খুলনা অফিস : মহামারী করোনায় কর্মহীন অসহায় দুস্থ মানুষ যখন দিশেহারা, এমনই সময়ে জনসাধারনের অসহায়ত্ব কে নিয়ে একটি মহল ত্রান রাজনীতিতে মাতয়ারা। সরকারী সাহায্য সহযোগীতা থেকে বঞ্চিত বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা আশারবানী শুনে ছিলো বিএনপির শীর্ষ নেতাদের ত্রান সামগ্রী বিতরনের মধ্য দিয়ে। কিন্তু খুলনা জেলার তেরখাদা থানার বারাসাত গ্রামে ত্রান সামগ্রী বিতরন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে বিএনপি নেতা পলাশ মেম্বর ও তেরখাদা আওয়ামী পরিবারে সন্তান লন্ডন প্রবাসী বিএনপি নেতা পারভেজ মল্লিকের অনুসারীদের সাথে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, লন্ডন প্রবাসী পারভেজ বিএনপির ব্যানারে ত্রান দিলেও প্রকৃত ত্রান পাচ্ছেন আওয়ামীলীগের লোকজন এটা নিয়ে বিএনপি নেতা পলাশ মেম্বর প্রতিবাদ করলে পারভেজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এই ঘটনার জের ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পারভেজ মল্লিকের বাড়ী ভাংচুর করে এবং তার ভাই জুলফিকার, লালিম ও ফিজোরকে মারধর করে। এই ঘটনাকে কেদ্র করে তেরখাদা থানায় বিএনপি’র পঁত্রিশ (৩৫) জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০ এপ্রিল রাতে পারভেজের মামাতো ভাই তেরখাদা উপজেলা আওয়ামীলীগ নেতা মো: মান্নু শেখ বাদী মামলা দায়ের করে।
এদিকে নাম প্রকাশে অনইচ্ছুক স্থায়ী জনসাধারনের সাথে কথা বলে জানা যায়, করোনা মহামারিতে কেন্দ্রীয় বিএনপি’র শীর্ষ নেতার নির্দেশে হামলা মামলার শিকার অসহায় তৃণমূল নেতাকর্মীদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার কার্যক্রম শুরু হয়। লন্ডন প্রবাসী বিএনপি নেতা পারভেজ মল্লিকের অর্থায়নে বিএনপির ব্যানারে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যাগে তেরখাদায় ত্রাণ সামগ্রী বিতরণ করে। কিন্তু তিনি আওয়ামী পরিবারে সন্তান এবং তার স্ত্রী সাবেক ছাত্রলীগ নেত্রী হওয়ায়, তার অবর্তমানে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা তাদের লোকদের মাঝে ত্রান বিতরন করে। তেরখাদা বিএনপির যুগ্ম সম্পাদক ইউপি সদস্য পলাশ সহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ত্রাণ বিতরণে প্রতিবাদ করে। এতে ত্রাণ বিতরণে নিয়োজিত তার অনুসারীরা ক্ষিপ্ত হলে অনাকাংখিত ভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে, বিএনপির নেতাকর্মীরা পারভেজের বসতবাড়ী ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করলেও পুলিশের গ্রেফতার আতংকে করোনা ভাইরাসের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা আজ ঘর ছাড়া।