ফুলতলায় একই দিনে সাবেক নারী ইউপি চেয়ারম্যানসহ ২০ ব্যক্তি করোনাক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৬-২৫ - ১৯:৪৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় একই দিনে সাবেক নারী ইউপি চেয়ারম্যান জাকিয়া হাসিন বিনা ও তার পরিবারের ৩ সদস্যসহ মোট ২০ ব্যক্তির কোভিট-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আক্রান্তদের বাড়িতে গিয়ে পুলিশ লকডাউন করে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ মিজানুর রহমান জানান, ফুলতলা উপজেলায় ২০ ব্যক্তির কোভিট-১৯ রিপোর্ট পজেটিভ। এদের মধ্যে দামোদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদলের স্ত্রী ও সাবেক চেয়ারম্যান জাকিয়া হাসিন বিনা (৪২), তার কন্যা মেহেজাবিন বিথি (২৮), জামাই ওমর ফারুক (২৮) ও পুত্র আবু সালে আকাশ (২২), ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মনিরা পারভীন (৪৮), ফুলতলা উপজেলার আফিল গেটের আসাদুজ্জামান (৬৫), আটরা গিলাতলার আজিজুর রহমান (৪৫), আলিমুজ্জামান (২৯), শাহাদাৎ হোসেন (৪৯), শফিকুল ইসলাম (৪৫), মি. আজিজুর রহমান (৪৪), আনসারের নায়েক মোঃ মজিদ (৪২), আনসারের কর্মরত সোনা মিয়া (৪৫), এসকে এ রাজ্জাক (৩৩), মোঃ মফিজুল (৪৭), মি. সোহেল রানা (৪৫), মি. নাসির উদ্দিন (৪৫), আবু ফজল (৫২), মি. লুৎফুল হাসান (৪৫) এবং হযরত আলী (৩৪)। বৃহস্পতিবার ফুলতলা ও খানজাহান আলী থানা পুলিশ আক্রান্তদের বাড়িতে গিয়ে পুলিশ লাল পতাকা টানিয়ে লকডাউন করে। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম কামাল হোসেন জানান, ইতোপূর্বে করোনা আক্রান্ত ২৮ জন এবং গত বুধবার নতুন করে আরও ২০ জনসহ ৪৮ জনের মধ্যে ২ জন সুস্থ হয়েছেন।