তিনি বলেন, অপরাধী যেই হোক, কেউ ছাড় পাবে না। অভিযানের পর যারা গা ঢাকা দিয়েছে তাদের খুঁজে বের করা হবে। চলমান অভিযানে সরকার, দেশ ও শেখ হাসিনার ভাবমূর্তি বেড়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
অভিযান নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য ধৃষ্টতার শামিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকতে দুর্বৃত্তায়নের চূড়ান্ত পর্যায়ে ছিল বিএনপি। তবে দলের কাউকেই শাস্তির আওতায় আনেনি। অথচ আওয়ামী লীগ সরকার দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও খুন-ধর্ষণের বিরুদ্ধে আইনি ও দলীয় ব্যবস্থা নিচ্ছে।