বীর মুক্তিযোদ্ধা কার্তিক বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশঃ ২০২০-১২-২৭ - ১২:৫৬

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ অজস্র মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা রুপালী ব্যাংকের অবঃ এসপিও কার্তিক বিশ্বাসের। গতকাল শনিবার বেলা একটার দিকে তাঁর গ্রামের বাড়ির ছয়ঘরিয়া মহাশ্মশ্মান ঘাটেই উক্ত শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পূর্বে বেলা বার টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন ও জাতীয় পতাকা দিয়ে মরদেহ আচ্ছাদন করে দেয়। এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মৃতের বাড়ীতে ছুঁটে আসেন। এ সময় তাঁর মরদেহের উপর ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন কালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সাবেক ট্রাষ্টি এ্যাড. নিমাই রায়, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, অধ্যক্ষ অমিতেষ দাশ, সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, রুপালী ব্যাংকের ম্যানেজার পরেশ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ গফুর মোল্লা, আ’লীগনেতা গোবিন্দ মল্লিক, নারায়ণ সরকার, নারায়ন রায়, জেলা সৈনিক লীগের সভাপতি এস এম ফরিদ রানা, অনুপম মন্ডল প্রমূখ। এদিকে তাঁর মৃত্যুতে আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। প্রদত্ত বিবৃতি দাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, থানার ওসি মোঃ রবিউল কবির, শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, শিল্পপতি মামুন আল হাসান নাজু, আইন উপদেষ্টা এপিপি সঞ্জয় পাল, এ্যাড. অনাদি মন্ডল, সভাপতি প্রতাপ ঘোষ, সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক এ্যাড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক বিপ্র রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক এস এম এ ভূট্রো, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক আহসান কবীর, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক নিতীশ মন্ডল প্রমূখ।