মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে ভাষা শহিদদের স্মরণে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এরপর রাত ১২:০১ টায় উপজেলা পরিষদ কম্পাউন্ডে শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মোল্লাহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, যুবদল, ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, নাগরিক, সরকারি জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়, কেআর কলেজ, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোল্লাহাট হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনালী ব্যাংক, প্রেসক্লাব মোল্লাহাট, পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় বিশাল এক প্রভাত ফেরী উপজেলা পরিষদ থেকে শুরু করে মোল্লাহাট কেআর কলেজ এরপর সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে উক্ত শহিদ বেদীতে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর ওই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তেন মং, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রোকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েল, নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী, ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, বিএনপির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশীদ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক মনিরুজ্জামান, কে, এম, মাহামুদুল হক, শেখ মনিরুজ্জামান, আশিকুল ইসলাম মিয়া।