তাপস কুমার বিশ্বাসঃ খুলনার ফুলতলায় একই দিনে খুলনা মেডিকেল কলেজের আরএমও ডাঃ মিজানুর রহমান ও তার পরিবারের ৩ সদস্যসহ মোট ১৮ ব্যক্তির কোভিট-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে আক্রান্তদের বাড়িতে গিয়ে পুলিশ লকডাউন করে।
খুলনা মেডিকেল কলেহ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে প্রাপ্ত রিপোর্ট এ ফুলতলা উপজেলায় ১৮ ব্যক্তির কোভিট-১৯ পজেটিভ। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজের আরএমও ডাঃ মিজানুর রহমান (৩৭), তার গাড়ী চালক মোঃ মোস্তফা বিশ্বাস (৩৩), তার চেম্বারের ম্যানেজার সোহাগ হোসেন (৩৮), সেলস্ ম্যান কাজী নাজমুল ইসলাম (৩৪), ফুলতলা উপজেলার খানজাহানআলী থানা পুলিশ জাকির হোসেন (৩২), তামান্না মহুয়া (২৫), তরিকুল ইসলাম (২৭), শহিদুল (৩৮), বকুল মিয়া (৩৫), মুক্তার রহমান (৪০), সুদেব চন্দ্র (৩৩), রমেশ চন্দ্র (৩২), তারিকুল ইসলাম (৩০), সাহিদুল ইসলাম (২৮), ইমামুল ইসলাম (৩৩), নৃপেন (২৯), আনছার ব্যাটেলিয়ান সদস্য জাহাঙ্গীর আলম (৩১) ও ফুলতলার শেষ সীমানা এলাকায় আনোয়ারা (৮০)।
শনিবার ফুলতলা ও খানজাহান আলী থানা পুলিশ আক্রান্তদের বাড়িতে গিয়ে লাল পতাকা টানিয়ে লকডাউন করে। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম কামাল হোসেন জানান, ইতোপূর্বে করোনা আক্রান্ত ৪৯ জন এবং গত শুক্রবার নতুন করে আরও ১৮জনসহ ৬৭ জনের মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। তবে ফুলতলায় কোভিট-১৯ করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।