল্লাহাটে পুকুর থেকে জিহাদ আলী শেখ (২৫) নামে এক ইজিবাইক চালকের ভাসমান মৃতদেহ উদ্ধার ও পাশের পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার হয়েছে। উপজেলার জয়খা এলাকা থেকে বুধবার সকাল ৯ টার দিকে এ মৃতদেহ উদ্ধার এবং এর আগে রাতে ওই পুকুর সংলগ্ন পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার করা হয়। জিহাদ আলী শেখ উপজেলার সারুলিয়া গ্রামের আবুতালেব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক কন্যা সন্তানের জনক জিহাদ আলী শেখ প্রায় এক মাস পূর্বে ফেসবুক প্রেমের মাধ্যমে সাতক্ষীরা জেলার কুমারখালী থানার পশ্চিম গোট্টিয়া গ্রামের নওশের আলী মৃধার মেয়ে শ্যামলী খাতুন নামে অপর এক কন্যা সন্তানের জননীকে কোর্ট ম্যারিজ করে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে ফিরোজের বাড়িতে ভাড়া থাকছেন। জিহাদ আলী শেখ মাদক (গাঁজা) সেবন করতেন। এছাড়া তিনি কোরআন ও হাদিসের সমন্বয়ে ইসলামী জীবন বিধান পরিপন্থী কেবল কোরআন এর অনুসারী দাবিতে (আহলে কোরআন) মতে চলতেন। বর্তমান স্ত্রী’র অনেক ফেসবুক বন্ধু এছাড়া আগের স্বামীর সাথে ফোনালাপ জিহাদ আলী শেখ মেনে নিতে পরতেন না। এমন বিভিন্ন সুত্র রয়েছে যা, অনুসন্ধান করা প্রয়োজন। তাৎক্ষণিক মৃত্যুরহস্য জানা যায় নাই।
বর্তমান স্ত্রী শ্যামলী খাতুন বলেন, মঙ্গলবার দুপুর ১২ টায় জিহাদ তাদের ভাড়া বাসা থেকে ইজিবাইক চালাতে বের হয়ে আর ফিরে নাই। প্রায় ৬/৭ মাস আগে জিহাদের সাথে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আগের স্বামীর আমার একটি কন্যা সন্তান আছে জিহাদেরও আগের স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে। প্রায এক মাস আগে কোর্ট ম্যারিজ করে আমরা সুখের সংসার করছি। আমার স্বামী জিহাদ আমাকে বলতো তার মায়ের চেয়ে আমাকে বেশি ভালো বাসে। আমার বাচ্চার খবরাখবর জানতে আগের স্বামীর সাথে ফোনালাপ করায় ও (জিহাদ) ভীষণ কষ্ট পায়। আমি হেঁয়ালি করে ছেড়ে যাওয়ার কথা বললে সে মানতে পারতো না। ওর মৃত্যুর সঠিক কোন কারন জানিনা।

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গত মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত অবধি উপজেলার জয়খা গ্রামে পাকা সড়কের পাশে ইজিবাইকটি দেখে নিকটস্থ গাংনী পুলিশ ক্যাম্পে জানায় স্থানীয়রা। পুলিশের পরামর্শে ইজিবাইকটি গাংনী নলডাঙ্গি এক বাড়িতে রাখা হয়। পরের দিন বুধবার সকালে জিহাদ আলী শেখকে তার আপন জনরা খুজতে বের হলে প্রথমে ইজিবাইক সনাক্ত করে। এরপর যে স্থানে ইজিবাইক পাওয়া গেছে ওই স্থানে গিয়ে সড়কের পাশের পুকুরে ভাসমান মৃতদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা‌ গ্রহণের প্রস্তুতি চলছে।
এএসপি সার্কেল তুষার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।