স্যান্ডেলর মধ্যে ইয়াবা পাচার : আটক ১

প্রকাশঃ ২০২০-০৭-২১ - ১৭:৪১

নিজস্ব প্রতিবেদক : ২০ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব পন্থায় স্যান্ডেলের মধ্যে ৩ হাজার পিন ইয়াবা পাচারকারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটকৃত হচ্ছে ইয়াবা পাচারকারী জাফর আলম (২০) নামে এক যু্বককে আটক করেন।

জানা গেছে, চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিঠুন এবং ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম কোতোয়ালি থানাধীন ব্রীজ ঘাট রোড,ফিরিঙ্গি বাজার,চট্টগ্রাম এলাকা হতে জাফর আলম (২০) পিতা- মৃত হাফিজুর রহমান ,মাতা- সুফিয়া খাতুন, সাং-নুনিয়ার ছড়া, ৬ নং ওয়ার্ড জাহাঙ্গীরের ভাড়াটিয়া ,থানা ও জেলা -কক্সবাজার কে দুইটি স্যান্ডেলের সোলের মধ্য হতে ৩০০০( তিন হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।